![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তারামন বেগম তিনি তারামন বিবি নামেও পরিচিত,তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কাচারী পাড়া গ্রামে । তিনি বাংলাদেশের স্বাধীননতা যুদ্ধের একজন বীর নারী মুক্তি যোদ্ধা ।তারামন বিবি ১১ নং সেক্টরে নিজ গ্রাম কুড়িগ্রাম জেলার শংকর মাধবপুরে ছিলেন। তখন ১১ নং সেক্টরের নেতৃত্বে ছিলেন সেক্টর কমান্ডার আবু তাহের। মুহিব হাবিলদার নামে এক মুক্তিযোদ্ধা তারামন বিবিকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার জন্য উৎসাহিত করেন। যিনি তারামনের গ্রামের পাশের একটি ক্যাম্পের দায়িত্বে ছিলেন। তিনি তারামনকে ক্যাম্পে রান্নাবান্নার জন্য নিয়ে আসেন। তখন তারামনের বয়স ছিলো মাত্র ১৩ কিংবা ১৪ বছর। কিন্তু পরবর্তিতে তারামনের সাহস এবং শক্তির পরিচয় পেয়ে মুহিব হাবিলদার তাকে অস্ত্র চালনা শেখান।একদিন দুপুরের খাবার খাওয়ার সময় তারামন এবং তার সহযোদ্ধারা জানতে পারলেন পাকবাহিনীর একটি গানবোট তাদের দিকে আসছে। তারামন তার সহযোদ্ধাদের সাথে যুদ্ধে অংশ নেন এবং তারা শত্রুদের পরাস্ত করতে সক্ষম হন। তারপর থেকে তারামন পুরুষ মুক্তিযোদ্ধাদের পাশাপাশশি অনেক যুদ্ধে অংশ নিয়েছেন। অনেক বার তাদের ক্যাম্প পাকবাহিনী আক্রমণ করেছে,তবে ভাগ্যের জোরে তিনি প্রতিবার বেঁচে যান।যুদ্ধে শেষে ১৯৭৩ সালে তৎকালীন সরকার মুক্তিযুদ্ধে তারামন বিবিকে তার সাহসীকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক উপাধিতে ভূষিত করেন।
অপর বীর প্রতিক খেতাব প্রাপ্ত নারী হলেন ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান ।
বাংলাদেশে ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বীর প্রতিক খেতাব পাওয়া দুই নারীর অন্যতম আরেকজন হলেন ডাঃ ক্যাপ্টেন সিতারা রহমান তিনি একজন নারী মুক্তিযোদ্ধা।যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য মেলাঘরে বাংলাদেশ ফিল্ড হাসপাতাল নামে ৪৮০ শয্যার একটি হাসপাতাল ছিলো।ঢাকা মেডিকেলের শেষ বর্ষের অনেক ছাত্র সেখানে ছিলো। ক্যাপ্টেন ডাঃ সিতারা সেক্টর ২ এর অধীনে সেখানের কমান্ডিং অফিসার ছিলেন। তাকে নিয়মিত আগরতলা থেকে ঔষধ আনার কাজ করতে হতো। হাসপাতালে একটি অপারেশন থিয়েটার ছিলো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বাঙালি ছাড়াও সেখানে ভারতীয় সেনাবাহিনীর লোকজন চিকিৎসাসেবা নিত। ১৯৭১সালের ১৬ই ডিসেমম্ববর ডাঃ সিতারা রেডিওতে বাংলাদেশ স্বাধীন হবার সংবাদ শুনে ঢাাকা চলে আসেন। পরবর্তীতে ১৯৭৫ সালে তার ভাই মেজর হায়দার নিহত হলে ডাঃ সিতারা এবং তার পরিবার বাংলাদেশ ছেড়ে চলে যান এবং মার্কিন যুক্ততরাষ্ট্রে স্থায়ী ভাবে থাকা শুরু করেন।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ক্যাপ্টেন ডাঃ সিতারা বেগমের অবদানের জন্য তাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাাদ । আমারো জানা ছিল না এই মহৎ দুই নারী মুক্তিযোদ্ধার সম্পর্কে,আজ আমার মেয়ের স্কুলে মেয়েকে মাষ্টার সাহেব
