নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সময়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৯




।। সময় ।।
সময় - মুরু প্রান্তরে ছুটে চলা এক পাগলা ঘোড়ার নাম
সময় - তরুনের চকচকে কালো চোখ, আশাহীন এক বৃদ্ধের ঘোলা চোখের নাম
সময় - যৌবনের ঝলমলে কালো চুল, ক্লান্ত পৌঢ় সাদা চুলের নাম
সময় - আফসোস, আমাদের এক পলকের অস্তিত্বের নাম
সময় - প্রচন্ড হাহাকার, এক মুঠো ভাত, এক দুর্ভিক্ষের নাম
সময় - দুর্গম এক অজানা অচেনা পথের নাম
সময় - হতাশা, আফসোস আর বিরামহীন অতীতের কষ্টে ভরা জীবন গল্পের নাম।

সময় - এক অপেক্ষার নাম
সময় - অগ্নি দৃষ্টি ক্রুদ্ধ নয়নে দুর দিগন্তে তাকিয়ে থাকার নাম
সময় - কামার ঘরে লোহা পেটানো শব্দ আর গনগনে অগ্নি শিখার নাম
সময় - ৪০০ বছরের পুরোনো শত্রুতার প্রতিশোধের নাম
সময় - মধ্য রাতে ধারালো অস্ত্র হাতে শত্রুর উপর ঝাপিয়ে পড়ার নাম
সময় - ভয়ন্কর সব চিন্তা একরাতে বাস্তবায়নের নাম
সময় - সময়ের সাথে পাল্লা দিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার নাম।।


উৎসর্গ: - প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই। আমি অত্যন্ত গর্বের সাথে প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইকে আজ “স্বপ্নের জাদুকর” উপাধিতে ভূষিত করে সম্মানিত করছি। সেলিম আনোয়ার ভাই আপনি এই সম্মানিত উপাধি গ্রহণ করে আমাকে কৃতজ্ঞ করবেন।

সেলিম আনোয়ার ভাইয়ের সুন্দর স্বচ্ছ পানির একটি বিল আছে - নাম ডোল্লীর বিল, সেখানে তিনি মাছ ধরেন, খিদে পেলে মাটির চুলোতে দু মুঠো ভাত চড়িয়ে দেন। ক্লান্ত অলস দুপুরে বিলের পাড়ের প্রকান্ড ছাতিম গাছের নিচে ছনের ঘরে মাদুর পেতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। পড়ন্ত বিকেলে কখনো কখনো সবুজ শাড়ী আলতা পায়ে যেনো কাউকে দৌড়ে যেতে দেখেন - ভাবেন এটি হয়তো বিভ্রম! - তিনি স্বপ্ন তৈরি করেন “আমাদের জন্য কবিতা, কথামালা লিখেন”।








মন্তব্য ৪৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম মন্তব্য করে গেলাম। চমৎকার কবিতা আর উৎসর্গে।
স্বপ এবং স্বপ্নদ্রষ্টার জন্য শুভকামনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার জন্যও শুভকামনা।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



সুন্দর লিখেছেন। উপযুক্ত ব্যক্তিকে নিবেদন করেছেন লেখাটি। +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন নকিব ভাই, আপনার এক একটি পোষ্ট অসম্ভব ধর্য্যের পরিচয় দেয়। আপনাকে ধন্যবাদ। চলুন একদিন সেলিম আনোয়া ভাইয়ের বিলে যাবো - আমাদের দেখে রান্নার পরিমান বাড়াতে হবে সেলিম ভাইয়ের।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: যোগ্য লোককেই উতসর্গ করেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগের একজন যোগ্য মানুষ যাকে আমরা সবাই ভালোবাসি।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: বোন রে, আপনার ক্যামেরা টি ধার দিলেন না - - - - - - -

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: শেষের কথাগুলো খুবই ভালো লাগলো । পড়তে পড়তে শখ জাগছিল ছাতিম গাছের নিচে ছনের ঘরে মাদুর পেতে বসতে । কল্পনার এই এক মজা নিজের মনের মত যা খুশী তাই ভাবা যায় । "কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে"

প্রিয় কবি সেলিম আনোয়ার ভাইয়াকে অভিনন্দন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: দল ভারী হচ্ছে, সেলিম আনোয়ার ভাইকে রান্নার আয়োজন বাড়াতে হবে। দেখি বিলে আর কে কে যাবেন - আমার কেনো জানি মনে হচ্ছে সেলিম আনোয়ার ভাই জানেন আমরা সবাই বিলে যাবো একদিন !!! হয়তো তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন - - - -

