নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি কেমন করে গান করো হে গুনী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি ।।

ঠাকুরমাহমুদ

sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful

ঠাকুরমাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রাপক: বন্দী রাজীব নুর

০৯ ই জুন, ২০২০ রাত ১০:৩৫



প্রিয় রাজীব নুর ভাই,
আপনি ব্লগের হিমু। আপনি ফ্রন্ট পেজে নেই, মনে হচ্ছে ব্লগে কি যেনে নেই - কে যেনো নেই! আপনাকে আমরা সবাই কি পরিমান ভালোবাসি তা বলার অপেক্ষা রাখে না। প্রিয় রাজীব নুর ভাই, আপনি চিন্তামুক্ত থাকুন, আপনি অবস্যই একজন ভাগ্যবান মানুষ, আপনাকে ব্লগের সকল ব্লগার বৃন্দ কি পরিমান ভালোবাসেন - আজকে এমন দিন যদি না আসতো তাহলে হয়তো কখনো বুঝতে পারতেন না। তাই দুঃসময়ে ধৈর্য্য ধারণ করুন। আশা করি আপনি দ্রুত মুক্তি পেয়ে আমাদের মাঝে আপনার “রাস্তায় পাওয়া ডায়েরী, টুকরো টুকরো সাদা মিথ্যা, আমাদের শাহেদ জামাল, এই সমাজ” সিরিজ নিয়ে পুরোদমে চলে আসতে পারবেন।



গত বছর ২০১৯ সনে প্রায় আট মাস ব্লগ বন্দী ছিলো, রাত বিরাতে আমরা যারা ব্লগিং করেছি তখন হয়তো আমরা কোনো না কোনো ভাবে একজন আরেক জনের সাথে আত্মার আত্মীয় হয়ে উঠেছি। আত্মার আত্মীয়দের মধ্যে কতো জনের নাম বলবো? - নাম লিখে হয়তো ভুলে করে কারোও কারোও নাম বাদ পরে যেতে পারে! তাই মনের ভুলেও কাউকে মনে কষ্ট দিতে চাচ্ছি না। ব্লগের সকলের কাছে আমি কৃতজ্ঞ। পুরাতন ব্লগার থেকে নতুন ব্লগার, এমন কি যেই ব্লগার ভবিষ্যতে সামহোয়্যারইন ব্লগে রেজিষ্ট্রেশন করবেন তার প্রতিও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।

রাজীব নুর ভাই, আপনার পাশে সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগার আছেন। অতএব আপনি মন খারাপ করবেন না, মনে কষ্ট নিবেন না। আপনি দ্রুত নিরাপদ হয়ে আমাদের মাঝে আসছেন - এই কামনায়।

ব্লগার রাজীব নুর ভাই সহ সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারদের শুভ কামনা করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রিয়জনের সাথে থা্কুন, নিরাপদ থাকুন।

বিনিত আপনাদের সহ ব্লগার,


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
৯ই জুন, ২০২০ ইং







মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২০ রাত ১০:৫৪

সোহানাজোহা বলেছেন:




ব্লগার রাজীব নুর এখনো মুক্তি পাননি?
ব্লগার রাজীব নুরের নিরাপদ ও প্রথম পাতায় ব্লগিং কামনা করছি।
ছবি ও নাম, সত্যি প্রশংসার দাবীদার। ব্লগার রাজীব নুরের শুভ কামনা করছি।




০৯ ই জুন, ২০২০ রাত ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগের প্রতিটি ব্লগার সামহোয়্যারইন ব্লগের এক একটি এ্যাসেট। আর এ্যাসেট রক্ষার্থে সামহোয়্যারইন ব্লগ টিম সর্বোচ্চ চেষ্টা করেন। ব্লগার রাজীব নুর দ্রুত নিরাপদ হবেন এই কামনা করছি এবং আমাদের মাঝে বিপুল উদ্যমে ফিরে আসবেন।

২| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনার সাথে আজও আমার যোগাযোগ হয়েছে। উনার খুব মন খারাপ।

সব চেয়ে বড় কথা উনি খুব ভালো লিখেন। কোন পত্রিকা এতো সহজে এমন ভালো লেখা বিনা পয়সায় পাবে না। আমরা পাচ্ছি।

ব্লগার রাজিব নূরের সেফ স্টেটাস ফিরিয়ে দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি।

০৯ ই জুন, ২০২০ রাত ১১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগার রাজীব নুর পত্রিকা অফিসে ছিলেন। পত্রিকা অফিসের সাংবাদিক হচ্ছে সব পুরিন্দা পার্টি! যিনি পুরিন্দা দিবেন সাংবাদিকগণ তার গীত গাইবেন। ব্লগার রাজীব নুর এসব সহ্য করতে না পেরে পত্রিকা অফিসের কাজ ছেড়ে দিয়েছিলন।

ব্লগার রাজীব নুর দ্রুত নিরাপদ হয়ে আমাদের মাঝে ফ্রন্ট পেজে চলে আসবেন এই কামনা করছি।

৩| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:১১

মুক্তা নীল বলেছেন:
ঠাকুর দা ,

রাজীব নূর ভাই দ্রুত সেফ হবেন এই আশা করছি।
রাজীব নুর ভাই হিমু উপাধি পেয়েছেন আপনার কাছ থেকে
জেনে খুব ভালো লাগলো ।
সহব্লগারের জন্য এমন পোস্ট দেখে খুব ভালো লাগছে।

০৯ ই জুন, ২০২০ রাত ১১:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগার রাজীব নুর হচ্ছেন সামহোয়্যারইন ব্লগের হিমু। ব্লগার রাজীব নুর আমাদের হিমু। ব্লগের প্রতিটি ব্লগার নিরাপদ থাকুন। ভালো থাকুন।


৪| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূরের জন্য শুভ কামনা। সকল ব্লগারের জন্য ও।
আপনার প্রতি কৃতজ্ঞতা।

০৯ ই জুন, ২০২০ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগার রাজীব নুর খুব মন খারাপ করেছেন - মনে অনেক কষ্ট পেয়েছেন। তাকে ব্লগে নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

৫| ০৯ ই জুন, ২০২০ রাত ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:



সামু রাজীবের জনপ্রিয়তা মেপে দেখতে চাচ্ছেন, মনে হয়।

১০ ই জুন, ২০২০ রাত ১২:০৪

ঠাকুরমাহমুদ বলেছেন:





রাজীব নুরের জনপ্রিয়তা মগবাজার ওয়ারলেস টাওয়ারের মতো। ঢাকা শহরে মগবাজার ওয়ারলেস চেনেন না এমন মানুষ পাওয়া বিরল।

৬| ১০ ই জুন, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার চিঠি।
বহুদিন পর চিঠি পেলাম। চিঠি পেয়ে মন আনন্দে ভরে গেছে।
সুরভিকে ডেকে চিঠিটা পড়ালাম।
ইচ্ছা করছে চিঠিটা পত্রিকায় ছাপিয়ে দেই। দুনিয়ার সবাই দেখুক। আমি একে্বারে তুচ্ছ না। কেউ কেউ আমাকে ভালোবাসেন।

কেউ যখন আমার প্রতি ভালোবাসা দেখায়। আমার চোখে পানি এসে পড়ে।

১০ ই জুন, ২০২০ রাত ১২:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই, আপনি অবস্যই তুচ্ছ নন। আপনি অবস্যই ব্লগের একজন গুরুত্বপূর্ণ ব্লগার। আপনার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা।

আমরা মানুষ। - আমাদের চোখে যখন পানি আসে তখন আবার প্রমাণ হয় আমরা এখনো মানুষ আছি। আমাদের মাঝে এখনো ভালোবাসা মায়া মমতা আছে।

