নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন “পপ সম্রাট মাইকেল জ্যাকসন, স্বপ্নের রাজকুমার, পৃথিবীর আকাশে সবচেয়ে বড় নক্ষত্র”!!!

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:৪৫



শুভ জন্মদিন “পপ সম্রাট মাইকেল জ্যাকসন, তোমার জন্য রইলো আকাশের লক্ষ কোটি অগনিত নক্ষত্রসম ভালোবাসা।

পুরো নাম: মাইকেল জোসেফ জ্যাকসন
জন্ম: ২৯ অগাষ্ট, ১৯৫৮ গ্যারী, ইন্ডিয়ানা, ইউনাইটেড ষ্টেট্স অব আমেরিকা
মৃত্যু: ২৫ জুন, ২০০৯ লজ এ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড ষ্টেট্স অব আমেরিকা
মাত্র ৫০ বছর বয়ষে দ্যা কিং অব দ্যা পপ মাইকেল জ্যাকসন আমাদের ছেড়ে চলে যান - অনন্ত নক্ষত্র বীথির দেশে !!!

মাইকেল জ্যাকসন অদ্ভুত এক মানুষ অথবা ফেরেশতা, পৃথিবীর আকাশে মানুষের চোখে দেখা সবচেয়ে বড় নক্ষত্র, পৃথিবীতে আর কোনো তারকা এতো আলো দিয়েছে জানা নেই, তাঁর গানে ছেলে মেয়ে পুরুষ মহিলা বৃদ্ধ বৃদ্ধা সবাই জেগে উঠেছে নতুন প্রাণে - হয়তোবা অন্য কোনো ভুবনের সুর, হয়তোবা মাইকেল জ্যাকসন অন্য কোনো পৃথিবীর মানুষ !

গান গেয়ে আর কখনো কেউ বলবে না “তোমাদের জন্য ভালোবাসা” ! মানুষের জন্য মানুষের ভালোবাসা আর কল্যানে তিনি গান গেয়ে মোহিত করেছেন লক্ষ কোটি শ্রোতা, দর্শক - আমরা শ্রোতা, দর্শক উল্লসিত হয়ে কেঁদেছি, হেসেছি, চিৎকার করেছি, জামা কাপড় ছিড়েছি, অজ্ঞান হয়েছি । যদি পুনর্জন্ম থেকে থাকে মাইকেল জ্যাকসন হয়তো আবারো আসবেন, আমাদেরই পৃথিবীতে আমাদেরই মাঝে, আমাদের জীবনানন্দ দাশের কবিতায়:

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।


দুঃখগাথা: - পপ সম্রাট মাইকেল জ্যাকসন জীবিতকালে আমি তিন বার আমেরিকা ভ্রমণ করেছি, কিন্তু পর্দায় দেখা রাজকুমার আর ভালোবাসার অনন্ত নক্ষত্রকে আমি কখনো সামনা সমানি দেখা্র সুযোগ পাইনি ।



মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৩

কাজী ফররুখ আহমেদ বলেছেন: শুভ জন্মদিন “পপ সম্রাট মাইকেল জ্যাকসন, পৃথিবীর ৭০০ কোটি মানুষের ভালোবাসা যার জন্য তিনি মাইকেল জ্যাকসন।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন:

২| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি মারা না গেলে এত জনপ্রিয়তা ও অমরত্ব পেতেন না। যদিও উনার মৃত্যুতে আমিও দুঃখ পেয়েছিলাম। সবচেয়ে আলোচিত বিষয় হল - অনেকদিন বিরতির পর তিনি একটা কামব্যাক শো করতে চেয়েছিলেন। এই শো কে তিনি বলেছিলেন, this is it. এটাই হবে আমার শেষ শো। বলা বাহুল্য শো-টি তিনি করতে পারেননি। তিনি কেন বলেছিলেন এই কথা আজও একটা রহস্য। অবশ্য কেউ কেউ আবিস্কার করেছেন এই শো-য়ের পর তিনি গান বাজনা ছেড়ে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কথা ভাবছিলেন...

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

৩| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:১৩

নিউজপ্রিন্ট বলেছেন:

LOVE FOR THE GREAT PERSON AND THE GREAT KING OF THE KING EVER IN THE WORLD.

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:

YES TRUE LOVE FOR THE GREAT PERSON AND THE GREAT KING OF THE KING EVER IN THE WORLD.