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সময় নিয়ে চরম কবিতা। +++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: মোঃ মাইদুল সরকার ভাই, আমি কবিতা লিখতে পারিনা, তারপরও আপনি যখন “চরম কবিতা” বলেছেন নিজেকে নিজের কাছে খুব গর্ব অনুভব করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কবিত্বের উৎসরণ অনুভব করছেন?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাইয়ের সুন্দর একটা বিল আছে ডোল্লীর বিল, তাঁকে সেখানে দেখতে খুব ইচ্ছে করে, আর সেলিম ভাইকে উৎসর্গ করার মতো আমার কাছে যোগ্য বাক্য নাই, তারপরও চেষ্টা করা।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

নীল আকাশ বলেছেন: আপনি যথার্থ কবিকেই উৎসর্গ করেছেন।
ধন্যবাদ আপনাদের ২ জনেরই প্রাপ্য।
শুভ কামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাই, অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

বলেছেন: বাংলা কবিতার দিকপাল .. ""Dream magician of poetry""" সেলিম আনোয়ার কে অভিনন্দন।।।।


সময় নিয়ে জোস লেখা হয়েছে +++++++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন: কি বলেন? আমি তো নিজের লেখায় নিজেই এখন চমৎকৃত হচ্ছি। দল ভারী হচ্ছে চলুন যাওয়া যাক সেলিম আনোয়ার ভাইয়ের ডোল্লীর বিলে - আমার কাছে পুরোনো আমলের হ্যাজাক লাইট আছে ডোল্লীর বিলে একটা পিকনিকের মতো আয়োজন করা হলে কেমন হয়। সেলিম আনোয়ার ভাই মনে হচ্ছে আমাদের দেখে একটা কথা বলবেন নির্ঘাত “এই বহর আসবে আমি জানতাম”

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

বলেছেন: আমারও একটা বাগান আছে "" রহমান এগ্রো ফার্ম''''

সিলেটের দ্বিতীয় বৃহত্তর ফার্ম একবার ঘুরে আসার দাওয়াত রইলো।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: বলেন কি? কি চাষ হয় সেখানে? স্পেসিফিক নামগুলো শুনতে চাচ্ছি - আমি বায়ার নই, আগ্রহ বলতে পারেন। আমি ফুলি রিটায়ার্ড হয়ে গ্রামে টমেটো চাষ করবো, শুধু টমেটো। পেঁয়াজের ভালো দাম তবে সংরক্ষন ও প্রাথমিক পর্যায়ে প্রচুর শ্রম দিতে হয়।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১২

ইসিয়াক বলেছেন: প্রিয় মাহমুদ ভাই
আজকের পোষ্টটা অনেক সুন্দর হয়েছে।
প্রথম লাইকটা কিন্তু আমার দেয়া।
ভয়ে মন্তব্য করিনি । সেজন্য দুঃখিত। সেলিম আনোয়ার ভাই কোথায় ? তাকেতো কদিন ব্লগে দেখছি না ।
নিশ্চয তিনি ভালো আছেন। আপনাদের দুজনের জন্য শুভকামনা রইলো ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন: কিসের ভয়, আপনার জিগ্যাসাবাদ অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়েছে। সেলিম আনোয়ার ভাইয়ের জন্য দোয়া করছি তিনি যেনো ভালো থাকেন সুস্থ থাকেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: ঠাকুরমাহমুদ,




সময় : সামুতে বিচরণের নাম......................

যাকে উৎসর্গ করেছেন, সময় তার কাছে স্থির।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০০

ঠাকুরমাহমুদ বলেছেন: আহমেদ জী এস ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমরা কেউ থাকবো না, সময় আমাদের নিয়ে যাবে এক অজানা অচেনা জগতে যেই জগতের সাথে আমাদের কারো পরিচয় নেই ধারণাও নেই। আমরা সময়ের কাছে বন্দি ছিলাম - বন্দি আছি - বন্দি থাকবো। এটিই সময়ের গতি - এই গতি অস্বিকার করার ক্ষমতা - মহাক্ষমতাধর আমাদের দেননি।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:
সময়ের বহুমাত্রিকতা মানুষের শিল্পরূপেরও অনেকান্তিকতা, ফলত কথাসাহিত্যের মধ্যে আমরা যেন তাদেরই কিছু খন্ড চিত্র দেখতে পেলাম এই সুন্দর লেখনীটিতে । কবি ও লেখকরা সময়ের বহুমাত্রিকতা নিয়ে মানুষের ব্যক্তি জীবনের কালান্তরকে বিবিধ রূপ দিলেও তার মূলটি সামাজিক বিন্যাসের ভিত্তিতেই নিহিত । বহুবিধ তত্ত্ব, মতাদর্শ ও পথের দ্বন্দ্ব সময়ে এসেই উপনীত হয়।

