![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া অবহেলিত বাঙালি শিশুদের চিত্রঃ
যে সময়ে থাকার কথা বিদ্যালয়ের ক্লাসরুমে অথবা সহপাঠিদের সাথে খেলায় মেতে থাকার কথাছিল বিদ্যালয় মাঠে, সে সময়ে জীবন সংগ্রামে টিকে থাকার লড়াই করতে বাবার সাথে নদীতে মাছ ধরতে এসেছেন জয়নাল আর ছোটভাই সুজন । শুধু তারাই নয় পাঃ অঞ্চলের হাজার হাজার বাঙালি পরিবারের এটাই সাধারন চিত্র । কারন উপজাতিদের ন্যায় এদের খাদ্য নির্বাহে কোন সরকার বা বিদেশী এনজিও এগিয়ে আসেনা । এদের শিক্ষার ব্যবস্হা নিশ্চিত করার জন্য দেওয়া হয়না কোন কোটা সুবিথা । তাই বাধ্য হয়েই পৈতৃক পেশাটিকেই বেছে নিচ্ছেন এই অঞ্চলের রাষ্ট্র বৈষম্যর শিকার বাঙালি শিশুরা । পক্ষান্তরে একই এলাকায় একই জলবায়ু মাটিতে বসবাস করেও উপজাতিরা আছেন রাজকীয় হালে । পাঃ চট্টগ্রামের কোথাও কোন উপজাতি শিশুদের এসব কাজে খোজে পাওয়া যাবে কিনা তা সন্দেহ আছে । ফলে ক্রমেই বাঙালি আর উপজাতিদের মধ্য মারাত্মক শ্রেণী বৈষম্য তৈরি হচ্ছে । পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরলে উপজাতি-বাঙালিদের মধ্যে রাজা প্রজা সম্পর্কটি স্পষ্ট লক্ষ্য করা যায়।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫
তাজুল ইসলাম নাজিম বলেছেন: এছাড়া কিছু করার আছে বলে দেখি না...।!জন্মই যেন. আজন্ম পাপ
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৮
রেইড ইন স্কাই বলেছেন: পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা ঘুরলে উপজাতি-বাঙালিদের মধ্যে রাজা প্রজা সম্পর্কটি স্পষ্ট লক্ষ্য করা যায়।
এই রাজা প্রজা মোঠিভ বদলাতে হবে। আমাদের ও হাত পা বাধা, নিজেদের ভেতর টাকে বদলাতে হবে তাদের, তবেই উন্নতি সম্ভব।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
তাজুল ইসলাম নাজিম বলেছেন: যতটুকু অগ্রগতি হয়েছে নিজেদের প্রচেষ্টায় হয়েছে! কারো দয়ায় নয়! একই পরিবেশে যখন একটি সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া হয় তখন অন্য সম্প্রদায় স্বাভাবিকভাবেই টিকে থাকা কষ্ট হয়! এখানে যে, কৃত্রিম ভাবে বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাই সমস্যা দিনদিন প্রখর হচ্ছে! অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে! ফলে কিছুতেই বাঙ্গালি সম্প্রদায় উপজাতিদের সাথে সমান তালে এগিয়ে যেতে পারছে না!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনার মত কম মগজের মানুষে দেশ ভরে গেছে; এসব শিশুরা আমাদের অংশ, এদেরশিক্ষার জন্য কিছু করেন; উপজাতির শিশুরাযদি ভালো করে, তাতে আপনার ক্ষতি হওয়ার কথা নয়।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৮
তাজুল ইসলাম নাজিম বলেছেন: প্রথম কথা হলো আমিকি বলেছি যে, ওদের কেন দেওয়া হচ্ছে???
আমি বৈষম্যের কথা বলেছি!
এসব বৈষম্যের ফলে শিক্ষা, জীবন যাত্রার মান, চাকুরী সবক্ষেত্রেই প্রভাব পড়ে! তাই সুযোগ দিতে হলে সবাইক দিতে হবে!
কেউ খাবার কেউ খাবে না এটা তো হতে পারে না!
৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০
বিজন রয় বলেছেন: কিছু করার নেই।
০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০
তাজুল ইসলাম নাজিম বলেছেন: অনেক কিছুই করার থাকতো যদিনা বৈষম্যটা ওদের সাথে করা হতো
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৩
অদৃশ্য প্রতিভা বলেছেন: আমরা শুধু চেয়ে চেয়ে দেখব ! আর কি !