![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে হলে ভালোবেসো,না হয় আমাকেই ভালোবসতে দিয়ো।ভালোবাসার সুযোগ দিয়ো। ভালোবাসি। হ্যাঁ,তোমাকেই বলছি।তোমাকে ভালোবাসি।নিজের ইচ্ছেতেই বাসি।তোমার ইচ্ছের বিরুদ্ধেই বাসি।আমি তোমাকেই ভালোবাসি। তুমি চাইলেও,না চাইলেও।
ছেলেটি চাঁদের আলোয় মেয়েটিকে দেখতে চেয়েছিল, মেয়েটি চেয়েছিল তারা গুনতে।
মেয়েটি তারা গুনায় ব্যস্ত থাকল,
ছেলেটি চাঁদের অপেক্ষায়।
কিন্তু ব্যস্ত মেয়ে ভুলে গেছে,
ছেলেটি বসে আছে তার আপেক্ষায়।
ছেলেটি অপেক্ষার করতে লাগল,
একদিন বুঝতে পরল মেয়েটি ফিরবে না।
আজ
অন্ধকার ঘরে বসে ছেলেটি,
আগুন,
মুখের সামনে কালো মেঘ,
কিছু দুমড়ানো কবিতার পাতা,
একটা খালি গ্লাস।
মেয়েটি একদিন এলো,
আজ তার আকাশ মেঘলা,
ছেলেটির মনের বারান্দায় সে তার মেঘলা আকাশ নিয়ে হাজির,
কিন্তু বারান্দার দরজা বন্ধ।
মেয়েটা সেই অন্ধকার ঘরে গেল,
সেই খালি গ্লাস,
একটা ভরা এশট্রে,
অনেক গুলো পুড়ে যাওয়া ফিল্টার,
আর কিছু দুমড়ানো কাগজ,
আর হাজার হাজার বার লেখা, “ভুল আবেগ!!”
মেয়েটি সব দেখতে পেল কিন্তু ছেলেটাকে পেল না,
তারা গুনতে গিয়ে আজ সে চাঁদটাই হারিয়ে ফেলেছে............
২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
তাওহিদ সিফাত বলেছেন: ধন্যাবাদ ☺
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৫
রঙ্গীন ঘুড়ি বলেছেন: তারা গুনতে গিয়ে আজ সে চাঁদটাই হারিয়ে ফেলেছে............ বেশ ভালো লাগলো।