![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেণী সরিয়ে ঘাড় উদোম করে রেখেছিস বলে
ঘাড়ে পড়ার ভয় করিস না,
নগরের মোড়ে মোড়ে বসেছে মনুমেন্ট
তোর সমূহপথ যেন থাকে আনন্দ ভৈরবে।
যাদের চোখ ম্লান হয়ে গেছে তাদের কথা বাদ
কে বলেছে নগরে পাখি নেই?
ক’টা পাখি চাই তোর, কতটা সবুজ হলে শান্ত হবি।
আকাশ চুরি হয়েছে বলে যারা শোকে ভাসছে- ভাসুক
আমাদের আকাশ কেউ নিয়ে যেতে পারবে না
আর ক’টা বছর পর তোকে দোতলা শহর দেব
অজস্র নিনাদের ভেতর নৈসর্গ দেব
তুই কথা বল।
ইশারার মত হলেও, এরচে গভীর ভাষা আছে কি।
শহরের সব গলি উপগলি সদররাস্তা তোর
সব ছিনতাইকারী নৈরাজ্যকারী- মরফিয় রঙ
উধাও,
ঘাসেরা দ্রুতলয়ে বেড়ে উঠছে,ফড়িংরা জড়ো হচ্ছে
তোর গভীরতর শীতল বুকে – একটা দিঘী খনন করিস!
তোর স্নায়ু প্রবলে লিখে রাখিস প্রেমময় কোমলনামা
ঠোঁটে সেলাই করে রাখিস
নিন্দুকের ভাষা- সবুজ বৈয়ামে
পৃথিবীর বয়সী সমান কথা বলিস
তোকে খুব প্রয়োজন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ...........
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩
ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লেখনি,,,, ভালো লাগছে,,, অভিনন্দন
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬
তাওিহদ অিদ্র বলেছেন: মতামতের জন্য ভাল লাগছে.........ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কবিতা ভালো লেগেছে