![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে হলে ভালোবেসো,না হয় আমাকেই ভালোবসতে দিয়ো।ভালোবাসার সুযোগ দিয়ো। ভালোবাসি। হ্যাঁ,তোমাকেই বলছি।তোমাকে ভালোবাসি।নিজের ইচ্ছেতেই বাসি।তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাসি।আমি তোমাকেই ভালোবাসি। তুমি চাইলেও,না চাইলেও।
কেমন করে ফেলে গেলে,
গল্পটা না শুনে,
তোকে আজো... থাক
তোকে ভেবে আজো সিগারেট জ্বলে,
জানি পরবে না মনে এই জীবনে।
তোর ছবি আজো নেই আমার ফোনে,
কিছু কি লাগে রাখতে কাওকে মনের কোনে,
জানি মনে রব না,
কিন্তু এই নিয়ে কোন কথা হবে না।
আবার মনের অনলে দগ্ধ হব,
আবার জমবে ঠোটে মেঘ,
আবার আকাশ পানে তাকিয়ে হাসব,
আর ভাবব ঐটা ছিল ভুল আবেগ।
©somewhere in net ltd.