নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষা করা বাসি ইফতার

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:০৬




হায় রে অভাগা জাতি
অভাগাই থেকে গেলি
ভাগ্য বিড়ম্বনায় পিষ্ট
জীবনটাই অতিষ্ট।

নির্মম পীড়া কাদের দ্বারা সৃষ্ট
পদে পদে হচ্ছিস রে নিকৃষ্ট
পৃুথিবীতে তোরাই এখন উচ্ছিষ্ট
হায় রে অভাগা জাতি ।।


উপসংহার: এই ছবি গুলো দৃষ্টিনন্দন কোনো ছবি নয়। ভিক্ষা করা বাসি ইফতার পরের দিন হাভাতে ক্ষুদার্থ মানুষের কাছে যখণ মজাদার খাবারে রুপান্তরিত হয়। এই ধরনের দৃশ্য মানুষকে কষ্ট দেওয়ার কথা সুখ নয়।

উৎসর্গ: কবিতাটি উৎসর্গ করছি প্রামানিক ভাইকে, যিনি আমার মতো অতি নগণ্য লেখককে ও কবিতা লিখতে উৎসাহিত করেন।।








মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৬

সনেট কবি বলেছেন: অভাগাই বটে।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: অভাগা দেশ মা ও আজ ভাগ্য বিড়ম্বনায় ভারাক্রান্ত সনেট কবি ভাই ।

২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:১৯

ব্লগার_প্রান্ত বলেছেন: +++

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রান্তর পাতা ভাই, আমার এর আগের পোষ্টে আপনার সুচিন্তিত মতামত সামহোয়ারইন ব্লগ মুছে দিয়েছে! এর আগেও ব্লগ এই কাজটি করেছে আমার পোষ্টে, যার কারণে আমি একবার আমার ৩৪ টি পোষ্ট নিজে মুছে দিয়েছি তার আগে ২৩ পোষ্ট মুছেছি, সামহোয়ারইনব্লগ এ নারী শরীর নিয়ে কদাকার মনোবাসনায় অনেকেই কবিতা লিখেন সামহোয়ারইনব্লগ সেই সব কবিতা কখনো মুছে দেন না, সামহোয়ারইন ব্লগে সম্ভবত তেমন লেখকই প্রয়োজন । যাই হোক আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ।

৩| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২০

আবু আফিয়া বলেছেন: কষ্টকর

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: যাদের কাছে কষ্ট লাগা উচিত তাদের কাছে কখনো কষ্ট লাগেনা তারা দেখেন ও না কারণ তাদের সময় নেই ঢাকা শহরে লাল লাইট জ্বালিয়ে তাদের গাড়ী চলে ১৫০ কি:মি: গতীতে - দেখার সময় কোথায়।

৪| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

কাইকর বলেছেন: সুন্দর কবিতা+

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: না কাইকর ভাই এটি সুন্দর কবিতা না, এই ধরনের কবিতা আমরা চাই না, এই ধরনের পরিবেশ ও আমরা চাই চাই না, এখানে কোনো জয় নেই, এটি পরিবেশ সমাজ বিপর্যয় ।

৫| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

কথার ফুলঝুরি! বলেছেন: আসলেই অভাগা তারা :| যদি কিছু মনে না করেন, আপনার লেখায় জীবন কে জিকন এবং জাতি কে জাতী হয়েছে। এত সুন্দর একটা লেখায় বানান দুটো দৃষ্টি কটু লাগছে। মনে হয় খেয়াল করেন নি।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার বানান গত ভুল ছিলো - আপনাকে অশেষ ধন্যবাদ, সেই প্রকুত ব্ন্ধু যে ভুল গুলো ধরিয়ে দেয়। আপনাকে আবারো ধন্যবাদ, আসলেই আমরা অভাগা জাতি, ইংরেজ শোসন করেছে তারপর পাকিস্তান এখন আমাদের নিজের মানুষ - এরচেয়ে দুঃখি জাতি আর কোথাও কি আছে ?

৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ঠাকুর ভাই আপনি এসব কি বলছেন, আমি এর কিছুই জানি না...
এটা স্পষ্ট প্রহসন...

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রান্তর পাতা ভাই, এটি ব্লগে খুব স্বাভাবিক হয়ে গেছে, আপনি চরম সত্য কথা উপস্থাপণ করবেন সাথে সাথে ব্লগে সর্ত ভংগ করা হয়েছে বলে কমেন্ট মুছে দেওয়া হবে, এই ব্যাপারে আমি চাঁদগাজী ভাই এর সাথে কথা বলেছি । প্রহসন তো অবস্যই।

৭| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হায়রে অভাগা জাতী

শব্দটি জাতী নয়< জাতি

যা হোক আপনার মনের ক্ষেদ বুঝতে
কষ্ট হয়নি। ছড়ার রাজাকে উৎস করায়
কবিতাটির যথার্থ মূল্যায়ন করা হয়েছে।

