নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

মুক্তি চাই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:০৬



সামহোয়্যারইন ব্লগ - লেখকই এখানে পাঠক, পাঠকই এখানে লেখক।

দেশের সাম্প্রতিক বিষয় নিয়ে সামহোয়্যারইন ব্লগে যেভাবে লেখালেখি হয় আমার মনে হয়না আর কোনো ব্লগ, অনলাইন পত্রিকা ও মিডিয়াতে এভাবে লেখার ও পড়ার সুযোগ - না কখনো ছিলো, আর না কখনো হবে। ছাপা পত্রিকাতে আলোচনা করার কোনো ব্যাবস্থা নেই, যা ছাপার অক্ষরে ছাপা হয়েছে তা অনেকটা অভেদ্য হয়ে যায়, যা পরবর্তীতে পরিবর্তন করার কোনো সুযোগ থাকে না। কিন্তু সামহোয়্যারইন ব্লগে সেই সুযোগ নেই, ভুল তথ্য পরিবেশন করা হলে সেই লেখার উপর এতো মন্তব্য আসে, যে পোষ্টকারী তার লেখা ড্রাফটে নিতে বাধ্য হোন বা নিজের লেখা পোষ্ট পরিবর্তন করতে দেখা গেছে অথবা ব্লগ কর্তৃপক্ষ সরসরি হস্তক্ষেপ করে সেই লেখাটি মুছে দেন, এমনকি পোষ্টকারী ব্লগারকে জেনারেল করা হয় কখনো কখনো ব্লগারকে ব্যান পর্যন্ত করা হয়।

বাংলাদেশের সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি বিষয় ১। ডেঙ্গু সমস্যা ২। রোহিঙ্গা ইস্যু - এ নিয়ে সামহোয়্যারইন ব্লগে যে পরিমান লেখালেখি হয়েছে এবং লেখাতে মন্তব্য প্রতিমন্তব্য হয়েছে তা আর কোনো অনলাইন নিউজ সহ দেশের প্রথম শ্রেণীর দৈনিক পত্রিকাতেও হয়েছে কিনা আমার সন্দেহ - সত্যি আমার জানা নেই।

সরকার, প্রশাসন, আইনপ্রয়োগকারী সংস্থা, চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সহ মহামান্য আদালত - সামহ্যোয়ারইন ব্লগ থেকে উপকারী তথ্যই পেতেন। বিচিত্র কারনে বিটিআরসি সামহোয়্যারইন ব্লগে নিষেধাজ্ঞা আরোপ করেন যাতে করে দেশের মানুষ সামহোয়্যারইন ব্লগ অনলাইন ব্লগ/পত্রিকার মতো আর পড়তে পারছেন না, বিশেষ করে “ডেঙ্গু মোকাবেলায়” যে সকল লেখা পোষ্ট হয়েছে আর যে পরিমান মন্তব্য প্রতিমন্তব্য হয়েছে তাতে খুবই মুল্যবান তথ্য থেকে বঞ্চিত হয়েছেন দেশের জনগণ - এখানে কোনো সন্দেহ নেই।

উপসংহার: - সামহোয়্যারইন ব্লগ দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই, আর এই চাওয়াটা আমাদের প্রাপ্য। আশাকরি- আশা করবো, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ সামহোয়্যারইন ব্লগকে পুনর্বিবেচনা করে দেখবেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সামহোয়্যারইন ব্লগকে ও আমাদের মুক্তি দেবেন। সামহোয়্যারইন ব্লগ যেনো হয় আমাদের হাতের নাগালে - আশা ভরসার মাইল ফলক “সামহোয়্যারইন ব্লগ ০০ কিলোমিটার” দুরত্ব। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য লিখতে চাই।



কৃতজ্ঞতাঃ - সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষকে এক দিগন্ত ভালোবাসা ও ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।




মন্তব্য ৪৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রশাসন মানুষকে পেছনে টেনে রাখছে বরাবরই