প্রশ্ন করে উত্তর জেনে যেতে বলেছেন। তাই আমারো জানার আগ্রহটা বেড়ে গেল,আর একই সাথে ব্লগেও শেয়ার।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২
মলাসইলমুইনা বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী বীর প্রতীক ডাক্তার সিতারা রহমান আর তার হাসবেন্ড ডাক্তার আবিদুর রহমাকে আমি বলি সিতারা আপা আর আবিদ ভাই | আমার খুব প্রিয় দুজন মানুষ এরা | সিতারা অপার হাসবেন্ড ডাক্তার আবিদুর রহমান (উনার নামই ফটোর পেছনে লেখা | প্রায় প্রত্যেক বছরই নিজের খরচে আমেরিকা থেকে ডাক্তারদের একটি টিম নিয়ে বাংলাদেশ জান দেশের গ্রামাঞ্চলে চিকিৎসা দিতে |) উনি নিউরো সার্জন | আমাদের এখানে আবিদ ভাইকে সবাই চেনে উনার নামেই | আবিদ ভাইও আমাদের স্বাধীনতা যুদ্ধে জেনারেল শফিউল্লার এস ফোর্সের অধীনে সামরিক বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করেছেন | মানুষ হিসেবে এই দুজন কত বড় মনের ও মাপের সেটা বোঝানো খুব কঠিন আমার ভাষাজ্ঞান দিয়ে | সিতারা আপাকে নিয়ে আপনার লেখাটা ভালো লাগলো |
১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
ঠ্যঠা মফিজ বলেছেন: আমার লেখার চেয়েও আপনার মূল্যবান মন্তব্য থেকে তাদের সম্পর্কে আরো বেশি জানা হল।অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মন্তব্যটির জন্য।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য
ধন্যবাদ নাইমুল ইসলাম ভাইকে তথ্যপূর্ন মন্তব্যে আমাদের বিস্তারিত জানানোয়!
+++++++++
২৩ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাইয়া।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, সুন্দর পোষ্টের জন্য
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২২
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই তারেক মাহমুদ, সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: এদের সম্পর্কে জানি। আজ প্রথম ছবি দেখলাম।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব নুর ।সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৪
নতুন বিচারক বলেছেন: দেশের কত মুক্তিযোদ্ধাদের কথা আমরা জানি না।এই আমাদের দেশ প্রেম। নারী মুক্তিযোদ্ধাদের সালাম জানাই। পোস্টটি স্টিকি করা হোক।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো থাকবেন।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
আমাদের গর্বিত নারী যোদ্ধাদের শ্রদ্ধাবনত সালাম!