২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই, আমি লেখক হিসেবে ভালো নই, এমন লেখা বা আরো ভালো কিছু আপনার কাছে আশা করি, দেশে ইংরেজ ছিলো মানা যা তারা পর, পাতিস্তান ছিলো তারা ও পর, ভাই এখন নিজের দেশে নিজেদের মানুষ কি করছে এসব আপনি আমি যদি না বলি সবাই তো মুখে তালা দিয়ে বসে আছে, কিছু লিখুন - এবারে না হয় সামহোয়ার ইন ব্লগ থেকে শুরু হবে ।

বানান গুলো ঠিক করে দিয়েছি, ধন্যবাদ ভাই ।

৮| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @", সামহোয়ারইনব্লগ এ নারী শরীর নিয়ে কদাকার মনোবাসনায় অনেকেই কবিতা লিখেন সামহোয়ারইনব্লগ সেই সব কবিতা কখনো মুছে দেন না, সামহোয়ারইন ব্লগে সম্ভবত তেমন লেখকই প্রয়োজন ।"

এসব কাজে মডুদের উপর আমিও বিরক্ত।
ওরা সব মাথা-মোটার দল।X(

আপনি লিখুন মাহমুদ ভাই!
খালি হাচু আপার তেলামি টা কমান:P

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: বৃষ্টির বাদলার দিনে ব্যাবসা মন্দা বলে মন্দা, সারা দিন হাসিনি আপনার লেখা পড়ে হাসলাম, জ্বী মন্ডল ভাই তেলানি কমাবো এবার থেকে মাখন দেবো হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ মন্ডল ভাই বলতে পারেন কোন রাজত্বে আছি রে ভাই - আসছে সামনে বাজেট আমাদের তো সিঙ্গা লাগিয়ে উল্টা টান দেবে !!!

আসিতেছে শুভ দিন
দিনে দিনে বহু বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি, শাবল, গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমাদের সেবিতে হইল যাহারা মজুর,মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।

কিছুই কি বলার আছে মন্ডল ভাই ???

৯| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


সমাজ, সাধরণ মানুষ: খেটে খাওয়া মানুষ, অবহেলিত শিশু, অবহেলিত নারী, আজকের শিক্ষিত মানুষকে ব্যথিত করার কথা, তাঁদের মনের প্রতিবাদ কবিতায় রূপ নিচ্ছে।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই, আমরা প্রতিবাদ করা ভুলে গেছি ভাই, আমরা মেরুদন্ড হীন প্রাণীতে রুপান্তরিত হয়েছি, দেশের দরদ্রি জনগোষ্টি নিয়ে হয় রাজনিতি ও এনজিও বৈঠক ফাইভষ্টার হোটেলে, কিছু ছবি প্রজেক্টরে পেজেন্টেশন করে পেগ পেগ ওয়াইন ভদকা মেরে সবাই বাসায় ফেরেন দারিদ্রমুচন হয়ে যায় - প্রজেক্টের নাম: দাবি = দারিদ্র বিমোচন

১০| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লিখেছেন। ব্লগার চাঁদগাজী ভাইয়ের মন্তব্যের সাথে সহমত।

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই, ভালো লিখিনি আমরা এমন সমাজ চাই না, আমরা এমন পরিবার পরিবেশ চাই না, যদি এমন হতো আমার এই লেখার সাথে সাথে আমার লেখা ব্যান করা হতো - যে এমন কোনো দিন কোনো কালে এই দেশে হয়নি” তাহলে মনে শান্তি পেতাম ভাই ।

১১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: গরীবের দুঃখ?
সে ঘুচিবার নয়!:(

আচ্ছা!
সরকার সচিবদের এত জামাই আদর করছে কেন?
বলেন তো???;)

২২ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: মো: নিজাম উদ্দিন মন্ডল ভাই, এখানে আমি চাঁদগাজী ভাই এর ভাষায় উত্তর দিচ্ছি:
সরকার সচিবদের এত জামাই আদর করছে কেন?
উত্তর: সচিবগন সরকারের মেয়ে জামাই !!!

১২| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার অভব্যক্তি। এ জাতি পৃথিবীর যেখানে গেছে, দূষিত করেছে। আপনি ঠিকই বলেছেন, "পৃথিবীতে তোরাই এখন উচ্ছিষ্ট"।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: কাউসার ভাই, ট্রাকে লেখা থাকতো
“চাচা ঢাকা কতো দুর”
এখন লিখতে হবে - হেমন্তের গানে
“কতো দুর আর কতো দুর ডাষ্টবিনে পরিনত হতে আর কতো দুর”

১৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:২১

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা ভাল লেগেছে।

সেরকম এক উঁচু কবিকে উৎসর্গ করেছো।

কবিতার কথায় হাজারো ভালোলাগা।

২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বৃষ্টি বিন্দু ধন্যবাদ আপনাকে ।

১৪| ২২ শে মে, ২০১৮ রাত ১০:২২

অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক ভালো লাগলো, সুন্দর হয়েছে।

২২ শে মে, ২০১৮ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাই অনুতপ্ত হৃদয়, ধন্যবাদ। তবে আমার লেখা সুন্দর হয়নি ভাই আমরা এমন সমাজ এমন পরিবেশ এমন দেশ চাই না

