নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের টিটেনাস টিকা নেওয়ার প্রয়োজনীয়তা ও সময়সূচি

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৬



আজ যে কিশোরী আগামী দিন সেই হবে মা। তাই মা হবার আগে তার স্বাস্থ্য সুরক্ষা করা ব্যক্তি - পরিবার তথা রাষ্ট্রের দায়িত্ব। আর রাষ্ট্রীয় দায়িত্বেই কিশোরীদের দেয়া হয় টিটি টিকা। হবু মায়েদের টিটি টিকা নিতে হবে যেন বাচ্চার ধনুষ্টঙ্কার আক্রান্ত না হয়। যদি আগে কোনো টিকা না নেওয়া থাকে, তবে সবগুলোই দিতে হবে। টিটেনাস ভ্যাকসিন দেওয়া হলে মা হবার পর মা ও শিশুকে সর্ব প্রকার সুরক্ষা দেবে ধনুষ্টঙ্কার হবার আশঙ্কা থেকে।

টিকা দেবার নিয়ম:- এই টিকাটির মোট ৫টি ডোজ নিতে হয়। এর মাধ্যমে সন্তান জন্মদানের সময় টিটেনাস প্রতিরোধ করে জীবন রক্ষা করা যায়। ১ম ডোজটি দিতে হয় ১৫ বছর বয়সে। ২য় ডোজ দিতে হয় ১ম ডোজের ২৮ দিন পর। ৩য় ডোজ দিতে হয়ে ২য় ডোজের ০৬ মাস পর। ৪র্থ ডোজ দিতে হয় ৩য় ডোজের ০১ বছর পর। ৫ম ডোজ দিতে হয় ৪র্থ ডোজের ০১ বছর পর।

জেনে নিন মেয়েদের টিটেনাস সময়সূচিঃ-
টিটি ১: ১৫ বছর হলেই
টিটি ২: টিটি ১-এর ২৮ দিন পর
টিটি ৩: টিটি ২-এর ০৬ মাস পর
টিটি ৪: টিটি ৩-এর ০১ বছর পর
টিটি ৫: টিটি ৪-এর ০১ বছর পর

টিকা কোথায় পাওয়া যায়:- এই টিকা সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক, মেরিস্টোপস ক্লিনিক, বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল, সরকারী বেসরকারী মেডিকেল কলেজ, ও ডায়াগনস্টিক সেন্টারেও পাওয়া যায়। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে প্রতি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হয়।

পার্শ্ব প্রতিক্রিয়া:- যাদের এলার্জি আছে তাদের ক্ষেত্রে কখনো কখনো ইনজেকশন দেওয়া স্থানে লালচে হয়ে ফুলে যেতে পারে। অল্প ব্যথা থাকে, কিছুটা জ্বলে। অনেকেরই জ্বর চলে আসে। হালকা জ্বর দুই তিন দিন স্থায়ী হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই। টিকা দেওয়ার পর বাহুর পেশিতে হাত দিয়ে ম্যাসাজ করতে থাকুন বরফ ঘষে লাগান ৫-১০ মিনিট। এছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি।

প্রতিটি মা ভালো থাকুক, সুস্থ্য থাকুক, সুন্দর থাকুক -
তাহলেই আগামী প্রজন্ম হবে সুস্থ্য ‍ও সুন্দর।




সুত্র: - ইউনিসেফ বাংলাদেশ ও উইকিপিডিয়া








মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

রাজীব নুর বলেছেন: সচেতনামূলক পোষ্ট। ধন্যবাদ।

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


কোন সাইড-এফেক্ট?

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: যাদের এলার্জি আছে তাদের ক্ষেত্রে কখনো কখনো ইনজেকশন দেওয়া স্থানে লালচে হয়ে ফুলে যেতে পারে। ব্যথা থাকে, জ্বলে। অনেকেরই জ্বর চলে আসে। জ্বর দুই তিন দিন স্থায়ী হতে পারে। এ নিয়ে দুশ্চিন্তার কোন কারন নেই। টিকা দেওয়ার পর বাহুর পেশিতে হাত দিয়ে ম্যাসাজ করতে থাকুন বরফ ঘষে লাগান ৫-১০ মিনিট। এছাড়া কোনো সাইড এ্যফেক্ট এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২২

মৃন্ময়ী শবনম বলেছেন: অসচেতন জাতি-অসচেতন সমাজ-অসচেতন দেশ।
বাস ষ্টেশন, রেল ষ্টেশন, লঞ্চ ষ্টেশনে রাজনৈতিক নেতা নেত্রির সালাম ও দোয়া দিয়ে ব্যানারে ছেয়ে আছে, এই ধরনের মা ও শিশু সচেতনতায় ব্যানার দেশের কোথাও আছে জানা নেই একমাত্র সরকারী হাসপাতাল ব্যাতিত !!!

