![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষা চলছে।প্রশ্নঃ আমাদের আদি পিতা ও মাতার নাম লিখ।
ছেলেটি মাথা চুলকে লিখল,
উঃআমাদের আদিমাতা মা হাওয়া এবং আদি পিতা রাজা রনজয়!(ভারতীয় চ্যানেলের 'কিরনমালা' সিরিয়ালের আদিপিতা)।
না, এটা কোন বানানো কাহিনী নয়।আমি স্বচক্ষে উত্তরপত্রটি দেখেছি এবং হতভম্ব হয়েছি।কি শিখছে আমাদের ভবিষ্যত প্রজন্ম?কথা প্রসঙ্গে বলি, ঈদের বাজারে চড়া দামে বিকাচ্ছে 'কিরনমালা','বজ্
রমালা' ড্রেস,কটকটি জুতা । কেন ভাই,আমাদের দেশীয় একটর-একট্রেস দের কি অভাব পড়ছে?কেন তাদের চেনাচ্ছেন না?সিরিয়ালের এই আগ্রাসন এসেছে কচি বাচ্চাদের খাতার মলাটেও। ''কিরনমালা", "পাখি" খাতার চাহিদা এখন তুঙ্গে, যার মলাটে আঁকা হয়েছে ঐসব সিরিয়ালের পাত্র পাত্রীদের ছবি এবং সংলাপ।যেমন, "কিরনমালা কি পারবে অচিনপুরের সুখ ফিরিয়ে আনতে?", "ঠিক যেন লাভ স্টোরি ", "বোঝেনা সে বোঝেনা" ইত্যাদি।কি অসুস্থ সংস্কৃতি চর্চা করছি আমরা ঘরে ঘরে!!! দুঃখ লাগে । কুড়ি থেকে বুড়ি সকলের এই ভারতীয় সিরিয়ালপ্রিতী সত্যিই লজ্জাজনক। সত্যিই :'(। আমরাবাড়ির বাচ্চাটিকে চেনাতে পারিনা রবীন্দ্রনাথ,নজর
ুল,আহসান হাবিব কিংবা জাফর ইকবাল কে।ওরা চেনে রাজা রনজয়, কিরনমালা আর পাখিকে।একজন বাঙ্গালি হিসেবে এই লজ্জা আমার একার নয়,আমাদের সবার।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভয়াবহ অবস্থা...