নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

দু\'টো কবিতা........ ()

১২ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১০

বরং নিরো হই /////

মাটিতে অংকনের ছাপ মেরে করে যাব নবান্নের চাষ:
রাসলীলা।
উঠোনের যত ক্ষত ভরে যাবে,কোমল রোদের স্পর্শে
যদি লালশাক লাগাই,প্রেমিকার সমান লাগোয়া মরিচের সাথে বেড়ে উঠবে
সীম ডগা!
বাতাবি লেবুর পাতারা অগ্রায়ণে ওম ছড়ায়
ত্বকে টানপড়লে ফিরে আসে:নাড়ার আগুন!
অলস খোলা ময়দান হাইতুলে
নিড়ানীর ক্ষেতে অবলীলায় চড়বে হাট্টিমা,লেজনাচানির আদিখ্যেতা।
জানতাম, একদিন না একদিন
ঘন কুয়াশা নেমে আসবে এইখানে-- ইঞ্জিনের শব্দে
ভয় পেয়ে উবে যাবে তারা
হই হই করে বেজে উঠবে অকটেনের ড্রাম।
— ত্রি সিক্সটি চোখের ডিগ্রীতে
গজফিতার ডিজিটাল সার্ভে- লালশাকেরা ধুয়ে যাবে
চড়ে বসবে কসমোপলিটন চাষ।
আমি অস্বীকার করছি না আমার মাটি নেই!
চাষ নেই:নবান্ন ও রাসলীলা নেই
আমার নিরো বরং ঘুরে ঘুরে বাঁশি বাজাক রাজবংশীর শান বারান্দায়
সেতো আমার মাটিতেই থাকা-ভিটাতেই থাকা।
ভূমিতে থাকা।বসবাস করছি—গভীর মাটিতে
বাঁশ-শণের ছাউনিতে।



গ্রাম নগরে কারা লাগিয়েছিল:ছাতিম! /////

এই নগরে কারা লাগিয়েছিল- ছাতিম!
সেসব মানুষেরা কি আজো বেঁচে আছে?
হেডলাইট জ্বালিয়ে
মেট্রোসিটির কত নগর চন্ডাল আসে আর যায়
দিয়ে যায় কত বালতি,গামলা,নালা:শখের মার্সিডিজ!
তাদের কারো কথা আমার মনে আসে না,
শালারা এমনই..।
আমি খুঁজছি সেসব বিশুপাগলাদের,যীশুপাগলাদের?যারা রোপণ করেছিল একদিন
নগরে এইসব ছাতিমসুগন্ধি গাছ!
ওহি,ওঁম,কঠিন চীবরের লোভে নয়
তবু লাগিয়েছিল ভালবেসে: নগরে এই গ্রামনগরে।
পুনঃজন্মে তারা ফিরে আসে নগরময় আখ্যানে
শুনিযে যায় তাদের ব্যাথাতুর হাতের কথা, ঘামের কথা, বড় বড় অসুখের কথা
উপোসের বেশে
মরেছিল একদিন!এই পড়শি, এই স্বজন,এই বিস্মিত নগরে
জোছনা:ছাতিম মিলিত সঙ্গম দিয়ে গেছে:আমাদের।
নগরে অনেক জনাজন থাকে!কেউ জানে না,কেউ জানে না
তারা সবাই
নাক নিয়ে ঘরে ফিরে,কান নিয়ে ঘরে ফিরে।
খুন্তি চালিয়ে যীশ-বিশুরা
সাচ্চা করে খুঁড়ে দিয়ে যায়:হৃদয়
যেমন সমুদ্র শামুক গোপনে বাজিয়ে যায় তরঙ্গের লীলা।








মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: বাহ!

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ............ ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.