নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পের শেষে আমি আবার একা...।

তাওহিদ সিফাত

ইচ্ছে হলে ভালোবেসো,না হয় আমাকেই ভালোবসতে দিয়ো।ভালোবাসার সুযোগ দিয়ো। ভালোবাসি। হ্যাঁ,তোমাকেই বলছি।তোমাকে ভালোবাসি।নিজের ইচ্ছেতেই বাসি।তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাসি।আমি তোমাকেই ভালোবাসি। তুমি চাইলেও,না চাইলেও।

তাওহিদ সিফাত › বিস্তারিত পোস্টঃ

এবং আমি একা\'.।.।.।.।।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১:৪৮

এটা গল্প নাকি কল্পনা জানি না।
গল্প হোক আর কল্পনা......।

সেদিন দুপুর ছিল,
রোদে দেখছিলাম তোমায়।
পাশে তুমি ছিলে,
তাই ভেবে মন হাসায়।
হাতে হাত ছিল,
ধরেছিলাম কত না আশায়।
কাঁধে মাথা ছিল,
ছিলাম এক গন্তব্যের অপেক্ষায়।

তোমার চুল নিয়ে বাতাসের খেলা,
ভাসাতাম সব ইচ্ছে ভেলা,
মনে পরে সেই দুপুর বেলা?

জানি না কেন গল্পটা ফুরলো,
জানি না কেন শেষ টা আর লেখা হল না,
জানি না কেন আর কল্পনা করা হল না,
গল্পের শেষে আমি আবার একা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:২৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:২৩

তাওহিদ সিফাত বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.