![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিয়ে বলার মত কিছুই করতে পারিনি। যেদিন পারব, সেদিন ঠিকই বলে দেব।
বৃটিশদের উত্থান মিসরীয়, সুমেরীয়, গ্রীক কিংবা রোমানদের মত এত প্রাচীন নয়। দাদ্বশ শতাব্দী পরবর্তি সময়ের পরেই তাদের উত্থান দেখা যায়। আজ অবধি যা বর্তমান। তবে দিন দিন তাদের ক্ষমতা খর্ব হচ্ছে। তারা একসময় যাদের নিজেদের করায়ত্ত করে রেখেছিল শতশত বছর, সে ভারত, চীন, আমেরিকা এখন সারা পৃথিবীতে রাজত্ব করছে। যেখানে তাদের অবস্থান খুবই নাজুক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পর তাদের ক্ষমতা দেখাবার মত তেমন কোন বড় ঐতিহাসিক ঘটনা ঘটেনি। বরং ভারত হাত ছাড়া হয়েছে, অষ্ট্রেলিয়ার নিজেদের আলাদা করেছে। প্রতিবেশী স্কটিশরা এখন চোখ রাংাচ্ছে।
তার চাইতে বড় ঘটনা ঘটল যখন তারা নিজেরাই সিদ্ধান্ত নিল ইউরোপ থেকে নিজেদের সরিয়ে নেবার। এক কথায় বলা যায় চরম অহংকার থেকে তারা এমন আত্মঘাতী হয়ে উঠছে। নিজেদের সেচ্ছায় একঘরে করে দিতেও দ্বিধা করছেনা।
©somewhere in net ltd.