নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন আর বাস্তবতা- ঘুমভাঙা সকালের মতো

তৌহিদ জামান73

বাইসাইকেলও কখনো কখনো সুখকর স্মৃতি হয়ে যায়!

তৌহিদ জামান73 › বিস্তারিত পোস্টঃ

সেই চোখ...

২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৮


কেউ বলতো, পটলচেরা, কেউ হরিণী ! তবে, তোমার চোখ জাদুভরা! কখনও বলা হয়নি, অপরূপা- কত কথা জমা রয়েছে ওই চোখে।
কাজল দিতে তোমার কত আলস্য; বন্ধুদের প্ররোচনায় হয়তো একটু-আধটু মেখে নিতে!
না দিলেও দোষ ছিল না- কেননা কাজলরেখা নতুন কোনো সৌন্দর্য আনতে পারেনি। সবই বৃথা। তোমার চোখে কোন কৃত্রিমতা কখনও স্পর্শ করতে পারেনি।
জানি না, কেন যে হঠাৎ সেই চোখটিই খুঁজে ফেরা।
এই বিষটি এলে, বর্ষার সময়ে কেবল ডাগর কালো চোখ দুটো ভাসে, চোখের সামনে...
কী জাদু ছিল, বা রেখেছিলে চোখ জোড়াতে? কেন যে এখনও ভুল করেও ভোলা যায় না, তারই সন্ধানে এফোঁড়-ওফোঁড়, তছনছ সবকিছু।
জোছনায় যখন গোটা দুনিয়া প্লাবিত, সেই প্লাবনে যখন ভাসবার সময়, আটকে দিতো তোমার চোখ! চোখ দুটোর পরে কী যে মায়া ধরে রাখতে !
আহ্! কী সুবর্ণসময় ছিল!
আর ফেরার কোনো সুযোগ নেই; সমানে উগড়ে চলা কান্নার জলে তোমার চোখ কি এখনও তেমনি চমকায়?
আজ ২৫ বছর পর...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.