নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
বর্তমান বাংলাদেশে শাক সবজি খাওয়া হয়েছে এক মহা যন্ত্রণার বিষয়, একে তো ফরমালিন দ্বিতীয়ত নিজ ঘরে রান্নাতেও থাকে অত্যাধিক তেলের ব্যাবহার, যাইহোক লাউ পাতাতে সম্ভবত ফরমালিন ব্যবহার করার সুযোগ থাকে না(আমার ধারণা), ভোর সকালে বাজারে আসে সকাল ০৮০০-০৯০০ টার মধ্যে লাউ পাতা আর বাজারে থাকে না। লাউ পাতার যেই রেসিপি দিচ্ছি এটি চীন, জাপান, কোরিয়া সহ ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বেশ প্রসিদ্ধ ঘরোয়া রান্না।
উপকরণ:
লাউ পাতা (ডগাসহ) - ০১ আঁটি
আস্ত রসুন (থেতো করা) - ০৪ কোয়া
আদা বাটা - ০২ চা চামচ
কাঁচা মরিচ (ফালি করে) - ০৬ টি
তেল - ০১ টেবিল চামচ
পানি - ০৩ কাপ
লবণ - পরিমাণ মতো
লেবুর রস - পরিমান মতো (পরিবেশনের সময়)
প্রণালি: প্রথমেই লাউপাতা ডগাসহ কেটে ধুয়ে নিন। চুলায় তেল দিয়ে তাতে আদা বাটা ও রসুন দিয়ে দিন। আদা-রসুন ভাজা ভাজা হলে লবণ ও পানি দিন। পানি ফুটে উঠলে তাতে লাউপাতা ও কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেঁকে দিন। এ সময় চুলার আঁচ মাঝারি থাকবে। ঠিক ছয় মিনিট পর ঝোল ঝোল শাক নামিয়ে ফেলুন। স্যুপের রং পরিবর্তন হবে না। কিন্তু স্বাদ অতুলনীয়। গরম গরম লাউ পাতার স্যুপ ইচ্ছা করলে ভাত দিয়েও খেতে পারেন। তবে এটি এমনি প্লেটে সালাদের মতো নিয়ে সাথে লেবুর রস দিয়ে খেতেও বেশ মজাদার। উল্লেখ্য দেশগুলোতে এটি খুব জনপ্রিয় ভেজিটেবল স্যুপ এই স্যুপ স্টিকি রাইস দিয়ে খাওয়া হয়। যারা স্লিম হবার চিন্তা করছেন তারা এক বেলা এই স্যুপটি খেতে পারেন সাথে ভাত বা রুটির প্রয়োজন হবে না।
উৎসর্গ: - সামহোয়্যারইন ব্লগের এডমিন কাল্পনিক_ভালোবাসা ভাইকে, যিনি ভালো রান্না জানেন, কাল্পনিক_ভালোবাসা ভাইকে বলছি জীবনে সাঁতার জানা যতোটা জরুরী রান্না জানাও জীবনে ততোটাই জরুরী, রান্না জানা একটি গর্বের বিষয়।
ছবি:- ২০১৭ সাংহাই ভ্রমণ
প্রথম প্রকাশ:- আমার উক্ত রেসিপিটি পূর্বে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।
কৃতজ্ঞতা:- সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ। সামহোয়্যারইন ব্লগকে ধন্যবাদ লেখাটি নির্বাচিত পোষ্টে স্থান দেওয়ার জন্য।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: ডঃ এম এ আলী ভাই, আমি নিরামিষভোজী মানুষ, আপনার রেসিপি বেশ সহজ মনে হচ্ছে আমি অবস্যই ট্রাই করবো। ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
কম্পিউটারের কি বোর্ডে ক আর আ পাশাপাশি থাকায় কাছে লিখতে গিয়ে হয়ে গেছে আছে ।
মন্তব্যের ঘরে মন্তব্যদানকারীর লেখা অন্তত পক্ষে একবার এডিট করার সুবিধা রাখা উচিত । অন্য কেও দেখলে
নীজের ইমেজ নষ্ট হয় খুব সহজেই , মুখে কিছু না বললেও লেখকের বিষয়ে ধারণাতো একটু নিয়েই যাওয়া হয় ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আবারো মন্তব্যর জন্য ধন্যবাদ, একটি তথ্য দিতে মনে ছিলো না, খাবার পূর্বে সাথে অবস্যই পরিমান মতো লেবুর রস নিয়ে নেবেন। ডঃ এম এ আলী ভাই, আমাদের বয়ষ হয়েছে কিছু বানান ভুল হতেই পারে, বিশ্ববিদ্যালয় ছাত্র জীবনে আমাদের স্যার “স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্তান” গ্রীনবোর্ডে যখন লিখতেন (আমাদের ইনস্টিটিউটে ব্লাকবোর্ড ছিলো না) ছাত্ররা লিখায় কোনো ভুল ধরলে তিনি হতাশ হয়ে তাকিয়ে থাকতেন ছাত্রদের দিকে, বলতেন “আমার লেখা পাবলিশড হবে? তুমি কি আমার লেখা বুঝতে পেরেছো? তাহলে শুদ্ধটুকু লিখে নাও, আমাকে কেনো অতীতে নিয়ে যাচ্ছো?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের জন্য ১ বেলা ভেজিটেবল স্যুপ আইন করে চালু করার দরকার; পেটের অসুখ অর্ধেক কমে যাবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ফার্মের মোরগ আর ডিম খেয়ে দেশের নারী পুরুষের যেই অবস্থা হয়েছে তার লক্ষণ তো ভয়ংকর !!! ভেজিটেবল ছাড়া রক্ষা আছে বলে দূর দূর পর্যন্ত মনে হচ্ছে না।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০১
