![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.নৈরাশ্যের ভেতর জলজ বাষ্পের অপেক্ষা তা না হলে খেঁজুরের গায়ে খাঁজ কাটবে কে? হাঁড়ি আর রঙিন ওড়না অঙ্গাঅঙ্গি।প্রিয়ম পূজারী আর সুঁই সুতা কথামালা।কত গভীরে আর যাওয়া যায়,কত খোঁড়াখুড়িইবা করা যায়? কবে দিন হারিয়ে গেছে স্বপ্ন দেখার কৌটো? কোথায় খুঁজবো তারে? সারাটা দিনরাত্রির এই পৃথিবীর কৌমার্য্যে। আমাদের গায়ে লেগে থাকা গন্ধমান বকুল,শিউলি,মাধবীর আকাঙ্খা আধুনিক জী্বনযাত্রায় চলমান থাকে না ,থাকে টানাটানির উৎপীড়ন।রক্তকরবীর নাটকের প্লট যেথায় যেমন ভাঙার গান।একদিন ম্লান হবে ,মুছে যাবে,সেঁটে যাবে সেসব ভাটির গান তারা দেয়ালে দেয়ালে যাদুঘরে নৃ...। মানবিক জঙ্গল থেকে মানবিকতা ফোঁটানোর মত কষ্ট করুণ দোলাচল আর নৈরাশ্যজাল যেন প্যারালাল ইমোটিক।বারবার সুর ছিড়েঁ যায় নতুন তারে বাঁধতে থাকি স্বাপ্নিকতার তাসের আসর।দেখে যায় ,দেখে যায় শেষ পযর্ন্ত মানুষের বেড়ে উঠা আরেকটা স্বপ্ন তারপর আরেকটা স্বপ্ন তারপর ও আরেকটা স্বপ্ন ।স্বপ্নেরা মানুষেরই মত আদিম,স্বপ্নেরা ভবিষ্যতের মতই রঙিন।
২.বাঙালি মাত্রই রোমান্টিক। তবে তারা রোমান্টিকতার চেয়ে বেশি ফ্যান্টসির ভক্ত।এইজন্য ইটের আঘাতে কার ও মৃতু্যর চেয়ে বালুর ট্রাক বড় হয়ে যায়! আগুনে ঝলসে যাওয়ার চেয়ে বৃদ্ধবাসিনীর বাদশাহি জীবনাচরণ অনেক দামী,তার চেয়ে ও দামী তার পকেট গেট,সমাবেশ,বঙ্গবন্ধু রাজাকার-এই সব ফ্যান্টাসির দাম হীরার চেয়ে ও দামী।শুধু দামী নয় ,
কতিপয় মানুষের জীবন।পেট্রোলবোমা যখন ফুটে মনে হয় সূর্যমুখী ফুটে !! পেট্রোলে ঝলসে যাওয়া মুখখানিতে প্লাস্টার দেখলে মনে হয় প্লাস্টিক সার্জারি খুললে বের হয়ে আসতে পারে ভেনাস .ক্লিওপেট্রার গ্ল্যামার !! নতুন পরচুলা,নতুন শাড়ি,নতুন শাল নববধুর সাজ নিয়ে সংবেদনশীল সম্মেলনে উপস্থাপিত সিনেমার নাম ............. অবরোধবাসিনী!!! এটা দারুচিনি দ্বীপ সিনেমার টাইটেল গান আর কিছু নয় ।।।
©somewhere in net ltd.