নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যা তা আমি নিজেই। অন্যকিছু তুলনার বাহিরে। আমার মতো পৃথিবীতে দ্বিতীয় নেই!

তাজুল ইসলাম নাজিম

তাজুল ইসলাম নাজিম › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ে প্রকৃত সেটেলার ও সুলতানা কামাল গংদের গলাবাজি

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৭

Apu Chakma'র ফেসবুক আইডি থেকে

" সেটেলার ...
গত তিন দশকের মধ্যে পার্বত্য এলাকায় (CHT) পাহাড়িদের মধ্যে প্রচলিত হয়েছে, ৭৫ এর পর সেনাবাহিনির ছত্রচ্ছায়ায় নিয়ে আসা মূলত ছিন্নমুল নদীভাঙ্গা মুসলমান বাঙালীদেরকে স্থানীয়দের " সেটেলার " শব্দটি প্রয়োগ করা।মানবিক দৃষ্টিতে এটা সত্যি,যে তাদের ও গত তিন দশকে রাজনৈতিক হানা হানিতে গণ হত্যার শিকার হতে হয়েছে সেনাবাহিনি তাদেরকে এখনো মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।আমি মনে করি শব্দটি আসলেই বর্ণবাদ সম্বলিত।ভবিষ্যৎ প্রজম্মদের শান্তিতে সহবস্থানের জন্য এই শব্দটির কারনে ও রাজনৈতিক হানা হানি বাড়াবে।আমি ছাত্রজীবনে লেখালেখির উপাত্ত খুঁজার জন্য একবার বিশেষ অনুমতি নিয়ে রাঙ্গামাটির ডি সি অফিসের তোষাখানায় রক্ষিত কার্য্য বিবরণীতে ষাটের দশকের একটি এজেন্দায় দেখেছি একটি আর্জিতে পরিস্কার ইংরেজিতে ডিসি বাহাদুরের বরাবরে (ইমতিয়াজ উদ্দিন খান CSP)কাপ্তাই বাঁধের কারনে ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণ বরাদ্ধের আবেদন।উপেক্ষিত ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষে আবেদনটি করেন আজকের পার্বত্য মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় বরেন্দ্র লাল ত্রিপুরা।কারন হিসেবে তিনি দেখিয়েছেন ক্ষতিগ্রস্থ অঞ্চলে চাকমা এবং মগদের সার্কেল প্রধান বা রাজা আছে যা ত্রিপুরাদের নেই। কিন্তু তৎকালীন ত্রিদিব রায় সহ চাকমা এলিটরা তার আর্জিকে বিরোধিতা করেছিলেন,এই বলে ত্রিপুরা জনগোষ্ঠী পাহাড়ের উঁচু ভুমিতে বাস করে বিধায় ক্ষতিপূরণ দেয়া যাবে না বা প্রাপ্য না।সোজা কথায় তিনি তৎকালীন চাকমা শিক্ষিত এলিটদের সাথে একা পেরে উঠেন নি।
ইতিহাস এবং তথ্যানুযায়ী দেখা যায় বাঁধের কারনে সরকারি উদ্যোগে মাইয়েনি কাচালং চেঙ্গি রিজার্ভের উজানে ক্ষতিপূরণ প্রাপ্ত (অধিকাংশ) চাকমারা বসতি করেছে, সেই ভূমিগুলিতে ত্রিপুরা এবং সাঁওতাল,কুকিদের জুমের প্রাক বসতি ছিল।মূলত সংখ্যাগরিষ্ঠ চাকমারাই সেই ভুমিগুলিই জবর দখল করে।ত্রিপুরা ও কুকি সাঁওতাল জনগোষ্ঠী ক্ষতিপূরণ ছাড়াই আরো গহীনে চলে যায়।ইতিহাসে সেই হিসেবে চাকমাদের ও সেটেলার বলা যেতে পারে, সেটা আজকের প্রজম্ম চাকমাদের ও মাথায় রাখতে হবে।
তাছাড়া অনেকেই জানে না,অথছ ইতিহাস বলে পার্বত্য চট্টগ্রামে চাকমাদের আগেই খিয়াং ত্রিপুরা,কুকি,মগরাই ভুমিজ সন্তান।
সাবেক খিওং, চারি খিওং,সুবলং,চেঙে, কাছাল্‌ং,লোঙগূডূ,মাছালং,আছালং গঙ্গারাম, মিওনি,সাজেক প্রভৃতি জায়গার এবং নদীর নাম গুলি চাকমাদের দেয়া প্রদত্ত নাম নয়।চাকমা ভাষায় এই নামগুলির শাব্দিক অর্থ ও নেই যা মগ,কূকী এবং ত্রিপুরা ভাষায় আছে ..."

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অজানা তথ্যসমৃদ্ধ পোষ্ট
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.