আরোগ্য বলেছেন: প্রিয়তে রাখলাম শীঘ্রই খেতে হবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন: সহজ রান্না, খাবার পূর্বে পরিমান মতো লেবুর রস নিয়ে নেবেন, ধন্যবাদ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৭
শাহিন-৯৯ বলেছেন:
এক ডিম ভাজি ছাড়া জীবনে আর কিছু রান্না শিখা হল না, অথচ জীবন কাটছে মেসে বছরের পর বছর। খালা আসেনি সোজা হোটেল!! সহজ রেসিপি!!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৯
ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনে সাতার জানা যতোটা জরুরী রান্না জানাও জীবনে ততোটাই জরুরী। রান্না শিক্ষা জরুরী।
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: অবশ্যই চেষ্টা করবো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪০
ঠাকুরমাহমুদ বলেছেন: সহজ রান্না, খাবার পূর্বে পরিমান মতো লেবুর রস নিয়ে নেবেন, ধন্যবাদ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি রান্নাবান্না জানি। লাউডগা পেলে রেসিপিটা করবো ইনশাআল্লাহ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
ঠাকুরমাহমুদ বলেছেন: রান্না জানাটা খুবই জরুরী, আপনি রান্না জানেন অর্থ নিজের পছন্দমতো রান্না করে খেতে পারবেন - সহজ সমাধান। অবস্যই রেসিপিটা তৈরি করবেন। ভালো থাকুন।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৩২
ইসিয়াক বলেছেন: সুন্দর ও স্বাস্থ্য সহায়ক রেসিপি ।
ধন্যবাদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: আমাদের সকলের জন্য স্বাস্থ্য সহায়ক রেসিপি। ধন্যবাদ।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, ধন্যবাদ - ভালো থাকুন।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০৯
ইসিয়াক বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি রান্নাবান্না জানি। লাউডগা পেলে রেসিপিটা করবো ইনশাআল্লাহ।
আপনার হাতের রান্না একদিন টেষ্ট করে দেখতে হবে।
পুনশ্চঃ আমিও কিন্তু খুব ভালো রান্ন্া করতে পারি । সবাইকে নেমন্তন্ন রইলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন: জীবনে সাতার জানা যতোটা জরুরী রান্না জানাও জীবনে ততোটাই জরুরী। রান্না শিক্ষা জরুরী।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬
রাজীব নুর বলেছেন: আমি লাউ পাতার স্যুপ খেতে পারবো না। আমার পোষাবে না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি দলে থাকুন, আজকে পোষাবে না, কিন্তু পাঁচ বছর পর হন্য হয়ে খোঁজবেন তখন কাজে লাগবে।
১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। এখন আমার স্যুপখাওয়ার বেলা। সরাসরি প্রিয়তে ।+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, ধন্যবাদ। এখন আমাদের স্যুপ খাওয়ার বেলা। বেলা গেলো হাঁস মুরগী ঘরে তোলো - বেলা চলে গেছে দেখতে দেখতে - - - -
১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিই সেই দুর্লভ গ্রুপের সদস্য যে দীর্ঘদিন প্রবাসে থাকার পরও এখনো রান্না শিখতে পারলাম না...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: সম্ভবত এমন প্রতষ্ঠিানে আছেন, যে প্রতিষ্ঠান খাবার সরবরাহ করে অথবা ফুল পরিবার আপনার সাথে আছে তাই খাবার রান্না করার জন্য আপনাকে ব্যাস্ত হতে হচ্ছে না। তারপরও টুকটাক রান্না শিখে নিন - এটি জরুরী।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ পোস্টটি আমাকে উৎসর্গ করার জন্য। এই স্যুপটি আমার অতি প্রয়োজন। কচি লাউ শাকের মত উপাদেয় জিনিস আর হয় না। আপনি যথার্থই বলেছেন, সাথে একটু লেবুর রস নিলে খাবারটি অমৃতে পরিনত হবে।
