![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল প্যাকেটজাত পণ্যতে যা মূল্য সিলমারা থাকে তা দেখেই ভোক্তাকে পণ্য কিনতে উদ্বুদ্ধ করে বিক্রেতা।এইসব প্যাকেটজাত পণ্যের যে মূল্য তার থেকে ১% থেকে ৪০% পযর্ন্ত দাম অনুযায়ী ডিসকাউন্ট পাওয়া যায় এটাই বেশিরভাগ ভোক্তারা জানেন বা জানেন না এই টাইপের!যা বড় বড় কর্পোরেশন তাদের মুনাফাসহ নির্ধারণ করে দাম সিল করে থাকে প্যাকেটজাত পণ্যে।রিটেইলে এসে যাতে বিক্রেতা ও ভোক্তা দুপক্ষই যাতে সন্তুষ্ট থাকে এবং মুনাফার সততার জন্য মূলত এটি করা হয়।অথচ দেখা যায় রিটেইলে এসব পণ্যের দরদাম করতে দেখলে বিক্রেতারা বলে উঠে প্যাকেটে লেখা আছে না এসব পণ্যের আবার দরদাম হয় নাকি?!যেমন: ইউনিলিভারের আমাদানিকৃত পণ্য ভ্যাসলিন লোশনের দাম লেখা আছে ৪০০ টাকা।রিটেইলে ৫ টাকা কমদামে বিক্রেতা ভোক্তার কাছে বিক্রি করতে চায়।অথচ সে পণ্যটাই ওই বিক্রেতার কাছ থেকে কিনলাম ৩৪০ টাকা দিয়ে(এখানে ও ২০% বিক্রেতার জন্য রাখা হয়েছে)!! একবার ভাবুনতো ৪০০ টাকার পণ্যের দাম লিখে দিয়ে রিটেইলে কত % লাভ করার সুযোগ করে দিয়েছে ইউনিলিভার!৪০০-৬০=৩৪০ টাকায় কেনার পর এই পণ্যের লাভ শতকার কত % পড়েছে??এখানে ও আরো অনেক ব্যাপার যে আছে! পণ্যটার আসলে মান অনুযায়ী ঠিক আছে কিনা?আপনি পণ্য কিনছেন কিন্তু মানের জায়গাটা অনিশ্চিয়তা রেখে!! বুঝুন, জোরচ্চুরিটা আসলে কার? একা রিটেলই বিক্রেতার নাকি ইউনিলিভারের!!!ইউনিলভার যদি বোতলে তার পণ্যের দাম যদি আরো কমিয়ে রাখত রিটেইলে ৫%-১০% পর্য্ন্ত মুনাফার ব্যবস্থা করতে পারত; যেকারণে তারা প্যাকেটজাত পণ্যে মুনাফার সততার জন্য মূল্যটা নির্ধারণ করা থাকে।এখনতো দেখছি তাতো করেইনি, উল্টো মাল্টিন্যাশনাল নাম দিয়ে এভাবে সব পণ্য থেকে ভোক্তার কাছ থেকে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়ার ব্যবস্থা করেছে!!আসলে মাল্টিন্যাশনাল বা ন্যাশনাল সেটা বিষয় না সব যে ভেতরে ভেতরে “আইল্লের বাপর দোয়ান” এটা ভোক্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়!!একবার ভাবুন একজন ভোক্তার তার দৈনন্দিন ক’টা পণ্য ভোগ করে থাকে? শয়ে শয়ে এসব পণ্যের দাম প্যাকেটে লেখা আছে বলে ভোক্তা শ্রেনীর কাছ থেকে প্রতিদিন কতটাকা হাতিয়ে নিচ্ছে??ভোক্তারা: এসবের সমাধান কার কাছ থেকে চাইবেন? নিজের ব্যবহার করা ভোগের সামগ্রী কমানো ছাড়া!!যদিও অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারাও ভোদাই টাইপের হয়!
”[ঔষধের দামে আছে আরো -- মহাব্যাপার!]”
১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। আর বোঝার দরকার নাই বুঝলে বোঝা বাড়বে.........।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৯
ঢাকাবাসী বলেছেন: প্রতিটি বড় কোম্পানী সহ সব মাল্টি ন্যাশনাল কোম্পানীগুলো এখন ৭০% থেকে ৩০০ % লাভ করে। একটা দুধের প্যাকেটে লেখা থাকে ১৯৫ টাকা আর আমি ছোট দোকান থেকে কিনি ১৬০ টাকায়! তাতেও দোকানীর লাভ থাকে! ঞুঁ বাওয়া এটা বাংলাদেশ, দুনিয়াতে সবচাইতে করাপটেড...
১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামত প্রদানের জন্য..........একদম তাই করাপটেড।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৮
রিফাত হোসেন বলেছেন: বুঝলাম না।