নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের সাধ

অজানা জীবন

অজানা জীবন › বিস্তারিত পোস্টঃ

মানুষের দোষ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

@@ মানুষের দোষ @@

দোষে গুনে মিলিয়েই মানব জীবন ৷ কিছু কিছু মানুষ সবসময় নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দিয়ে তাকে দোষী বানাতে চায় ৷ মানুষের কাধে দোষ চাপিয়ে হয়ত নিজেকে সাদুবাদ, মহৎ,ভালো,সর্বোগুনে মানুষের কাছে উপস্হাপন করা যায় ৷ কিন্তু আমি বলব যখন নিজের স্বার্থ শেষ অথবা কারো জন্য নিজের স্বার্থ ক্ষুন্ন হয় অথবা কারো জন্য আপনার স্বার্থ ত্যাগ করতেই হবে তখন আপনি নিজেই সরে এসে মানুষকে দোষারুপ করেন ৷ এবার আপনিই বলেন,কেউ আপনার সাথে মিশেছে? না আপনি মিশেছেন? কেউ আপনার সাথে জোর করে সম্পর্ক করেছে না আপনার ইচ্ছাতেই হয়েছে?
স্বার্থের টানেই মানুষের সাথে সম্পর্ক হয় ৷ সমান সমান স্বার্থ না হওয়াটা স্বাভাবিক৷ যখন মানুষ তার স্বার্থ হাসিল করে আপনার নিকট থেকে সরে পড়ল তখন তাকে আপনে স্বার্থপর বলেন,যখন দুজেই লাভবান হবেন তখন আপনাকে ঠকানোর জন্য সে গোপনে করে চলে গেল তখন বেঈমান বলেন,যখন আপনার কোন ক্ষতির সম্ভাবনা দেখলেন এবং তাকে বিশ্বাস করে বল্লেন তখন সে নিজেই বেঈানী করে আপনার প্রতিপক্ষের সাথে যোগ দিয়ে আপনাকে সর্বশান্ত করে দিল তখন তাকে বিশ্বাষঘাতক বলেন৷ এবার দেথুন সবকিছুর জন্য আপনি যাকে দোষারুপ করলেন আসলে কি তার দোষ না আপনার ভুল?
জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার ভুমিকা বিদ্যমান। আপনি যদি ভুল করে মানুষের উপর দোষ চাপিয়ে হয়তো সাময়িক বাঁচতে পারবেন
এতে আপনার শোধরানো বা সতর্ক কোনটা অবলম্বন করতে পারবেনননা। যার ফলে আবারো বার বার ভুল করে নিজের ক্ষতি সাধন করবেন। চোরের দশদিন গেরেস্তের একদিন।
তাই সকলের প্রতি অাহব্বান ঘটে যাওয়া ঘটনার জন্য মানুষকে দোষী না ভেবে আপনার ভুলটাকে বড় করে নিজের শংসোধন করুন৷ কেননা আপনাকে মানুষের সাথে মিশতে হবেই আবারও কারো না কারো সাথে আপনার সম্পর্ক হবেই ৷তখন যেন আপনি মানুষগুলো চিনতে জানতে,বুঝতে পারেন এবং নিজেকে সচেতন করে কোন ক্ষতি সাধনের হাত থেকে বাচাতে পারেন৷
মানুষ বারবার প্রতারিত হয়না ধোকা খায়না৷
একমাত্র বোকাদের বেলায় তা বারবার আসে৷ যখন আপনি ধোকা খেয়ে বা প্রতারিত হয়ে মানুষকে দোষারুপ করছেন তখন আপনাকে সমবেদনা জানাতে নয় বরং অন্য আরেকটা খারাপ মানুষ সমবেদনার ছলনায় আপনার নিকট ভালো সেজে আপনার আরো বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে বড় ধলনের ক্ষতি করে চলে যাবে৷ আবার তখনই একজন সত্যিকারের ভালো মানুষের আগমন হতে পারে যিনি আপনাকে শুধু সমবেদনা নয় বরং শান্তনা সাহস উৎসাহ দিয়ে আপনার কষ্টগুলো দুর করে আবার নতুন করে বাচিয়ে তুলতে পারে ৷ তিনিই প্রকৃতভাবে আপনার বন্ধু। আপনজন। কথায় আছেনা বিপদেই বন্ধুর পরিচয়৷ সেই বিপদের দিনে ভালো এবং মন্দ লোকগুলোকে আপনাকে চিনে নিতেই হবে ৷তা নাহলে আপনি বারবার পরাস্ত হবেনই৷ তাই সবাইকে আবারও বলি জীবনে চলতে গিয়ে যা কিছু ঘটে তার জন্য কাউকে দোষারুপ না করে নিজের ভুলটাকেই বড় করে দেখা বুদ্ধিমানের কাজ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.