![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সে দুয়ার আমার- আটকে রাখে পা...
ফকিরদের জন্য ইংরেজী চর্চাটা দরকার। বিভিন্ন দাতা সংস্থা থেকে ভিক্ষাভিত্তির জন্য ইংরেজী জানাটা অবশ্যই প্রয়োজন। ভাষার জন্য বাঙালী মুক্তিযুদ্ধ করেছে, সে মূলমন্ত্রটা একদিন পরিবতর্ীত হয়ে 'শেখ মুজিবের জন্য মুক্তিযুদ্ধ' হয়েছে মর্মে ইতিহাসে লিপিবদ্ধ হলেও বাঙালী 'রা' শব্দ করবে না। এটাই বাঙালিয়ানার ধর্ম। কতজন কত ভাবে যুদ্ধে মারা গেল, মাঝখানে শেখমুজিব, জিয়াউর রহমানরা দুহাতে খ্যাতি কামিয়ে গেল। অথচ এদেরকেও একদিন হত্যা করা হলো। বাঙালী যত তাড়াতাড়ি উত্তাল হয়েছিল ঠিক তত তাড়াতাড়িই শান্ত হয়ে গেল। ব্রতী হলো আরেক জনের বন্দনা করায়। এটাই বাঙালিয়াপনা। স্বাধিন থেকেও পরাধিনের চর্চা বাঙালীর একদিনের ইতিহাস নয়। এটা রক্তের সাথে মিশে গেছে। খুব বুদ্ধিমান কেউ কেউ বলবেন- ইংরেজী চর্চাটা দোষের কিছুনা। এটা দেশের জন্য মঙ্গলজনক, উন্নয়নে সহায়ক। বলি- 180টা দেশ ঘুরে এসেও যদি কেউ বলেন ইংরেজী ভাষাটা ছাড়া আমাদের উন্নয়ন সম্ভব না, তবে বলবো- আমি তা বিশ্বাস করি না।
২| ২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:০৩
অতিথি বলেছেন: কনফুসিয়াস ভাই,
ভাষাবিধ হইলেতো কথাই ছিলনা। তয়, দুইটা দুইভাবে লিখেছি। দু জায়গায় দুইটারই প্রয়োগ ঠিক আছে।
৩| ২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:৪৫
মুড়িওয়ালা বলেছেন: কিন্তু ভাষাবিদ হইলে কথা আছে।
৪| ২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৪:৫৭
ফজল বলেছেন: লেখাটা দারুন মর্মভেদী; যদি 'তাহারা বুঝিতে পারিতো'....।
৫| ২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৫:০৬
ভাসমান বলেছেন: একমত।
৬| ২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৫:১১
অতিথি বলেছেন: আপনি তা বিশ্বাস না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। বাঙালির গৌরবের ইতিহাস নিয়া বাজে কথা বলাটা আপনি ব্যক্তিগত ব্যাপার বলে চালিয়ে দেন। নাইস। বাঙালি রক্ত নিয়া বাজে কথা বলা, সেটাকেও আপনি ব্যক্তিগত মতামত বলেন, আরো নাইস। আমাদের এক হেড মাস্টার সাহেবও কথায় কথায় 'ও আমার সোনার বাংলা' আওড়াইতেন, যদিও উনি ঝাড়েবংশে রাজাকার ছিলেন।
ইংরেজি সম্পর্কে আমি যেটা মনে করি, সেইটা কই: ইংরেজি না জানলে আপনি দেশে বইসা বোমা বানাইতে পারলেও দেশের বাইরে পা দিয়া আন্ধা হইয়া থাকবেন। বাংলাদেশ যদি এমন হতো যে, আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ কাউরে না পুছলেও চলে, তাইলে ব্যাপার ভিন্ন। কিন্তু বাস্তব অতীব রূঢ়। তাই আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় না রাইখা উপায় নাই। উন্নয়ন তো অনেক পরের ব্যাপার; পেটের ভাত নিয়াই টানাটানি পড়বে। অনেক অতিবুদ্ধিমান মুসলমানই ব্রিটিশ আমলে ইংরেজি শিখাটাকে নাজায়েজ মনে কইরছে; মাঝখান থাইকা হিন্দুরা আগাইয়া গেছে। অখন আপনিও যদি এই কথা কন, তাইলে আপনেরে অতিবুদ্ধিমান ছাড়া আর কিছু ভাবন যাইবো না। তবে প্রকারান্তরে অতিবড় ধান্দাবাজের কথার সুরও এমনই শোনায়।
৭| ২৪ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৬:৫৩
অতিথি বলেছেন: আরে তেলাভাই
অনেক দিন পরে .....আছে কেমন?????
