নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ENDLESS END STORY

২২ শে আগস্ট, ২০১৯ রাত ২:৪০

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:২১

রাজীব নুর বলেছেন: হুম।

২৪ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: ওম শান্তি ওম

২| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৩২

বলেছেন: দিনগুলো মোর সোনার খাঁচায় রইলো না।

২৪ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: দিন কখনো সোনার খাঁচায় থাকে না। রোদ্র, খরা তাঁপ, বৃষ্টি ঝড় তুফানের সাথে চলে দিন-সপ্তাহ-মাস-বছর থেকে যুগের পর যুগ।

৩| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: হাহাহাহা ঠাকুর মাহমুদ ভাই ছবিটা খাসা হয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: একদিন সবার এই পরিনতি হবে। মৃত্যুই নিয়ে যাবে এই পরিনতিতে।

৪| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন:
কাল ছিল চোখ ধাধানো হেজাক , আজ দেখি বহুকাল আগে নিবে যাওয়া জং ধরা লন্ঠন , সেই তো কথা - There is the rub; বিড়াল না থাকলে ইঁদুর খেলা করে - When the cat away, the mice will play; 'থামুন' নির্দেশের কাছে আসার পর বাম দিকে মোড় নিবেন - Take a left when you come to a 'stop' sign; এমন ছেলে বাঁচলেও যা মরলেও তা - It is all the same whether such a boy live or die; এ গল্পের হবেনা কোন শেষ , দেখুন কেমনতর শেষ নাই আদি অন্ত গল্পেরা মিছিল করে করবে সমাবেশ ।

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: ডঃ এম এ আলী ভাই, জীবন আমাদের কখন কোথায় নিয়ে যাবে তার ক্ষমতা আমাদের হাতে নেই। একজন মহাপরিচালক উপরে বসে আছেন তিনি সব নির্ধারণ করেন। এক সময়ের আমাদের আলোর বাতি সমাজ থেকে ছিটকে আজ কোথায় গিয়ে পড়েছে তার খবর কে রাখে, অথচ এক সময় হারিকেন পাওয়াটাও আমাদের বড় একটা বিষয় ছিলো, আমাদের বাড়ীতে কুপি জ্বলতো, কুপি জ্বালিয়ে রান্নাবান্না হতো, পড়ালেখা করতাম হারিকেনে।

৫| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:৩৭

ইসিয়াক বলেছেন: সেই রকম ।

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবিতে জীবনের পরিনতি

৬| ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম, হারিক্যান যুগ নেই আর

২৪ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার কাছে হারিকেনের সম্মান আজো আছে।

৭| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এক অন্ধ অন্ধকার রাত্রিতে হাতে হারিকেন নিয়ে রাস্তায় হাঁটছিলো। লোকজন মশকরা করছিলো এই বলে যে, অন্ধ লোকের হারিকেনের কী দরকার? অন্ধলোকটা হাসলো; তারপর বললো, "আমার দরকার নেই, কিন্তু যারা চোখ থাকতেও অন্ধ তাদের কাজে লাগবে।"

২৪ শে আগস্ট, ২০১৯ ভোর ৬:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: অন্ধলোক নিয়ে কখনো কেউ তামাশা করে না। তবে যেই অন্ধ লোক সকল মানুষকে এই ধরনের খোঁচা দিয়ে কথা বলতে পারে “সে অন্ধ এটা তার প্রাপ্তি”।

৮| ২৫ শে আগস্ট, ২০১৯ রাত ২:৫০

রাকু হাসান বলেছেন:

আপনার মানসিক অবস্থা কিছু অনুধাবন করছি।কষ্ট :( ! আমার জন্য লেখা আপনার মতো মানুষের কাছ থেকে ,খুব অবাক হলাম অামি । আগ্রহটা বেড়ে গেল :) । দেখা যাক কি নিয়ে আসছেন । পড়ার অপেক্ষায় ঠাকুরামাহমুদ ভাইয়া ।

২৫ শে আগস্ট, ২০১৯ রাত ৩:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: রাকু হাসান ভাই, আপনার দেওয়া ছবিটিতে একটি প্রাণীর কষ্ট নয় একটি মায়ের আকুতি একটি মায়ের কষ্ট ছাপিয়ে আছে, এই কষ্ট সহ্য করার মতো সৈনিক আমি নই, আমার সৈনিক জীবন শেষ হয়েছে অনেক আগে কিন্তু এখনো আমি সৈনিকই আছি, এমন অবস্থা পরিস্থিতি আমার সামনে হলে আমি রণে যেতে প্রস্তুত যে কোনো সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.