নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

দুটো জলপাই,একটা দীর্ঘকায় বাস

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১২







দুঃখ পাও তবু পয়সা নিয়ো না
তারচে’ টাকা দিয়ে সুখ কিনো!
একটাই তো রাস্তা,ঘাস,ছোট পাহাড় এসব কিছুই নয়
ইস্পাতের উপর খচিত তারার ফুল যেন ফুটে গেছে তোমার গলায়,গালে
বিশাল ক্যানভাসের ভান করা মুখে কি হাসির উচ্ছ্বলতা আমার!
তুমি বুঝতেই পারোনি।তোমাকে বুঝতে দেয়া হয়নি।
জলপাইয়ের বাগান ঘুরে ঘুরে দুটো মাত্র জলপাই পেলাম
আর ক’টা মিনিট পর দীর্ঘকায় বাস ছেড়ে যাবে পরের গন্তব্যে
দেরি করে ফিরলে জবাবদিহি করতে হবে:এমন ভয় তাড়া করে ফিরে তোমাকে।
এখানে পৌঁছার আগে একশকিলো গতিতে মহাসড়কে ছোটা বাসের সামনে থেকে
কিভাবে পালিয়ে বাঁচলাম তোমাকে বলতে পারিনি!
সে কথা পাহাড়ের বুকে জমানো ঘাসের মতই পড়ে রবে
পরবর্তী জুমের জন্য!
আলাদা আলাদা চাষাবাদের জমিতে একই ফসল ফলানো যায় না
হালহকিকত করে ফলালাম তোমার পছন্দ করা ইস্পাতের মনোমুগ্ধ বাগান
স্টারওয়ার্ল্ড ফিল্ড,
মহাশূন্যে ঘুরতে থাকা বিশ্রামাগার,ভ্রমণের প্রাক্কালে জিরিয়ে যাবে!
জীবনঃ গ্লানিভরা নদীর মত, মহাশূন্যও নশ্বর
তোমার নামফলক থাকবে ওই স্টেশনে
ইস্পাতের বার্জে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩২

ছায়াহরিণ বলেছেন: সুন্দর+

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ । মতামত প্রদানের জন্য.......অজস্র ভালবাসা জানবেন।

২| ০১ লা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৫

আহমেদ জী এস বলেছেন: তাওিহদ অিদ্র ,




মহাশূন্যও নশ্বর......
তোমার নামফলক থাকবে ওই স্টেশনে
ইস্পাতের বার্জে।

ওটাও নশ্বর , একদিন ও নামটাও মুছে যাবে । তবে তার পছন্দ করা ইস্পাতের মনোমুগ্ধ বাগান বানিয়ে লাভ কি ?

ভালো লিখেছেন ।

২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩১

তাওিহদ অিদ্র বলেছেন: এই দ্বনদ্বটার জন্য এই একটা বাছাই করা জীবন। বাগান ছাড়া নশ্বর পর্যন্তও যাওয়া যাবে না,বাগান থাকতেই হবে। মুগ্ধদৃষ্টিতে বানাবো নানা বাগান..............ধন্যবাদ। মতামত প্রদানের জন্য। ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.