নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেরাকোটা

যে পক্ষের দখলে শিকল আছে সে শেকল দিয়ে পাখিকে বাঁধে অর্থাত জোর দিয়ে। শেকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাত মায়া দিয়ে। শেকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না। আফিমওয়ালী বাঁধে, ভোলায়ও।

টেরাকোটা › বিস্তারিত পোস্টঃ

৩৫ বছর পর বাংলায় ভাষণ শুনবে জাতিসংঘ সাধারণ পরিষদ

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮





দীর্ঘ ৩৫ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন কোনও সরকার প্রধান।



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৬৪-তম অধিবেশনে এ ভাষণ দেবেন।



জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টম বক্তা হিসেবে ভাষণ দেবেন।



শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১২টার মধ্যে তার ভাষণ দেওয়ার সময় নির্ধারিত আছে।



পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভের পর ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু।



তবে জাতিসংঘের কোনও অধিবেশনে বাংলায় ভাষণদানকারী সরকারপ্রধানদের মধ্যে তৃতীয় ব্যক্তি হবেন শেখ হাসিনা। কারণ, ১৯৯২ সালে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের শিশুবিষয়ক এক বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দেন।



জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধিদের অন্যতম ইফতেখার আহমদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন।"



তিনি আরও বলেন, "১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের শিশু বিষয়ক এক বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন।"



"আমিই তার বাংলা ভাষণের ইংরেজি করেছিলাম," বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের তখনকার মহাপরিচালক ইফতেখার চৌধুরী।



এ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

লিংক দেখুন

http://www.bdnews24.com

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৪

হেমায়েতপুরী বলেছেন: আমরি বাংলা ভাষা...

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

মুক্তি মণ্ডল বলেছেন: অগ্রিম শুভেচ্ছা থাকলো...বাংলা ভাষণ শোনার অপেক্ষাই থাকলাম।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫

সুবিদ্ বলেছেন: আমার তো স্পষ্ট মনে আছে এর আগেও শেখ হাসিনা UNGA-তে বাংলায় ভাষণ দিয়েছিলেন.....তাই এটা ৩৫ বছর পরে হচ্ছেনা.......bdnews24-এর উচিত আরেকবার ক্রসচেক করা....

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬

ব্লগ ৪১৬ বলেছেন: দীর্ঘ ৩৫ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ যে দিবো হের নাম ইতিহাসে লিখা থাকবো, যারা আমারা যারা সাধারন মানুষ ৩৫ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ হুনমু হেগো কি হইবো গোলাম হোসেন.....যে লাউডা আছে হেই কদুটাই থাকবো।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৬

ম্যাক্স পেইন বলেছেন: সমস্ত মিডিয়াতে বঙ্গবন্ধুর পর হাসিনাই ভাষণ দিবে এমনে বলা হইতেসে, হায়রে মিডিয়া, আর ইতিহাসের ধর্ষন

সত্যটা গ্রহন করতে শিখব কবে আমরা?

২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০৯

টেরাকোটা বলেছেন: সত্যিিট তুেল ধরুন। ধন্যবাদ পােবন অবশ্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.