সাথে আরো একটু যোগ করতে চাই, যদি সুযোগ থাকে তাহলে বাসায় সবাই যদি টুকটাক কিছু সবজি লাগায়, তাহলে সেটা চমৎকার হয়। অবশ্য, ঢাকার বাসাগুলোর যে অবস্থা, স্থান সংকুলানের অভাবে যেভাবে গাদাগাদি করে থাকতে হচ্ছে, তাতে এক চিলতে আলোর প্রবেশকেও মাঝে মাঝে মনে হয় বিলাসিতা। তবে চাইলেই করা যায়। আমার ছোট বেলায় দেখেছি আম্মা বারান্দা আর বাসার সামনের টুকরো জমিতে লাল শাক, ঢেঁড়স, পুই শাক, ইত্যাদি লাগিয়েছিলেন। একবার মরিচের এই বাম্পার ফলন হলো! আমরা সবাই কি খুশি! এখন আর এই সব হয় না, তবে আমার খুব ইচ্ছে আছে সামনে কখনও সুযোগ পেলে নিজের বাড়িতে নানা রকম সবজি চাষ করব।
শুভেচ্ছা জানবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
কাল্পনিক_ভালোবাসা ভাই, আপনাকেও শুভেচ্ছা, আপনি রান্না জানেন এটি গর্বের বিষয়। রান্না জানা আর সাতার জানা জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একবার যে এই সমস্যায় পড়েছে সে আজীবন মনে রাখবে, তাই রান্না শিক্ষা মাষ্ট। আপনার প্রয়োজনীয় খাদ্য তালিকায় এটি যোগ হয়েছে জেনে আনন্দিত হচ্ছি।
বাসা’র বারান্দায় ঢেঁড়স, মরিচ, পুইশাক আমরা সহজে ছোট্ট পরিসরে টবে চাষ করতে পারি, আমাদের বিল্ডিংয়ে অনেকে বাসার বারান্দায় কেকটাস বা আরো নাম না জানা অদ্ভুৎ গাছ টবে করে রেখেছেন তাতে আউটপুট কি জানিনা। তবে একটি মরিচ গাছ বাসায় থাকলে তার যেই ফিডব্যাক তা বলার অপেক্ষা রাখে না। ঢেঁড়স, বেগুন, টমেটো গাছ খুব অল্প জায়গাতে এরা সাচ্ছন্দে থাকে ফলও দেয়।
আপনার বাগান নিয়ে সুন্দর ইচ্ছে বাস্তবায়ন হোক সেই কামনা করছি।
ভালো থাকুন - সুস্থ থাকুন - ব্যাস্ত থাকুন।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খাবো নে একদিন
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন: অবস্যই -অবস্যই।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অই ভাইয়া তালি বশ্য লাউপাতার স্যুপে গেছে গা নি হাহাহাহহা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
ঠাকুরমাহমুদ বলেছেন: শ - কোথায় খোঁজে পাচ্ছিনা। ভুল বানান হয়েছে কি কোথাও?
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি দলে থাকুন, আজকে পোষাবে না, কিন্তু পাঁচ বছর পর হন্য হয়ে খোঁজবেন তখন কাজে লাগবে।
যে খাবার আমি এখন খাই না, সেটা ৫ বছর পরেও খাবো না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার পছন্দ মতো খাবার খান, যেই খাবারে আপনার মন তুষ্টি হয় তাতে কারো আপত্তি থাকার কথা না। আমি জলপাই/কাাঁচা তেুতল/কাঁচা আম ও মসুর ডাল দিয়ে ভালো “টক ডাল” রান্না করতে পারি - এটা কি চলবে?
১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
সাইন বোর্ড বলেছেন: পোস্ট পড়ে বোঝা যায়, রান্না এবং পুষ্টির ব্যাপারে আপনি বেশ সচেতন ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: আগে সচেতন ছিলাম না, ২০০৭ এ মহাবিপদের পর তৈলাক্ত খাবার আর টেনশন সব ছেড়ে নিরামিষভোজী হয়েছি।
১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২২
অন্তরন্তর বলেছেন: এভাবে কখনও খাইনি তবে আমার লাউ শাক সাথে ডগাসহ শুটকি দিয়ে একটা খুব স্বাদের খাবার প্রায়ই খাওয়া হয়। আপনি এখন নিরামিষ ভোজী শুনে আক্ষেপ হচ্ছে যদিও নিরামিষ খুব স্বাস্থ্যকর। যেভাবেই খাবার খান সবসময় ভাল থাকুন, সুস্থ থাকুন। শুভ কামনা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩২
ঠাকুরমাহমুদ বলেছেন:
লাউ পাতা - ছরি শুটকি, লইট্টা শুটকি, চিংড়ি শুটকি সহ, চিংড়ি মাছ, শিং মাছ ও মাছের মাথা দিয়ে খুব ভালো রেসিপি হয়, অন্তরন্তর ভাই বেঁচে থাকার আনন্দ এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে। অনেক অনেক দায়ীত্ব আর কাজ সামনে। নিরামিষভোজী হওয়ার আগে পরম করুণাময় যা খাবার দিয়েছেন খেয়েছি তার হিসাব অনেক বড়। ব্লগে গল্পে গল্পে অনেক লেখা লিখবো আশা রাখি। ভালো থাকুন-সুস্থ থাকুন-ব্যাস্ত থাকুন।
২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১১
ল বলেছেন: স্বাস্থ্য টিপস নাকি দাদা???