আর্থ-সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক সামগ্রিক যুগ-সংকট থেকে উঠে আসে মানব জীবনে সময়ের বিবিধ প্রকরণ। সময়ের নিরিখে উপ্ত হয় মানব সমাজের যে পথচলা, জীবনের দীর্ঘ পথ পরিক্রমায় তার কিছু কিছু ব্যক্ত হয় বিবিধ তত্ত্বে ও নৈবর্তে , আর সে গুলি দারুনভাবেই ধাবিত করে আমাদেরকে ব্যাখ্যাতীত অনেক গভীর চিন্তাশীল ভাবালুতায় ।

সাম্প্রতিক কাল ও মানব জীবন পরিসরের বহুবিধ বিচ্ছুরণকে সূক্ষ্ম ও গভীরভাবে অনুধাবন করে অতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে সময়ের মোরকে । ভাববিশ্বের সম্ভাবনাময় সত্যকে সময়ের বিচিত্র আবহে তাঁর সম্ভাব্য পরস্পরবিরাধী অবস্থান থেকে তুলে এনে জীবনের বিবিধ প্রকরণের অর্থবহতার সাথে সমন্বয় করে তা প্রকাশ করার এক উদগ্র ব্যাকুলতাই যেন দেখা গেল এই লেখাটিকে !

প্রতি চরণের কথামালাগুলি যে মূলত নিজের চিন্তা চেতনার বাইরে বড় সড় যে-জগৎটি রয়েছে, তার স্বরূপ উপলব্ধি করেই তার নিরিখে সময়ের সাথে মিল রেখে নিজস্ব চেতনালব্দ ভাবনাগুলিকে সুন্দরভাবে যুক্ত করে ব্যক্ত হয়েছে তা সহজেই বুঝা যায় ।
মনে হল সব ছাপিয়ে উঠে এসেছে যার হাতে কিছুই নেই, তার হাতেও সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ ।
আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছেন, তাঁরা সবাই সময়ের মূল্য দেয়ার ব্যাপারে অন্যদের চেয়ে ছিলেন এগিয়ে ।
সময় নিয়ে এত সুন্দর ও মুল্যমান কতকথা পাঠে ভাল লেগেছে । উৎসর্গ সাথে স্বপ্নের যাদুঘর উপাধি যতার্থ হয়েছে, মুক্তার মালা যথাস্থানেই শোভিত হয়েছে।

উভয়ের প্রতি শুভেচ্ছা রইল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:





ডঃ এম এ আলী ভাই, সেলিম আনোয়ার ভাইয়ের জন্য আমি এরচেয়ে ভালো নাম খোঁজে পাইনি পেলে তাই উৎসর্গ হতো। তিনি সত্যি সত্যি স্বপ্নের জাদুকর।

এই পোষ্টটিকে মহামুল্যবান করেছেন আপনার সুন্দর বিশ্লেষণ করা মন্তব্য দিয়ে তাঁর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।

আমার মাঝে মাঝে মনে হয় আমরা সকলে সময়ের কাছে বন্দি, সময় আমদের অনেক কিছু করিয়ে নেয় তার নিজের প্রয়োজনে - সময়ের প্রয়োজনে। সময় ভয়ংকর এক গতির নাম - একে অবহেলা করার শক্তি সৃষ্টিজগতে কারো আছে বলে আমার মনে হয় না।

সময় নিয়ে অনেক মিথ আছে - জীবনের নানান ঘাত প্রতিঘাত সহ বিচিত্র কারণে আমি মিথ বিস্বাস করি।

আপনার প্রতি রইলো অনেক অনেক ভালোবাসা ও দোয়া। ভালো থাকুন।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: দুই পর্বে সময়ের বিন্যাসকরণ পড়ে বেশ ভালো লাগলো। ++
উৎসর্গ ভালোলাগা। প্রিয় কবিবরকে আপনি যথার্থ অভিধায় ভূষিত করেছেন। ধন্যবাদ প্রিয় ঠাকুরমাহমুদ ভাই আপনাকে।

দুজনের জন্যই রইলো অভিনন্দন ও শুভেচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: পদাতিক চৌধুরি ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নতুন লেখা কবে পাবো? ছোট কবিকে আমার শুভেচ্ছা দেবেন।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৪

ডার্ক ম্যান বলেছেন: কারো বিল আছে কারো ফার্ম আছে। আপনার কি তেমন কিছু আছে????