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা দেশের জনগণ বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করে বারংবার আপীল করতে পারি আবেদন করতে পারি, এখন তার বিবেচনার সম্পূর্ণ দায়ভার বাংলাদেশ প্রশাসনের। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে “তারা আসলে কি চান - আমরা জানি না”।।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মুক্ত হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন: মুক্তির জন্য আমাদের চেষ্টা করতে হবে অবিরাম, নয়তো এতো পরিশ্রম করে যা লিখছি তা টিনের ট্রাংকে বন্দি হচ্ছে-হবে। আর কিছুই না।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:০৩

বলেছেন: সহমত প্রকাশ করা ছাড়া কিইবা করার আছে।।

দুষ্টের দমন আর শিষ্টের পালন কতদূর আর কতদূর বলো মা'গো.........

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





বর্তমানে যারা ক্ষমতায় আছেন এক এক জনের সাথে কথা বললে মনে হয় “তাদের অনেক তাড়া, অনেক কাজ এই বুঝি ট্রেন মিস করবেন” তাই কথা বলার সময়টুকুও নেই।

- তিনি ব্যাস্ত, তার চেয়ে আমি আরো বেশী ব্যাস্ত।
- তিনি কে? - তিনি একজন মন্ত্রী।
- আমি দাবা খেলার সাদা কালো দুই মন্ত্রী ছাড়া আর কোনো মন্ত্রী চিনি না। আমার মনে হয় না আমার জীবনে আর চেনার প্রয়োজন আছে।



৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:১৯

বলেছেন: তাদের অনেক তাড়া, অনেক কাজ এই বুঝি ট্রেন মিস করবেন” তাই কথা বলার সময়টুকুও নেই--

"""জনগণের খাদেমদার এইসব লোকেরা আত্নকেন্দ্রীক-- জনগণকে খাদে ফেলে দেওয়াটাই এদের মুখ্য উদ্দেশ্য।।।। আপছোস।।।।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি আম পাবলিক, আজ হোক - কাল হোক তাদেরও একদিন আম পাবলিক হতে হবে। সেদিনের অপেক্ষায় - - - - - - - -

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৭

ইসিয়াক বলেছেন: একদফা একদাবি
সামহোয়্যারব্লগকে মুক্ত করতে হবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যারইন ব্লগের কাছে আমরা নানা ভাবে কৃতজ্ঞ, আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করি - আমরা এই অবরোধ থেকে “মুক্তি চাই”

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৩১

রাকিব আর পি এম সি বলেছেন: মুক্ত হোক সামু, আবারো ফিরে পাক সেই প্রাণচাঞ্চল্য। এই প্রত্যাশা রইলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যারইন ব্লগ বন্দী অর্থ আমরা সকল ব্লগার বন্দী, আমাদের লেখা দেশের কেউ পড়তে পারছেন না। এই লেখা বদ্ধ কয়েদখানায় থেকে যাবে অনন্তকাল।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২

নূর আলম হিরণ বলেছেন: মন্ত্রী এমপি, সচিবদের এই ব্লগ পড়া উচিত, তারা এতে উপকৃত হতেন নিঃসন্দেহে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ক্ষমতায় থাকাকালে কেউ অনলাইন/ছাপা লেখালেখি পড়েন না। বিরোধী দলে ও ক্ষমতা হারিয়ে হন্য হয়ে খোঁজেন তাদের জন্য কেউ কি কিছু লিখেছন? দয়াকরে কেউ যদি কিছু লিখে থাকেন!!! - দয়াকরে - অনুগ্রহ করে!!!

