![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহমদ শাহ যুবক বয়সে আফসারিদ রাজ্যের সেনাবাহিনীতে যোগদান করেন এবং অতিশীঘ্রই তিনি ৪ হাজার আব্দালি পশতুন সৈন্যের কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালনের সুযোগ পান।১৭৪৭ সালের জুনে পারস্যের নাদের শাহ আফসার মৃত্যুবরণ করলে, আব্দালি কুরাশান এর আমীর হন। তার পশতুন উপজাতি এবং তাদের জোটদের নিয়ে তিনি পূর্ব দিকের মুঘল ও মারাঠা সাম্রাজ্য, পশ্চিম দিকে পারস্যের আফসারিবাদ সাম্রাজ্য এবং উত্তর দিকে বুখারার খানাত পর্যন্ত তার সীমানা নির্ধারণ করেন। কয়েক বছরের মধ্যেই তিনি কুরাশানদের কাছ থেকে পশ্চিম থেকে পূর্বে কাশ্মির ও উত্তর ভারত এবং আমু দারায়ার কাছ থেকে উত্তর থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত আফগানদের কর্তৃত্ব বৃদ্ধি করেন। আহমদ শাহ আব্দালির সমাধিস্তম্ভ আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত শহরের কেন্দ্রস্থলের শ্রাইন অফ দ্য ক্লুয়াক নামে একটি মসজিদের পাশে। মনে করা হয় মুসলমানদের শেষ নবী মুহাম্মদ (সাঃ) এর একটি আলখাল্লা এখানে রাখা আছে। আফগানিস্তানের লোকেরা দুররানিকে প্রায়ই আহমদ শাহ বাবা বলে উল্লেখ করে থাকেন।এখনো পযন্ত দুররানি শিখ গণহত্যায় কুখ্যাত হয়ে আছেন, অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরে হামলা করে তিনি সেঠি ধংস্ব করে দেন। তাছাড়াও তিনি ১৭৪৬সালে এবং ১৭৬২ সালে হাজার হাজার শিখকে হত্যা করেছেন।
আহমদ শাহ কয়েকটি কবিতার চরণ তার স্বজাতীয় ভাষা পশতুতে রচনা করেছিলেন। তাছাড়াও তিনি ফরাসি ভাষায় কিছু কবিতা রচনা করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল একটি জাতির প্রতি ভালবাসা:
দুররানির কবিত্ব
রক্তের সূত্রে তোমার ভালবাসায় ডুবে আছি,
তোমার জন্য যুবকরা তাদের মাথা দিয়েছে।
তোমার কাছে আমার হৃদয় পায় আরাম,
দূরে গেলে কষ্ট এসে সাপের মতো জড়ায়।
পর্বত-উঁচু আফগান স্বভূমিকে মনে হলে
দিল্লির সিংহাসনও আমি ভুলে যাই।
সারা দুনিয়া ও তুমি_ বেছে নিতে হলে
তোমার নিস্ফলা মরু নিতে দ্বিধা করব না।
আহমদ শাহ দুররানি বা আহমদ খান আব্দালি ছিলেন দুররানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তাকে আধুনিক আফগানিস্তানের জনক বলা হয়ে থাকে।দুরারানি সাম্রাজ্য এবং অনেকের কাছে সাদুজাই রাজ্য নামেও পরিচিত, ছিল আফগানিস্তানের সর্বশেষ সাম্রাজ্য।সেটিকে ১৯৪৭ সালে কান্দাহারকে রাজধানী করে আহমদ শাহ দুররানি সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেন।আহমদ শাহ দররানি ১৭২২ সালের ১৬ই আক্টোবর কান্দাহার প্রদেশে মৃত্যুবরণ করেন। তাকে কান্দাহার শহরের কেন্দ্রস্থলে শ্রাইন অফ দ্য ক্লোয়াকে দাফন করা হয় যেখানে পরবর্তীতে একটি বড় সমাধিস্তম্ভ প্রতিষ্ঠা করা হয়।
সূত্রঃAḥmad Shah Durrānī
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৯
ঠ্যঠা মফিজ বলেছেন: আমার পোস্টে আপনাকে স্বাগতম ।
২| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫১
বারিধারা বলেছেন: এই ব্যাটা একটা ারামী। ভারতের রাজারা যখন ব্রিটিশদের সামলাতে হিমশিম খাচ্ছে, তখন এই াবাল তাদের সাথে একে একে যুদ্ধ করে রাজ্য ছিনিয়ে নিয়ে ব্রিটিশদের ইন্ডিয়া দখলের কাজটাকেই সহজ করে দিয়েছিল।
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল মন্তব্য। বারিধারা কোথায় বাসা ? আমিতো সাইদ নগর থাকি ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৯
নিউ সিস্টেম বলেছেন: ভালো লাগল ।
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরু হবার আগেই শেষ
হা হা হা
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: একেবারে ছোট হয়েগেছে । কি আর করার ভাই একবার যখন ছোট হয়েগেছে তখন সেটাকে আর বড় করা সম্ভব নয়।
৫| ১২ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:৫৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সুন্দর।
১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।