![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে নয় হাজার হাজার ফুলকে হত্যা করবো বলে যুদ্ধ করেছিলাম ?
এই গেইটি সাঁজানোর জন্য কত হাজার ফুলকে জীবন দিতে হয়েছে কে জানে ?
মাথায় আর হাতে বেঁধে ফুল
যত মন চায় মন তুই সেলফি তুল ।
হলে হোক কিছু ফুলের মরন
তবুও তুই হয়ে থাক সেলফিতে স্বরণ।
এখনকার মানুষেরা সেলফি তুলে ফুল হত্যা করতে করতে দিন কাঁটাবে।
সাজুগুছুতেও ফুলের বেশ কদর।
আহারে একটু মায়া দয়াও হচ্ছে না দেখছেন কি ভাবে এরা ফুল হত্যা করছে ?
আর পারলাম না দিতে ও পারলাম না কিছু বলতে । একদম শেষের ছবি দুইটা দেখে মন খারাপ হইয়া গেল।
ছবিগুলো গুগল থেকে তুলে ধরা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ কবি হ্যা এটা সত্য ফুল হল সুন্দর্যের প্রতিক।তাই ফুল ছেড়া থেকে সংরক্ষনে আমাদের মনযোগী বেশি হতে হবে।
আর ফুল বিক্রি করেই যে উপার্জন করতে হবে তা না। ফুল বিক্রি ছাড়াও অনেক উপার্জনের রাস্তা আছে।
ষের দুইটা ছবি ছাড়া আপনি মূলত কী বোঝাইতে চাইছেন,
বিয়ে বাড়ি সহ নানান অনুস্ঠানে ফুল দিয়ে সাজাতেই যে হবে তেমন কোন কথা নাই। ফুলের সুন্দর্য ফুলগাছেই
মাটিতে ছিড়ে পরে থাকা পায়ের নিচে না ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫২
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথমত সংরক্ষণের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেগুলো বিরল। যে সমস্ত ফুল পর্যাপ্ত নয়, তারা আমার মতামতের বাইরে। ফুল সংরক্ষণ করা যায় কি? গাছ সংরক্ষণ করা সম্ভব। আর ফুল কিন্তু সময়ান্তে ঝরে পড়ে। এছাড়া আমাদের এখানে ভোরে অসংখ্য মহিলারা ফুল বিক্রি করে। গাঁদা ফুল অধিকক্ষেত্রে। তারা জমিতে ফুল চাষ করে। এইটা তাদের জীবিকা। বিরল প্রজাতির ফুল অবশ্যই সংরক্ষণ করা উচিৎ। উল্লেখ্য, মাছ খাওয়া কমিয়ে দেওয়া কিন্তু মৎস সংরক্ষণের উপায় না।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: তা যা বেশ বলেছেন ।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: জানাচ্ছি মাতৃভাষা দিবস শুভেচ্ছা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
কলাবাগান১ বলেছেন: আপনাদের প্রবলেম হল কেন ভাষা দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়..। ফুলের জন্য যে মায়া দেখালেন সেটা যে ধর্মান্ধতা কে লুকানোর জন্য সেটা বলাই বাহুল্য
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাদেরও কাজ একটাই সব জায়গায় খালি ধর্মকে নিয়ে টানাটানি !
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা কইছেন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই হাসু ।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ফুল সবসময় শোভাবর্ধন করেই তৃপ্ত হয়
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
ঠ্যঠা মফিজ বলেছেন: যে যেভাবে বুঝেন ।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
সৈয়দ ইসলাম বলেছেন: কঠিন ছবির সাথে বলে দিয়েছেন। ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই সৈয়দ ইসলাম ।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আসলে আপনি একজন দেশ পাগলা
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: শেষ দু'টো ছবি প্রত্যেক ফেব্রুয়ারির প্রামাণ্যচিত্র। আমরা সম্মান আউড়ানো ছাড়া দিতে পারি না। ফুল অর্পণের সাথে সম্মান প্রদর্শনের সম্পর্ক আমার কাছে ভিত্তিহীন মনে হয়।
কিন্তু এই ফুল বিক্রি ক'রে কতকত মানুষের জীবিকা নির্ভর হয়, এইটা মাথায় রাখা উচিৎ। ফুল সৌন্দর্যের অংশ। শেষের দুইটা ছবি ছাড়া আপনি মূলত কী বোঝাইতে চাইছেন, মানুষ ফুল কেনা ছেড়ে দিক। তাহলে যারা ফুল বিক্রি করে, তাদের ব্যপারে কী বলবেন? মতামত দেয়ার সাথে প্রাসঙ্গিক আরো অনেককিছু ভাবতে হয়, বলতে হয়