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ভ্রমরের ডানা ।সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৪
জাহিদ অনিক বলেছেন:
নীল-দর্পণ বলেছেন: বিভিন্ন সময় পরীক্ষায় উতরে যাবার জন্যে উনাদের নাম জানলেও জানবো জানবো করেও এই দুই বীর নারীর সম্পর্কে জানা হয়নি। আপনার এই পোস্টের ফলে জানা হল।
আমারও একই কথা।
মলাসইলমুইনা কে ধন্যবাদ তার চমৎকার মন্তব্যের জন্য।
আর পোষ্টের জন্য আপনাকে তো ধন্যবাদ থাকছেই।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই জাহিদ অনিক।সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
মোঃ মাসুদুল করিম অরিয়ন বলেছেন: মুক্তিযুদ্ধ বাঙ্গালীর কয়েক হাজার বছরের কালজয়ী ও সর্বশ্রেষ্ট ঘটনা। অসীম সাহসীকতা, বীরত্বগাথা আত্মত্যাগ আর অবর্ণনীয় দুঃখকষ্ট উৎরে যাওয়ার এক বড় ক্যানভাস। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসই রচিত হয়েছে কিন্তু এর সূর্য্যসৈনিক যারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের ইতিহাস নেই।কিন্তু তারা বাঙ্গালী জাতীর বীর ও সর্বশ্রেষ্ট সন্তান। আর এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধারই আছে আলাদা আলাদা অসীম সাহসীকতা, বীরত্বগাথা দিনপঞ্জি ও আত্মত্যাগের ইতিহাস। কালের গহব্বরে অনেকেই আজ বিলিন হয়ে গেছেন , কিছু সংখ্যক এখনও বেঁচে আছেন,তাঁদের আমরা ক‘জনই বা চিনি ও তাদের খোজ রাখতে পারি? এদেরও একদিন আমাদের বিদায় দিতে হবে।“মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তেহলে সেই সব অকুতভয় কালজয়ী বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ অত্যান্ত জরুরী” এবং আগামী প্রজন্মের কাছে এই সব মুক্তিযোদ্ধাদের অসীম সাহসীকতা,বীরত্বগাথা আত্মত্যাগের ইতিহাস পৌছে দেয়া আমাদেরই দায়িত্ব ও কর্তব্য।
“মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ” স্বউদ্যোগে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যাক্তিগত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর যুদ্ধের বর্ণনা, মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র ও বীরত্ব গাথাঁ যুদ্ধের ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার ও তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়েব সাইট ( http://www.mssangsad.com ) ও বই আকারে প্রকাশ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।ভুয়া মুক্তিযোদ্ধাদের কোন যুদ্ধের ইতিহাস নেই আর এরা দেশের শত্রু এরা দেশের সম্পদ বিনষ্টকারী ।
http://www.mssangsad.com/form.php?actionID=form
দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ও সন্তানরা উপরের লিংকটায় গিয়ে অনলাইনে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য ও যুদ্ধের সময়কার তাদের বীরগাথা ইতিহাস ও জীপনপু্ঞ্জি পূরন করে দেবার অনুরোধ করছি। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে পৌছেঁ দেবার জন্য। এবং ইহা সকলের জন্য সংরক্ষীত থাকবে ।
পরিশেষে সরকার ও স্বাধীনতার স্বপক্ষের প্রত্যেক ব্যক্তিবর্গের কাছে সার্বিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদান্তে
মোঃ মাসুদুল করিম অরিয়ন
সভাপতি ও উদ্যোক্তা
মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ।
যোগাযোগঃ ০১৭১৫-৪৪৮৪২৮/০১৭০৬-৪৫০৫৩
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই অরিয়ন।সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন,আমাদের গর্বিত নারী যোদ্ধাদের শ্রদ্ধাবনত সালাম!ভ্রমরের ডানা বলেছেন,আমাদের গর্বিত নারী যোদ্ধাদের শ্রদ্ধাবনত সালাম!
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই হাসু। সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাঁদের দুজনের প্রতি শ্রদ্ধা।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
উনাদের ২ জনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা রলো।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬
অন্তরন্তর বলেছেন: স্যালুট দুই মহান মাতাকে।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই।
১৪| ১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৭
ব্লগ সার্চম্যান বলেছেন: তাদের দুজনের প্রতিই শ্রদ্ধা থাকল।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই।সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
১৫| ১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৫
লেখা পাগলা বলেছেন: এই মহান দুই নারীকে স্যালুট।
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই পাগলা সমস্য জনিত কারনে প্রতিউত্তর দুইমাস দুঃখীত।ভালো থাকবেন।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ দুপুর ২:৪৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: অকুন্ঠ শ্রদ্ধা,
পোষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ
প্রিয়তে............
০৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেকদিন পর,অসংখ্য ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১
নীল-দর্পণ বলেছেন: বিভিন্ন সময় পরীক্ষায় উতরে যাবার জন্যে উনাদের নাম জানলেও জানবো জানবো করেও এই দুই বীর নারীর সম্পর্কে জানা হয়নি। আপনার এই পোস্টের ফলে জানা হল।