নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

হাউজফুল: আয়নাবাজি

১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৪



লিবিয়ার আকাশে উড়ছে শকুন
প্যারিস উজ্জ্বল শহরের নগরী।
জোয়ানের মূর্তি চেয়ে আছে নেপোলিয়ানের হাড়,
সূর্যস্নানে গেছে আনন্দশ্রায়ী ফ্রান্স।
র‌্যবোঁর শব্দে ভাসছে উজ্জ্বল মাতিস
আকাশ ব্রাশ করছে শিল্প চর্চ্চায় রত একদল উচ্ছ্বল কর্মী,
তারা সুখী।
আয়লান একটা ফটোগ্রাফ
উপুড় হয়ে আছে আমেরিকা ও বৃটেনের সবচেয় উঁচু টোম্ব
ভূমিকম্পে বিধ্বস্ত নগরীর মতো-এ কোন অভিশাপ নয়।
বেবিলনের শূন্যদ্যান গমক্ষেত,আলুরদানা মাইন হয়ে চুলায় যায়
তেলসমৃদ্ধ উৎকৃষ্ট আহারে।
তেলআবিব শিখিয়েছে বন্দুকের সামনে কিভাবে গুলতি ছোঁড়তে হয়
ভূস্বর্গেও পাথর ছুঁড়ছে দলপাকানো পথহারা যুবক।
এত শিল্পিত পথে কে বা কারা যেতে পেরেছে
যেখানে কায়দা করে শেখানো হয় – ঘুমপাড়ানি মাসিপিসির গান।
মশলার দেশে আলআকসা মরা তেজপাতার বাগান
সুরমা পাহাড়ে ভদকা জমজমাট
একইরাতে প্যারিস,লন্ডন,ওয়াশিংটনে পুরুষেরা ঘুমিয়ে আছে
সঙ্গীনীদের সাথে!
ক্যাবারে ডান্সার,বলরুমে মহাধুমধামে ফলিত হচ্ছে আঙুরের থোকা
পৃথিবীর সবচেয়ে দামী জল!
লোনাজলে আয়লান ও তার সঙ্গীরা নারীরা,দলিতরা -
একটা ফ্রেম
ভাষার বিবিধ রতন।


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: সবকিছুই আমাদের শেখাচ্ছে। কিন্তু আমরা শিখছি না।
+++++

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ ................ বিজন রয়। শেখানোটা একটা অভ্যাস। মানুষ অভ্যাসেই শিখে.............।!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.