৮| ২৪ শে আগস্ট, ২০০৬ সন্ধ্যা ৭:২৮
অতিথি বলেছেন: হাসালে @ চোর।
উদাহরণের জন্য কাছে কিনারা ইন্ডিয়াকে বন্ধু পাবেন। রেঁনেসার ঘরগুলোতে উঁকি দিয়ে একটু দেখেন সেখানে কতটা ইংরেজী চচর্চা হয়। একজন ইতালি থেকে আজকেই ফোন করে বলছে- দোস্ত ওদের মোবাইল অপারেটরা ইংরেজী বলা দূরের কথা, প্রেসিডেন্ট শালায়ও ইংরেজী বলতে জানেনা। এরচে' আমাদের ফকিরও 'সরি' টরি বলতে পারে। ওরা কিন্তু বাংলাদেশের মত গরীবি হালে নাই।
আরও কিছু বলার ছিল, অনেক বিশদ ভাবে। সমস্যা হচ্ছে আমার ইংরেজী জ্ঞান নিয়ে- ওটা আমি কসলাইতে জানিনা। সবচে' বড় সমস্যা আমার ডায়াল-আপ নিয়া, হেইডা এমন ইংরেজী জানে যে, মিনিটে তিন বার সংযোগ বিচ্ছিন্ন হয়।
৯| ২৪ শে আগস্ট, ২০০৬ রাত ১০:০৯
হযবরল বলেছেন: ইংরেজী না বলতে চাওয়াটা নিশ্চয়ই র্গবের, কিন্তু আগে নিজের মাজা ঠিক না করে মাজার জোর দেখাতে গেলে , মাজা আরো ভাংবে বই ঠিক হবে না। বাংলার বিজ্ঞান, সাহিত্য , র্দশন বিবিধ বিষয় জানার জন্য ও বিভিন্ন ভাষা জানা জরুরী । বিভিন্ন না হলেও অন্তত ইংরেজী। কারণ ম্যাক্সওয়েল থেকে ফেইনম্যান সব ইংরেজীতে পাওয়া যায় । আর নিজেদের ওয়ালীউল্লাহ্ েেথকে ইলিয়াস প্রচারের জন্য ও দরকার ইংরেজী।
শুধু কথার খাতিরে ইতালী , ফ্রান্স আর জাপানের কথা বলে লাভ নেই। নিজেদের যেখানে সত্যিকারে কোন র্অথনীতি নেই , সেখানে আমাদের প্রেসিডেন্ট ইংরেজী জানেনা এটা হবে বিভীষিকাময় কথা।
আমাদের এখন সময় ইউরোপিয়ান এক্সপ্লোরারদের মত সারা দুনিয়ায় ছড়ানোর , নিজের ভাষা বুকে নিয়ে , সারা দুনিয়া চষার। সেটা ইউরোপিয়ানরা 500 বছর আগে করেছে । সেকারণে আজ ওরা এই জায়গায় গিয়েছে।
একান্তই ইংরেজী বিদ্্বেষ হলে 150 বছর আগে মুসলমানরা যা করেছিল , কিংবা এরশাদ যেভাবে ডিগ্রী এক্সাম এ ইংরেজী অপশনাল করে , আরো পেছান। বাংলার অবশ্য এক চামুচ লাভ করেনি উনারা। একটা প্রমিত বাংলা ব্যাকরণ এর জন্য টানা বিশ বছর চিৎকারের পর হুমায়ুন আজাদের টুটি বন্ধ করে দিয়েছে শেষে আরবী প্রেমিরা।
যাই হোক ঘনতন্ত্র চলছে সে সেটা ভাল বুঝে করবে।
১০| ২৪ শে আগস্ট, ২০০৬ রাত ১০:৫৪
শাওন বলেছেন: সত্যি তাই । বাবা যখন চাপ দেয় ইংলিশে বেশি মনোযোগ দেওয়ার জন্য , আমার একটাই উত্তর : অসম্ভব ।
কেন যানি খুব অরুচি হয় ইংলিশ ভাষাটার নাম শুনলে । ( কেন যানি আসলে সেটা না , কারণ তো অবশ্যই আছে ) ।
১১| ২৪ শে আগস্ট, ২০০৬ রাত ১১:০৩
অতিথি বলেছেন: উন্নয়নের জন্য ভিনদেশি ভাষায় দক্ষতা কোনো দরকারি বিষয় নয়।
ঠিক।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫৪
কনফুসিয়াস বলেছেন: 1। বাঙালিয়ানা।
অথবা,
2। বাঙালিপনা।
যেকোন একটা হবে। আপনার শব্দটা নতুন।