![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলছি যাব যাব, ঘর বলছে না; অবাধ্য সে দুয়ার আমার- আটকে রাখে পা...
বাসা থেকে অফিস আসতে সময় লাগলো প্রায় ৫ ঘন্টা। এই ৫ ঘন্টা সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যায়। কুমিল্লা আসা যাওয়া করা যায়। একজন মানুষ এই ৫ ঘন্টায় তার জীবনে বহু ঘটনার জন্ম দিতে পারে। অথচ, আজকের ৫ ঘন্টার মধ্যে সাড়ে ৩ ঘন্টা বাসে বসে থাকা, ১ ঘন্টা পায়ে হাঁটা আর বাকি সময় রিক্সা নিয়ে অফিস আসা ছাড়া কিইবা করতে পেরেছি? হরতালে দেশের ১ দিনের বিশাল লোকসান, অথচ জ্যামের কারনে প্রতিদিন দেশের যে কোটি কোটি টাকা লোকসান হয় সেটার খবর/পরিসংখ্যান কোথাও ছাপেনা কেউ। মাঝে মাঝে মন চায় এই সোনার দেশ ছেড়েছুড়ে নির্বাসনে চলে যাই... দুই দিন পর পর এইসব নাটকফাটক আর ভাল্লাগে না...
ঢাকার জ্যাম নিয়ে নতুন করে কিছু বলার নাই। তবে খুব আশা করি প্রায়শই। একজন পাগল একটা হাতুড়ি দিয়ে ঢাকার সব প্রাইভেট কার ভেঙ্গে দিচ্ছে...! তার ভয়ে দিক দিশাহীন দোঁড়ে পালাচ্ছে প্রাইভেট কারের অসাধু আর কান্ডজ্ঞানহীন সব মালিক!
হরতালে সবই চলে প্রাইভেট চলে না। আর এজন্যই হরতালে কোন জ্যামের সম্মুখিনও হতে হয় না। কবে আমাদের এমন একজন মেয়র আসবে যে ঢাকার থেকে সব প্রাইভেট উঠিয়ে সবাইকে বাই-সাইকেল চালাতে বলবে!
২| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১:১৭
তেলাপোকা বলেছেন: রাকিব ভাই, আকাশ কুসুম স্বপ্ন না। এটা সম্ভব। ঢাকার অত বড় শহর না। সাইকেল চালিয়ে দেড় ঘন্টায় ঢাকার এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। আমি নিজেই গেছি। উন্নত দেশগুলোতে সাইকেলের ব্যাবহারটা বহু আগে থেকেই চালু।
৩| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:০৭
ঢাকাবাসী বলেছেন: সাইকেলের আইডিয়াটা চলবে বলে মনে হয়না। তাছাড়া দেশে দৈনিক গড়ে ১৫০ টা নতুন গা্ড়ী রাস্তায় নামছে, মানুষ বাড়ছে ঘন্টায় ১৮০০ জন, যাবেন কোথায়?
৪| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:১৮
আমি হনুমান বলেছেন: যুদধ অপরাধীদের বাচানোর চেষটা সফল হবেনা, পুসট সরায়া নেন নাইলে তাউল্লা ছিলারে কইয়া দিমু .... দিবনে মামলায় হানদায়া...
৫| ২৭ শে মে, ২০১৩ দুপুর ২:৩২
খাটাস বলেছেন: সব কার উঠিয়ে দিয়ে সাইকেল এর ব্যাবহার আমার কাছে সঠিক পন্থা মনে হয় না। তবে স্কুল বা কলেজের স্টুডেন্টদের জন্য প্রাইভেট কার এ যাতায়াত বন্ধ করে, স্কুল বা কলেজ ভিত্তিক আলাদা আলাদা যাতায়াত বেবস্থা করা, সর্বোপরি একটা সু শৃঙ্খল ট্রান্সপোর্ট পরিকল্পনা ও তার বাস্তবায়ন- আমাদের জ্যাম থেকে অনেকাংশে মুক্তি দিতে পারে।
৬| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৭
তেলাপোকা বলেছেন: প্রাইভেট কার উঠিয়ে বাই সাইকেল চালানোর কথাটা রূপক অর্থে বলেছি। ঢাকার জ্যাম মূলত: প্রাইভেট কারের জন্যই। নতুন করে ঢাকার রাস্তায় প্রাইভেট কারের অনুমোদন বন্ধ করে দেয়া উচিত।
দেখা যায় একই বাসার ৩/৪ টা প্রাইভেট কার। পরিবারের সবার জন্যই আলাদা আলাদা প্রাইভেট কারের দরকার আছে বলে মনে হয় না। এক পরিবার, এক কার নীতি অবলম্বন করলে অর্ধেক জ্যাম কমে যাবে।
ঢাকায় যে হারে লোক বাড়ছে, পাবলিক ট্রান্সপোর্ট না বাড়ালে এবং যোগাযোগ ব্যবস্থায় সরকারের সিন্ডিকেশন বন্ধ না করলে ভবিষ্যতে ঢাকা অকেজো নগরীতে পরিনত হবে সেটা এখন থেকেই বলে দেয়া যায়।
সবাইকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৩ দুপুর ১:০৮
মিলন মো রাকিব বলেছেন: কবে আমাদের এমন একজন মেয়র আসবে যে ঢাকার থেকে সব প্রাইভেট উঠিয়ে সবাইকে বাই-সাইকেল চালাতে বলবে!
ভাই আকাশ কুসুম স্বপ্ন।