![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা হচ্ছে শরতের সাদা কাশফুলের শুভ্র ছোঁয়া...ভালবাসা মানে ভাললাগার সাত রং...ভালবাসার কোনো সংজ্ঞা নাই আছে কিছু বৈশিষ্ট ও সত্য....ভালবাসা সম্পূর্ণ নিঃশ্বার্থ একটা ব্যাপার...ভালবাসা মানে অন্যের সব দোষ গুণ মেনে নিয়ে তাকে আপন করে নেওয়া....তাকে পরিবর্তন করে নিজের মতন করে নিয়ে নয় ....
.
ভালবাসা মানে চারটি অক্ষরের একটি মধুর নাম...ভালবাসা মানে কোনো শব্দ ছাড়াই অনেক কথা বলা...ভালবাসা মানে বুকের ভিতর এক গোপন ব্যাথা...ভালবাসা মানে পাথরের বুকে ফুল ফোঁটানোর আশায় পথ চেয়ে থাকা...ভালবাসা মানে একে অপরকে বুঝতে চেষ্টা করা....
.
ভালবাসা শব্দটা ছোট কিন্তু বিষয়টা তেমন সহজ ও ছোট নয়...ভালবাসা ভিন্ন কিছু এবং অনেক বড় ও বিশাল কিছু...হয়তো বা ভালবাসা কখনো ভিষণ ঝড়ের মুখেমুখি একা দাড়িয়ে থাকা....
.
ভালবাসা একটি নিস্তব্ধ অনুভূতি এবং আবেক কেন্দ্রিক একটি অভিজ্ঞতা...আবেক ধর্মী ভালবাসা সাধারণত অনেক গভীর হয়...
.
সত্য ভালবাসায় থাকে না কোনো চাহিদা...থাকে শুধু অনন্ত ভালবাসা...তাইতো শুদ্ধতম ভালবাসায় কোনো কামনা বাসনার স্থান নেই...যখন প্রেমিক প্রেমিকারা ভালবাসার সর্বোচ্চ পর্যায়ে পৌছায় তখন শরীল নামক বস্তুটি থাকে অনুপস্থিত....
©somewhere in net ltd.