সারদার ডালের চেয়ে স্বাস্থ্যকর আর কি আছে??
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন: সারদা’র সবকিছুই স্বাস্থ্যকর, সমস্যা হচ্ছে প্রতিদিন দেশের স্বাস্থ্য শান্তি সুশাসন ও আইনের জন্য যেই শপথ তা সবাই মনে রাখে না। আর শপথ মনে রেখেও উপায় নেই মুর্খ্য জনপ্রতিনিধি কি তা দেশের ১৭ কোটি মানুষেরই অজানা।
২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
সেলিম আনোয়ার বলেছেন: এখনো পুরো সুস্থ হয়নি। খুব সকালে উঠতে পারছিনা আর লাউ শাক কেনা যাচ্ছে না । আজকে মিনা বাজারে গিয়ে খুজবো। আর সুস্থ হলে সকালে উটতে পারবো আরও স্যুপ খেতে পারবো ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আপনি সুস্থ্য হয়ে উঠুন, ভালো থাকুন, ব্যাস্ত থাকুন। আর অনুরোধ দুঃখের কবিতা ছাড়ুন নয়তো আন্দোলোনে যাবো। সেলিম আনোয়ার ভাই, পৃথিবীতে আনন্দ খোঁজে পওয়ার শত সহস্র সহজ সরল সততার পথ আছে আপনি কেনো দুঃখগাথা লিখেন? আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা, ভালো থকুন।
২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৮
আরোগ্য বলেছেন:
ভালো লেগেছে। ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন: রেসিপি প্রথম কেউ রান্না করে সাক্ষ্য দিচ্ছেন ভালো হয়েছে - গুড জব আরোগ্য। গুড জব। ধন্যবাদ।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৫৫
কাতিআশা বলেছেন: আমার খুবই প্রিয় লাউ শাক,-- অবশ্য ভাতের সাথে কাচামরিচ সহ সেদ্ধ করে ভরতা করে খেতে (ভাত রান্না হওয়ার পরে সেদ্ধ লাউপাতা ও কাচামরিচ তুলে অন্য পাত্রে নিয়ে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভরতা করতে হবে)---যাকে বলে অমৃত!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৩
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার রেসিপি আমার খুব মনে ধরেছে, আমি কালকেই তৈরি করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
২৪| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৭:২৮
সোহানী বলেছেন: আপনে যারে স্যুপ বললেন ওটা আমরা সবসময়ই খাই। তবে সাথে চিংড়ি মাছ দেই। আমাদের বাসার সবার খুবই প্রিয়। এখানে সারা বছর পাওয়া যায় না। শুধু সামারে লাউ পাতা পাওয়া যায়। তখনই খাই।
২৪ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমি বুঝতে পেরেছি আপনারা হয়তো একে লাউ পাতার ঝোল বলেন। আমি লাউ পাতার শাক তরকারি খেয়েছি কিন্তু রেসিপি অনুযায়ী শুধুমাত্র আদা, রসুন, কাঁচা মরিচ দিয়ে রান্নার রেসিপি আমি চীনে আমার খাওয়ার সুযোগ হয়। পরে জেনেছি এটি চীন জাপান কোরিয়া ইন্দোনেসিয়াতেও প্রসিদ্ধ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪০
ডঃ এম এ আলী বলেছেন: বেশ সুপাদেয় স্যুপ হবে ।
আজই নীজ হাতে তৈরী করে খাব ইনসাল্লাহ ।
তবে আমার আছে সীম আলু আর লাউ পাতার ভাজি বেশ ভাল লাগে ।
রেসিপি খুব সহজ , পরিমান মত তেল, পানি, লবন, কাঁচা মরিচ , শুকনা মরিচ ,
রসুন ও পেয়াজ কুচি দিয়ে অল্প কিছুক্ষন হালকা জালে ভেজে নিলেই হয়ে যায়
নীচের মত পরিবেশনযোগ্য একটি ডিস । ট্রাই করে দেখতে পারেন ।