০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা ব্লগে লিখতে পারি, আর কিইবা করার আছে। প্রচারের জন্য সরকার এর ব্যাবস্থা নিতে পারেন। সড়ক মহাসড়ক গলি তস্য গলিতে এখন রাজনৈতিক নেতা নেত্রির সালামের ব্যানার! - বস্তিবাসীরা এইসব ব্যানার খোলে তাদের বস্তিতে ওয়াটারপ্রুফ ছাউনি হিসেবে ব্যবাহার করতে পারেন।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

জুনায়েদ বি রাহমান বলেছেন: সচেতনতা মূলক পোস্ট।

সাইড-এফেক্ট মূল পোস্ট উল্লেখ করলে ভালো হয়। যারা পড়বেন, তাদের জানা থাকবে।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন: জুনায়েদ বি রাহমান ভাই, ধন্যবাদ আমি আপ টু ডেট করে দিয়েছি। আবারো ধন্যবাদ।

৫| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই। শুভকামনা সতত।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: এক দিগন্ত শুভকামনা।

৬| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
এছাড়াও বাংলাদেশের ইপিআই এর মাধ্যমে আরো কয়েকটি টিকা দেয়া হচ্ছে।

যক্ষার জন্য বিসিজি, হাম, পলিও টিকা দেয়া হয়,
কিছু এলাকায় হেপাটাইটিস বি এর টিকাও দিতে দেখেছিলাম। vit A ও খাওয়ানো হচ্ছে
বাংলাদেশ ইতিমধ্যে প্রতিবেশী দেশগুলোর আগেই পলিও মুক্ত ঘোষণা করেছে WHO

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: হাসান কালবৈশাখী ভাই, আমি পর্যায়ক্রমে এ্ পোষ্ট গুলো দিবো ভাবছি, আপনি মনে করিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:০৯

বলেছেন: সচেতনতা মূলক পোস্ট।...........।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: বিষয়টি গুরুতর জরুরী, বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে মেয়েরা এখনো উপেক্ষিত। তারা জানেও না এটি সরকার ও বিদেশী দাতা সংস্থ্যা হতে বিনামুল্যে টিকা/ভ্যাকসিন দেওয়া হয় - ল ভাই ধন্যবাদ।

৮| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৩

ভুয়া মফিজ বলেছেন: দরকারী পোষ্ট। আপনি কি পাবলিক হেল্থের কোন কিছুর সাথে জড়িত?

০২ রা আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি ব্যাবসায়ী মানুষ পাবলিক হেল্থের সাথে জড়িত নই, কোনো এক কালে বাংলাদেশ সরকার ও জনগণের চাকর ছিলাম, আমার অনুজরা আছেন এই কাজে। ভুয়া মফিজ ভাই ধন্যবাদ।

৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:০২

আনমোনা বলেছেন: যতদুর জানি, বাচ্চাদের টিকা দেওয়ায় আমরা অনেক উন্নত দেশের সাথে ট্ক্কর দিতে পারি। কিন্তু টিটেনাস টিকায় কতদুর এগিয়ে?

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন: যদিও টিটেনাসের ক্ষেত্রে আমাদের কাছে বিশ্বের উন্নত ভ্যাকসিন আছে, কিন্তু মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারে মেয়ে সন্তানের প্রতি উদাসীন থাকায় দেখা গেছে বাংলাদেশে অনেক অনেক পরিবারে এখনো বিবাহযোগ্য মেয়েদেরে খোঁজ নিলে জানা যায় তারা টিকা /ভ্যাকসিন নেয়নি। অর্থাৎ আমরা এগিয়ে নই পিছিয়ে আছি বলতে পারেন। আপনার জানাশোনা পরিবারে যদি এই তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে আ্মার পোষ্ট দেওয়া স্বার্থক হয়।

প্রতিটি মেয়ে সন্তানের যথা সময়ে টিকা / ভ্যাকসিন নিতে হবে।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১২:৫৮

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.