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ডার্ক ম্যান ভাই, আমি সুখি মানুষ তাই আমার জামাও নাই। গল্পের কথা বলেছি। ভাই, আমার যা চাওয়ার ছিলো অনেক কষ্টের বিনিময়ে তার সবই আছে। জীবনে অনেক কষ্ট করেছি বাদবাকী জীবন বিশ্রাম করতে চাই এটি এখনো পাইনি।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫

বলেছেন: Organic Mangoes,
Organic Lemon
Fish....
And Malta... ( In progress) ..

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৩

ঠাকুরমাহমুদ বলেছেন: গুড জব, ভেরি গুড জব। আমি টমেটো চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি ধিরে ধিরে। টেক্সটাইলে কিছু কাজ চলছে, আগামী বছর তা বাজারে চলে আসবে। - তারপর নিজের মনের শান্তির জন্য কাজ করবো, অর্থের জন্য না।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২৭

বলেছেন: ছবিটা কি এ্যাপল বস "" ষ্টিভ জবসের ??

সময় নিয়ে তার কিছু দারুণ উপলব্ধি ছিলো---যদিও আপনার চেয়ে কম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার খুবই প্রিয় অভিনেতা “জন ট্রাভোল্টা”

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনি স্বপ্ন তৈরি করেন “আমাদের জন্য কবিতা, কথামালা লিখেন”।
........................................................................................................
ওখানে কি আমরা পিকনিকে যেতে পারি ?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন: দল ভারী হচ্ছে! সেলিম আনোয়ার ভাই কি জানেন ব্লগে কি পরিমান ব্লগার তাঁকে ভালোবাসেন - আমার মনে হয় তিনি জানেন।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:২৮

এমজেডএফ বলেছেন:
সময় – হাসি-কান্না, সুখ-দুঃখ আর প্রেম-বিরহের এইসব দিন-রাত্রি।
উভয়ের প্রতি শুভেচ্ছা।

রাশি রাশি ধন দাও অমূল্য সময়,
একবার গেলে আর আসিবার নয়।
নিতান্ত নির্বোধ যেই শুধু সেই জন,
অমূল্য সময় করে বৃথায় যাপন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন: এইসব দিন রাত্রি - সময় অমুল্য, সময় নিয়ে যা বলেছেন তার প্রতিটি বাক্য এক একটি আকাশ ছোঁয়া পাহাড় সমান বাস্তব সত্য।

২০| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ১:১৪

নতুন নকিব বলেছেন:



ইনশাআল্লাহ রাজি। চলুন, যাই এক দিন।

০১ লা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন: ইনশাআল্লাহ যাবো।

২১| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ৩:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সময় অপেক্ষার নাম।

০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সময় - কামার ঘরে লোহা পেটানো শব্দ আর গনগনে অগ্নি শিখার নাম

২২| ০২ রা অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: প্রিয়তে। দারুন কবিতা। আমাকে উৎসর্গ করে ঋণী করে দিলেন। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনি বলা নাই কওয়া নাই হঠাৎ ব্লগে নাই বেশ কয়েকদিন খুব চিন্তায় ছিলাম। আপনাকে পেয়ে ভালো লাগছে। দোয়া করি ভালো থাকুন।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

সেলিম আনোয়ার বলেছেন: আমাকে নিয়ে এত স্তুতি বন্দনা বাপরে বাপ। আমি ছাপোষা মানুষ । আপনি যেভাবে বলেেছে ন তেমন হলে ভাল হতো।

ফিরিয়ে দাও অরন্য লও এ নগর। শহুরে জীবন ক্লান্তিকর এক ঘেয়ে। গ্রামের মানুষের ক্ষেত্রে শহর ভাল লাগলে লাগতেও পারে। আমাদের একটা বিল ছিল পেরাই বিল। বিলটি সম্প্রতি বিক্রি করে ফেলেছে । খুব কষ্ট পেয়েছি এমন কর্মে। ডোল্লী বিল কল্লি বিল এখনো অবশেষ আছে ওটার মালিকানা শুধু আমাদের নয় গ্রামের সকলের। শহরের বন্দী শালায় একাই আছি । :(

০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ১০:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: সেলিম আনোয়ার ভাই, আপনি আমি আমরা সবাই ছাপোষা মানুষ।
বিল নিয়ে আমার-আমাদের পরিবারের বেশ কিছু দুঃখজনক ভুলের ঘটনা আছে, এই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন মারাত্বক ভাবে। আর ঢাকাতে আছি এক বন্দিশালায় এক আজব রঙশালায় আর বিশ্রি মানুষের কলহের আবরনে ঢাকা হয়ে গেছে আস্ত একটা বস্তি। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.