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



আপনার দাবি যথার্থ। সহমত।

সামুর উপরে আরোপিত সকল প্রতিবন্ধকতা দূরিভূত হোক। মুক্ত হোক সামু। সামুর প্রাঙ্গন মুখরিত হোক আবারও। আগের মত ফিরে আসুক প্রাণচাঞ্চল্য। হাজার পাখির কলতানে।

পোস্টে +++

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই, সামহোয়্যারইন ব্লগ যেনো হয় আমাদের হাতের নাগালে - আশা ভরসার মাইল ফলক “সামহোয়্যারইন ব্লগ ০০ কিলোমিটার” দুরত্ব। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য লিখতে চাই।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সামহোয়্যারইন ব্লগের মুক্তি সময়ের দাবি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য লিখতে চাই।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৭

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন। আশা করছি খুব শীঘ্রই সামু এই বন্দীদশা থেকে মুক্তি পাবে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: হুকুম এবং দাবী একটাই সামু মুক্ত হোক।
মুক্তি চাইল। মুক্তি চাই। মুক্তি চাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আশার তরীতে ভেসে চলেছি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আশাতেই আমাদের জীবন যাপন আশাতেই আমাদের পথচলা। ধন্যবাদ। আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই।।

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

আরোগ্য বলেছেন: রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।

সামু জিন্দাবাদ। সামু দীর্ঘজীবী হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আরোগ্য ভাই, রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে। - এই কথাটি সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, আপনি কালরাত দেখেননি - সেই রাত পোহাবার রাত নয়। - সে অনেক বড় গল্প (কোনো একদিন সময় হলে সেই গল্প হবে হয়তোবা) আমরা সামহোয়্যারইন ব্লগ মুক্তি চাই।।

১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

আরোগ্য বলেছেন: মাহমুদ ভাই, আপনার গল্পের অপেক্ষায় রইলাম ।

আসলে কি যখন কিছু করবার থাকে না তখন মিছে স্বান্তনার জন্য কত কিছুই আমরা বলে থাকি। বাস্তব হয়তো এটাই এই সরকার ব্যবস্থা সামুকে বন্দী করে রেখেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: আরোগ্য ভাই, সরকারের কোনো দোষ নেই, দোষ আমাদের নিজেদের আমরা সাবধানী নই, আমরা সঠিক উপস্থাপনা করতে পারিনা। পরবর্তীতে কারণে অকারণে শুধু সরকারের দোষ দেই। সরকার কোনো নির্দিষ্ট ব্যাক্তি বিশেষের নাম নয় - সরকার পুরো একটি সিস্টেমের নাম।

১৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আবেগী লেখা, ভালো! তবে অরণ্যে রোদন

১৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: নিজের মায়ের ভাষায় লিখিতে পারবো না স্বাধীণ ভাবে??
এটা কোন বিচার??
এই অবিচার সহ্য হয় না আমার।
শুভ বুদ্ধির উদয় হোক।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: অবিবেচকের মতো আজেবাজে কথা তো কেউ লিখছেন না।
- তাহলে কেনো এই শাস্তি
- কেনো এই বন্দীদশা

