| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রমেই পোশাক খসে পড়ছে নৈসর্গ বাড়িতে
সৃষ্টির এই অবনতির ধারাবাহিক গান গেয়েগেছে –কৃষ্ণপক্ষ।
চোখের বাজিতে বৈঠক বসে মাঠে আকাশে
তারাদের দূরের মনে হতে পারে- তবু
তাদের লক্ষ্যে করে দীঘির কিনারে ভেসে উঠেছিল কবেকার মৃতদেহ
শাপলা ফুটে উঠছে,ঢেউ উচ্ছল উচ্ছল করছে,মাছেরা পারিবারিক আয়োজন নিয়ে ব্যস্ত,
না বললেও তারা ঠিক তাদের কাজটিই করে যাবে।
ফুল কেন মানুষের কথা শুনতে যাবে?
পাখি কেন মানুষের কথায় গেয়ে যাবে?
জল কেন মানুষের কথা বুঝতে যাবে?
অথচ তাদের গা-ছুঁয়ে অনেকেই অনেককিছু ফেলে আসে।
কই কোনদিন তো এইসবেদের অভিযোগ করতে শুনিনি
নষ্ট-নষ্ট-নষ্ট কাহিনী বলতেও!
মানুষ মানুষের কাছে লজ্জা পায়,কেন ফুল পাখি জলের কাছে পায় না।
নৈসর্গের অন্ধকার মানুষের
শারদের মেঘে আগমনী ধ্বনি ক’টা দিন পর তারাও ফেলে আসবে কৃতকর্ম
ক’টা দিন অন্যরাও ফেলেএসেছিল নিজেদের রুপ
এসব দিনরাত অন্ধদের,যেমনটা পশুর চোখ মমত্ব নিয়ে জ্বলে বনে।
©somewhere in net ltd.