১৫| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৮

প্রামানিক বলেছেন: ভাই ঠাকুর মাহমুদ, এই গরীব মানুষটার নামে আপনার মূল্যবান ছড়া উৎসর্গ করায় আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। আমি আপনারে কি বলে যে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এই আশির্বাদ করি আপনি লিখতে থাকুন একসময় আপনিই বড় ছড়াকার বা কবি হয়ে যাবেন এতে সন্দেহ নাই, কারণ আপনার ভিতর কবিতা বা ছড়া লেখার ভাব আছে। ধন্যবাদ

২৩ শে মে, ২০১৮ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয় প্রামানিক ভাই, আপনার প্রতি রইলো অনেক অনেক সম্মান আর ভালোবাসা, আপনার কবিতা ছড়া প্রতিনিয়ত পড়ি আনন্দ পাই, ভালো লাগে, কোনো কোনো কবিতা মন ছোঁয়ে যায় - আপনার প্রতি আমি ব্যাক্তিগত ভাবে ঋণী, দোয়া করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাস্ত থাকুন আর সময়ে আরো কবিতা লিখুন । আপনার মঙ্গল কামনায় আপনার ভাই বন্ধু - মাহমুদুর রহমান ঠাকুর

১৬| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: করুন সত্য।

২৩ শে মে, ২০১৮ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: রাজীব নুর ভাই, কথা সত্যি এ হচ্ছে আমাদের সমাজের করুন সত্য ।

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৪৮

মিরোরডডল বলেছেন: এত লেখালেখি আর প্রতিবাদ করে এই অভাগা মানুষদের জীবনে কোন পরিবর্তন কি হয়েছে ? হয়নি ।
যেখানে ছিল সেখানেই আছে । কিছু কি করা যায় ? ইফ সো , সেটা কি সেগুলো নিয়ে লিখবেন প্লীজ ।

খুবই মায়া লাগে । সব কিছু সহ্য করা গেলেও ক্ষুধার্ত মানুষ অর্থাভাবে না খেয়ে কষ্ট পাচ্ছে এটা নেয়া যায়না । অনেকি মর্মান্তিক !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বোন মিরোরডডল,
খুব দুঃখজনক একটি কথা বলছি “এই দেশের মানুষ সব সময় বরাবর অভাগা ছিলো, আশা করি অদূর ভবিষ্যতেও অভাগা থাকবে”। কিছু কিছূ কাজ আছে যা সাধারণ মানুষ সহ দেশের শিল্পপতিও চেষ্টা করে পারবেন না কারণ এসব কাজ একটি দেশের সরকারের। সামনে লিখবো।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:২৬

নীল আকাশ বলেছেন: এইসব দৃশ্যই হলো আসল বাস্তবতা।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই,
খুব দুঃখজনক একটি কথা বলছি “এই দেশের মানুষ সব সময় বরাবর অভাগা ছিলো, আশা করি অদূর ভবিষ্যতেও অভাগা থাকবে”। কিছু কিছূ কাজ আছে যা সাধারণ মানুষ সহ দেশের শিল্পপতিও চেষ্টা করে পারবেন না কারণ এসব কাজ একটি দেশের সরকারের।

দেশে নির্বাচনের নামে হাজার হাজার কোটি টাকা শ্রেফ ডাষ্টবিনে যায়, নীল আকাশ ভাই মাত্র ১০০ কোটি টাকা দিয়ে গাবতলী, মোহাম্মাদপুর বেরিবাধ, ধোলাইখালের মতো জায়গায় খেঠে খাওয়া শিশু সহ সমগ্র বাংলাদেশের অবহেলিত শিশুদের জীবন পাল্টে দেওয়া সম্ভব।


১৯| ১০ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৫৮

খায়রুল আহসান বলেছেন: সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের ক্ষুধা নিবারণের এই মর্মান্তিক সত্যটাকে এখানে তুলে ধরার জন্য আপনাকে অসনংখ্য ধন্যবাদ।
উৎসর্গটি যথার্থ হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ সকাল ৮:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমাদের দেশে যে পরিমাণ খাবার অপচয় হয় তা কল্পনারও অতীত। আর রাষ্ট্রের কি পরিমান অর্থ অপচয় আর লুট হয় তা বলা বাহুল্য। আমরা বাংলাদেশকে কখনো এমন দেখতে চাইনি তারপরও দেখতে হচ্ছে।

আমি সেলফোনে বা ল্যাপটপে ব্লগ দেখতে পারি কিন্তু লিখতে পারিনা। আপনার মন্তব্য আমি বেশ আগেই দেখেছি। ব্যবসা ও গ্রামের বাড়ির ফসলি জমির কাজ নিয়ে খানিকটা ব্যস্ত থাকায় মন্তব্য উত্তর করতে দেড়ি হয়েছে বলে দুঃখিত। আশা করি মনোকষ্ট নেবেন না।

আপনাকেও অস্যংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.