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: গুরুত্বপুর্ণ লেখাটি সরাসরি প্রিয়তে ।
মুক্তির কাফেলায় ছিলাম , আছি ও ভবিষ্যতেও থাকব , শুধু কথায় নয় কাজেও । আমরা কোন ব্যক্তি বা মহল বিশেষের জন্য নয় , দেশের জন্য , দেশের মানুষের জন্য লিখতে চাই । আমাদের লেখার এই প্লাটফরমটিকে যথাযথভাবে নিয়মচারিতার ভিতরে অবারিত করা হোক এটা অমর দাবী । অন্তরে দেশের প্রতি মঙ্গলাকাংখা নেই, বাসনা শুধু ক্যচাল বাধাবার এমন ফন্দিফিকিরপুর্ণ লেখাগুলি থেকে মুক্তি পেলে মুক্তির আন্দোলন সফল হবে তারাতারী । মুক্তির আন্দোলনে একটিভ সকল ব্লগারের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অতি জরুরী । তবে মুক্তির আন্দোলনে শরীকের নমুনা দেখে মনে পড়ে সোনা বানের পুথির কাহিনী
লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, শুমার করিয়া দেখি কতেক হাজার। মুক্তির পোষ্টে সেই বীর সেনানীরা আজ কোথায় । নীজেরা নিয়মতান্ত্রিক ভাবে ঐক্যবদ্ধ না হলে দেখিনা মুক্তির কোন উপায় । তবে একটি বিষয় লক্ষ্য করেছি ব্লগের অতি দুর্দিনে যারা ছিলেন সোচ্চার তারা কেন এখন মুক্তির কাফেলায় শরীকের বিষয়ে হয়ে গেলেন একেবারে নিভৃতাচার । বুঝা যাচ্ছে অনেক অজনা কারনেই মুক্তির কাফেলায় যুক্ত হতে তাদের মনে কি যেন বাজে । যাহোক, সমস্ত দ্ধিধা দন্ধ দুর করে, খোলা মনে সকলকে হতে হবে মুক্তি আন্দোলনে একাকার , তবে তাতে অবশ্যই থাকতে হতে শালীনতা ও নিয়মাচার, অগ্নী সন্ত্রাস আর গুজব ভিত্তিক আন্দোলন যে ব্যর্থ হয় তার দৃষ্টান্ত খুব বেশী দুরের কাহিণী নয়, তাই প্রয়োজন নেই নতুন করে সে কথা বলার ।
কামনা করি ব্লগ কতৃপক্ষের বিজ্ঞ ভাবনাপ্রসুত কর্ম প্রচেষ্টাগুলি সফলতার মুখ দেখুক অচিরেই , সরকারী সংস্লিষ্ট প্রশাসনকে মনে রাখতে হবে সকল কুবচনকে বাগে আনতে হবে সুবচন দিয়েই , একমুখের কথা বন্ধ করতে গেলে সে কথা বলা হবে শত মুখ দিয়ে শতভাবে বিবিধ প্রকার । এই প্রযুক্তির যুগে মানুষের কথা বলার কয়টি কৌশলের উপরে তারা নিয়ন্ত্রন বহল রাখতে পারবে তা তাদেরকে বুঝতে হবে গভীরভাবে । ভুতের পা যে কেবল পিছনেই চলে সে কথাটা যেন না যায় ভুলে । সকল ভুলভ্রান্তি ও অন্যবিদ সকল বিষয়াবলি ভুলে গিয়ে স্বাধীন মত প্রকাশের এই মাধ্যমটিকে যাবতীয় কন্টক মুক্ত করার বিষয়টিকে দিতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার , এই কামনাই রইল ।

মুল্যবান পোষ্টটির জন্য ধন্যবাদ




১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ। সর্বশেষ একটি কথাই বলতে চাই - সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

১৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

১৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২০

সোনালী ডানার চিল বলেছেন: সামহয়্যারইনের সাথে অনেক স্মৃতি-
সব বাধ ভেঙে আবারও ফিরুক সেই সোনালি দিনগুলোতে!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

২০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২

রাকু হাসান বলেছেন:


ধন্যবাদ ভাই। একমত । কোনো কিছূ আয়োজনের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারি কিনা ! কর্তৃপক্ষ নিরব কেন !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার এ পোস্টে ১৪তম প্লাস +।
দেশের সর্বোচ্চ ক্ষমতাধরের হস্তক্ষেপ ছাড়া এ শৃঙ্খল মুক্ত হবার নয় বলে মনে হচ্ছে। কিছু কিছু অযোগ্য মন্ত্রীর অবাঞ্ছিত কার্যকলাপ সরকারের ভাবমূর্তিকে ভূলুন্ঠিত করছে, এ কথা সরকারকে বোঝাবে কে? স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার একটি গণতান্ত্রিক দেশের নাগরিকদের সংবিধানসম্মত মৌলিক অধিকার। এ অধিকার হরণের পরিণতি সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু আখেরে ভাল হয় না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রাণের প্রিয় সামুর মুক্তি চাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মুক্তি চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.