![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টেনশন করতে পারি না....ভয় লাগে....দম বন্ধ হয়ে আসে....
ছেলেদের Tattoo
মেয়েদের Tattoo
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১২
মনে নাই তো কি করার বলেছেন: হাহাহাহহাহাহাহহাহাহা
২| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৩
আহসান২২ বলেছেন: bangladeshi mal nai.
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২২
মনে নাই তো কি করার বলেছেন:
৩| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:১৭
মুদ্দাকির বলেছেন: ভাই , আমেরিকায় বিশেষ কইরা NY আর LA তে Hepatitis B, Hepatitis C, HIV ছড়ানোর একটা প্রধান কারন এই tattoo করা, ভাই আগেই বইলা দিলাম, পড়ে আবার বইলেন না যে কেউ জানায় নাই। আর এখন আমাদের দেশেও শুরু হইসে.........।
তবে sticker Tattoo তে problem নাই, তবে কিছু skin disease হইতে পারে।
তবে আপনার দেয়া কিছু ছবি কিন্তু মনকারা।
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২১
মনে নাই তো কি করার বলেছেন: ভাই আমিও এই ব্যাপারে শুনছি । তারপরও Tattoo আমার কাছে আকর্ষণীয় । আপনার বলার জন্য ধন্যবাদ ।
৪| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২৪
মদন বলেছেন: ট্যাটু দেখাইতে যদি জামা কাপড় খুলতে হয় তাইলে তো বিপদ
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৩১
মনে নাই তো কি করার বলেছেন: যদি করেন ত এমন জায়গায় করবেন যাতে জামা কাপর না খুলতে হয় । যেমন গলায় অথবা হাতে পায়ে ।আমার হাতে সবচেয়ে ভাল লাগে । সেটা ছেলে হক আর মেয়ে হোক ।
৫| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:২৬
পানিবাবা বলেছেন:
মাইয়া গুলার চাইতে পোলাগুলার টাই বেশী সৌন্দর্য।
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৩২
মনে নাই তো কি করার বলেছেন: হ্যাঁ । আমারও তাই মনে হয় । কমেন্ট এর জন্য থাঙ্কস পানি ভাই ।
৬| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৩
শিক কাবাব বলেছেন: বাংলাদেশে এই টাট্টু খুব প্রয়োজনীয় একটি জিনিস। যারা যারা আম্লিগ করে তাগো কপালে বঙ্গবন্ধু আর নৌকার ফটো টাট্টু বানায়া দেন। আর যারা বিম্পি করে তাগো কপালে ও োগায় ধানের শিশ আর জিয়ার ফটোর টাট্টু দিয়া দেন। তাইলে হরতালের দিন বা ভোট কেন্দ্রে সহজে চেনা যাইবো, মার কাট করতে সুবিধা হইবো।
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৮
মনে নাই তো কি করার বলেছেন:
জটিল কমেন্ট করছেন ভাই ।আমার এই পুষ্ট দেওয়া সার্থক । ধন্যবাদ ।
৭| ১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:৫৮
ঢাকা ভাই বলেছেন: @ শিক কাবাব : ভাইজান অনেক ভাল কইসেন.....
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৫
মনে নাই তো কি করার বলেছেন:
৮| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৭
সাদা মাটা গরীব ছেলে বলেছেন: মাইয়াদের বডিতে ট্যাট্টু বাজে লাগে । পোলাগো জিম করা বডিতে ট্যাট্টু আকলে চ্রম লাগে নাইলে ভাল্লাগেনা।
ভাই বাংলাদেশে কোনা জায়গায় ট্যাট্টু আকায় না আমি হাতে একটা আক্তাম ?
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬
মনে নাই তো কি করার বলেছেন: হ ভাই । আমিও আপনার সাথে একমত । ছেলেদের জিম করা ফিগারে বাইসেপ এ না হলে পিঠে টাট্টু খুব সুন্দর লাগে । বাংলাদেশে হাবিবস পারসনাতে খোজ নিয়ে দেখতে পারেন। তবে সাবধান । মুদ্দাকির ভাই এর কমেন্ট টা মাথায় রাইখেন । আপনার কমেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ ।
৯| ১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:১০
কেএসরথি বলেছেন: ভাল কইল কেমনে?? আওয়ামী লীগের টা কপালে, মাগার বিম্পির টা োগায়??? এই সব মানুষ থেকে একটু দুরত্ব বজায় রাখাই ভালো।
যাই হোক বাল্চাল গো লইয়া পইড়া কোন লাভ নাই।
ভাই আপনার পোস্ট ভালো লাগছে।
কিন্তু রোগ হওয়া ছাড়াও আরেকটা জিনিসের কারনে আমি টাটু করার বিরোধী। সেটা হলো: আপনার যখন বয়স বাড়বে, এবং চামড়া গুলো একটু ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এই সুন্দর টাটু গুল গুয়ের আকার ধারন করবে...আমার ঐ একটাই সমস্যা!
