নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পের শেষে আমি আবার একা...।

তাওহিদ সিফাত

ইচ্ছে হলে ভালোবেসো,না হয় আমাকেই ভালোবসতে দিয়ো।ভালোবাসার সুযোগ দিয়ো। ভালোবাসি। হ্যাঁ,তোমাকেই বলছি।তোমাকে ভালোবাসি।নিজের ইচ্ছেতেই বাসি।তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাসি।আমি তোমাকেই ভালোবাসি। তুমি চাইলেও,না চাইলেও।

তাওহিদ সিফাত › বিস্তারিত পোস্টঃ

D minor এর সংসার..

০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১৩

ছেলেটি মেয়েটিকে গল্প শোনাত,
সংসারের গল্প।
মেয়েটির বিয়ে হবে, তার জামাই কেমন হবে । তবে তা
তাদের নিজেদের সংসারের নয়।
এমন ভাবেই দুজনের কথা চলতে থাকে ।
অনেক ভাবের কথা আবেগের কথা ,
অনেক-অনেক কথা।
বলা কথা, না বলা কথা অরো কত কি!
কারনে অকারণে কথা, বিনা কারনে কথা।
এই কথা বলার সময় ছেলেটি নিজেই নিজের গল্প সাজাতে শুরু করল মেয়েটিকে নিয়ে। নিজের মনের ভেতর এক সুখের সংসারের গল্প
কিন্তু মেয়ের মনের খবর না জেনেই!
একদিন ছেলেটির স্বপ্নের ঘোর ভাঙল। সে বুঝল আসলে সে নিজে নিজে স্বপ্ন দেখছে। সংসার কি একজনে হয়? না!
সেই থেকে বুকে এক চিনচিনে ব্যথা।
জীবনটা D minor কর্ডের করুন সার্কেলের মত লাগল।
ভেবেছিল মেয়েটিকে নিয়ে ১০১ টি কবিতা লেখবে,
কিন্তু লেখা হল না।
১০১ টি কবিতা তো লিখল কিন্তু ১০০ টি ভালবাসা আর আভিমানের।
আর একটি কবিতা একজন হেরে যাওয়া মানুষের না ফেরার দেশে যাওয়ার।
এক সময় D minor এর করুন সুর থেমে গেল।
ছেলেটি আর সেই সুর শুনবে না, মনে মনে স্বপ্ন দেখবে না, আর বেসুরে গলায় গান গাইবে না ভুল আবেগ পুষবে না।....

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললিখেছো

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:২৯

তাওহিদ সিফাত বলেছেন: ধন্যবাদ...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.