৪| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৩৯

কাওসার চৌধুরী বলেছেন:
গুরু,.........
পপ গুরুর জন্মদিনে চমৎকার একটি পোস্ট দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে৷আমি মাইকেল জ্যাকসনের একজন বড় ফ্যান৷উনার ডান্স, গায়কী আর স্টাইল আমার খুব ভাল লাগে৷

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন: গুরু, শুধু গানের জগতে নয়, বাস্তব জগতেও আমার প্রবল পছন্দের মানুষ সম্রাট মাইকেল জ্যাকসন

৫| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


মাইকেল গাইতে ভালোবাসতেন, মানুষ তাঁর গান মন দিয়ে শুনতেন, অনেক যুগ শুনবেন।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা হারিয়েছি আমাদের পৃথিবীর আকাশে দেখা সবচেয়ে বড় নক্ষত্র, মাইকেল জ্যাকসন ছিলেন, থাকবেন অনন্তকাল পৃথিবীর মানুষের স্মৃতীতে অম্লান ।

৬| ২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয়দের একজন। গুরুর জন্মদিনে শুভেচ্ছা, আত্মার শান্তি কামনা করছি।

২৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:

৭| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০২

চঞ্চল হরিণী বলেছেন: মাইকেল জ্যাকসনকে ভালোবাসি। আপনার মতই শুধু গানের জন্য নয়, মানুষ হিসেবেও প্রবল পছন্দ করি। যদিও উনার কালো মানুষ থেকে সম্পূর্ণ সাদা হওয়ার জন্য এতবার প্লাস্টিক সার্জারির ব্যাপারটি নিতে পারিনি। যাইহোক, আপনি যথার্থই বলেছেন, এর চেয়ে উজ্জ্বল আর কোন নক্ষত্র পৃথিবীর আকাশে এখন পর্যন্ত ওঠেনি। প্রিয় মানুষকে জন্মদিনে স্মরণ করেছেন বলে অনেক ধন্যবাদ আপনাকে।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি যথার্থই বলেছেন, এর চেয়ে উজ্জ্বল আর কোন নক্ষত্র পৃথিবীর আকাশে এখন পর্যন্ত ওঠেনি ।

৮| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:০৭

চাঙ্কু বলেছেন: এ সুপারস্টার অফ সুপারস্টারস!! মানুষ আজীবন তাকে মনে রাখবে!

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: অনন্তকাল তাকে মানুষ মনে রাখবে

৯| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কোথ থেকে কোথায় গেলেন। একশো বছরে এমন প্রতিভাবান কমই জন্মান। স্যালুট পপ সম্রাটকে। আর মাহমুদভাইকে ধন্যবাদ। আমেরিকায় তিন বার ভ্রমন! আমরা তো সেখানে একেবারে ঘরকুনো হয়ে থাকলাম।

শুভকামনা প্রিয়মাহমুদভাইকে।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: যার কান্নায় পৃথিবী কেঁদে উঠতো, যার হাসিতে পৃথিবী হেসে উঠতো, উল্লাসিত হতো লক্ষ কোটি মানব মানবী, চিৎকারে জামা কাপড় ছিড়ে অজ্ঞান হতো, সারা পৃথিবী কেঁপে উঠতো তাঁর গানে তিনি পপ সম্রাট মাইকেল জ্যাকসন - ভালোবাসা থাকবে চিরোদিন-চিরোকাল-অনন্তকাল

১০| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ছোটবেলা আমি এই লোকের মহা ভক্ত ছিলাম।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: শত কোটি মানুষকে ভক্ত করে ভালোবেসে উল্লাসিত করেছেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন - স্বপ্নের জাদুকর

১১| ২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: চির অমর নক্ষত্র সম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা

১২| ২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৫

শামচুল হক বলেছেন: মাইকেল জ্যাকসনের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি।

২৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৭

ঠাকুরমাহমুদ বলেছেন: সৌর নক্ষত্র প্রবাদ পুরুষ মাইকেল জ্যাকসনের জন্য গভীর শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা।

১৩| ২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

কথার ফুলঝুরি! বলেছেন: শুভ জন্মদিন পপ সম্রাট 8-|
ছোটবেলায় মাইকেল জ্যাকসন ছিল এক রহস্য। কারন ছোট থাকার কারনে কিছু জানতামনা তখন। আমার এক কাজিন ছিল তখন আমার চেয়ে বয়সে বড়। আপুকে শুধু জিজ্ঞেস করতাম মাইকেল জ্যাকসন সম্পর্কে আর সবচেয়ে বেশী ভাবতাম যে তিনি ছেলে নাকি মেয়ে এটা নিয়ে =p~

২৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন: মাইকেল জ্যাকসন ছেলে না মেয়ে তা খুবই নগণ্য প্রশ্ন, তিনি সকল মানুষের উর্দ্ধে তিনি মহামানব, পৃথিবীর আকাশে সবচেয়ে উজ্জল নক্ষত্র !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.