১৮ ই জুন, ২০১২ সন্ধ্যা ৬:২২
মনে নাই তো কি করার বলেছেন: কিন্তু রোগ হওয়া ছাড়াও আরেকটা জিনিসের কারনে আমি টাটু করার বিরোধী। সেটা হলো: আপনার যখন বয়স বাড়বে, এবং চামড়া গুলো একটু ছড়িয়ে পড়বে, তখন কিন্তু এই সুন্দর টাটু গুল গুয়ের আকার ধারন করবে...আমার ঐ একটাই সমস্যা! - ভাই আমি আপনার কথার সাথে পুরাই একমত ।
আমার আরও একটা সমস্যা আছে - পারমানেন্ট ট্যাটু টা অমোচনীয় কালি দিয়ে করা হয় । তাই এটা ইসলাম এ জায়েজ আছে কিনা জানিনা । করালে নামাজ এবং অজু শুদ্ধ হবে কিনা জানিনা ।এই জন্য করি নাই ।
১০| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:৩৩
কুট্টুশ বলেছেন: কত খরচ হয় ভাই,কই করামু???
১৮ ই জুন, ২০১২ রাত ৮:৪৪
মনে নাই তো কি করার বলেছেন: হাহাহাহাহাহ কুট্টুস ভাই কত খরচ হয় ভাই তা তো জানিনা । দেশে থাকলে পারসনায় খোজ নিয়ে দেখতে পারেন । আর বাইরে থাকলে আপনি নেট এ সার্চ দিয়ে দেখেন ।
১১| ১৮ ই জুন, ২০১২ রাত ৮:৪৬
জেমস বন্ড বলেছেন: কিছু কিছু ছবির জন্য - ছিঃ
১৮ ই জুন, ২০১২ রাত ৮:৫৯
মনে নাই তো কি করার বলেছেন: হাহাহাহহাহহাহা। কিছু কিছু ছবি বাদ দিয়া বাকি গুলা কেমন তাতো বললেন না। আর আপনারে ছবি দেখতে কে কইছে মিয়া ? ট্যাটুর ডিজাইন দেখেন । ভাল লাগবে ।
১২| ১৮ ই জুন, ২০১২ রাত ৯:০৬
জেমস বন্ড বলেছেন: ডিজাইন ভাল লাগছে
, বাকি অঙ্ঙ্গের দিকে পরবর্তীতে একটু খেয়াল কইরা
১৮ ই জুন, ২০১২ রাত ৯:১৫
মনে নাই তো কি করার বলেছেন: জেমস বন্ড ভাই আপনার মুখে এইসব কি কথা হুনি ????? সব ছবিতে আপনারে তো খালি চাঞ্ছ পাইলে সুন্দরি মাইয়া লইয়া ইটিস পিটিস করতে দেখি । এইখানে কোনটা দেখতে খারাপ কন ত দেহি ?????
১৩| ১৯ শে জুন, ২০১২ রাত ২:০৬
রিফাত হোসেন বলেছেন: প্রথমে আস্তে স্ক্রল করলেও পরে স্পিড বাড়াইয়া দিছি ।
এটা নাকি হারাম , মনে তো হয় । শরীরে টেম্পার করাই হারাম মনে হয় ।
বড়ই সৌন্দর্য
১৯ শে জুন, ২০১২ রাত ২:১৮
মনে নাই তো কি করার বলেছেন: হাহাহাহাহাহহাহা রিফাত ভাই আপনি এইখানে!!!!!!!!!!!!! ধন্যবাদ কমেন্ট এর জন্য । আমিও তাই জানি যে এটা হারাম ।
১৪| ১৯ শে জুন, ২০১২ রাত ২:২৮
নতুন বলেছেন: মাইগো ঠেঙ্গে জিরাফের ট্যাটু দেখতে মুনচায় ...
অনেক লম্বা গলা ওয়ালা জিরাফের ট্যাটু....
১৯ শে জুন, ২০১২ রাত ২:৪৩
মনে নাই তো কি করার বলেছেন: হাহাহাহাহাহাহহাহাহাহা । কিছু বলার নাই ভাই ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১২ বিকাল ৫:০৯
রুহান রুহান বলেছেন: শিরুনামে ১৮+ দেন।