৭| ১০ ই জুন, ২০২০ রাত ১২:০১

কাওসার চৌধুরী বলেছেন:



গুরুর আবেগঘন পোস্ট। সত্যি রাজীব ভাই এই ব্লগের খুবই জনপ্রিয় মুখ। আশা করি, তিনি অল্পসময়ে মুক্ত হবেন। আবার আগের মতো ব্লগে বিচরণ করবেন। উনার চমৎকার লেখাগুলো ব্লগ মিস করছে। রাজীব ভাই মনোবল রাখুন। পাঠকরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন আপনার জন্য।

গুরু, ভালো থাকুন।

১০ ই জুন, ২০২০ রাত ১২:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




কাওসার চৌধুরী ভাই,
রাজীব নুর ভাইয়ের সাথে সাথে আমারো ভাই মনটা খারাপ। ব্লগে আমরা খুব একটা বেশী ব্লগার নেই। তারপর চলছে দেশে বিশ্বে করোনা সমস্যা। আমাদের চলার জায়গা খুব সিমিত! - আর সেই সিমিত জায়গায় শান্তির জায়গা হচ্ছে আমাদের ব্লগ। এই ব্লগে আমরা ভালোমন্দে একসাথে থাকতে চাই - এই চাওয়াটা নিশ্চয় খুব বড় চাওয়া নয়?

আপনিও ভালো থাকুন ভাই, নিরাপদ থাকুন।

৮| ১০ ই জুন, ২০২০ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট আমাকে যে স্বচ্ছ পবিত্র আনন্দ দিলো, তারচেয়ে হাজার গুন বেশি আনন্দ আপনি পাবেন।

১০ ই জুন, ২০২০ রাত ১২:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




পরম করুণাময় আল্লাহপাক আপনার আমার সহ সকল ব্লগারদের জীবন আনন্দে পরিপূর্ণ করে দিন। আপনার আগামী পথ চলা হবে আরো সুন্দর প্রাণোবন্ত স্বচ্ছ। সবার ভালোবাসায় আপনি আনন্দিত হবেন - এই কামনা করছি।




৯| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৫১

আনমোনা বলেছেন: রাজীব নুরের পোষ্ট নেই, সামুর প্রথম পাতা কেমন শুন্য লাগে।

১০ ই জুন, ২০২০ রাত ১২:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি সত্যি বলেছেন। ব্লগার রাজীব নুরের পোস্ট ছাড়া সত্যি সত্যি ব্লগ শুন্য শুন্য লাগছে। সকলের প্রিয় রাজীব নুর দ্রুত নিরাপদ হয়ে ফ্রন্ট পেজে চলে আসবেন এই কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১০| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন:

নিন তাল খান। একদম দেশী ফল।

১০ ই জুন, ২০২০ রাত ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




কঁচি তালের ডাব আমার খুবই প্রিয়। পাকা তালের রষ দিয়ে পিঠা, ফিরনি রান্না হয় আমাদের বাড়িতে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করছি আপনি দ্রুত ফ্রন্ট পেজে চলে আসুন দ্রুত।

১১| ১০ ই জুন, ২০২০ রাত ১:২৫

রুদ্র নাহিদ বলেছেন: ব্লগার রাজীব নুর ভাইয়ের পোষ্ট ছাড়া প্রথম পাতা খালি খালি লাগে। মডারেশনে থাকা আর কারাগারে থাকা সমান কথা। দ্রুত নিরাপদ হয়ে আসবেন এই প্রত্যাশা করি।

আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন।

১০ ই জুন, ২০২০ রাত ১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




রুদ্র নাহিদ ভাই,
ব্লগার রাজীব নুরকে আমাদের খুবই প্রয়োজন, ব্লগের ফ্রন্ট পেজ শূন্য হয়ে আছে ব্লগার রাজীব নুর ছাড়া।

আপনার জন্যও শুভ কামনা রইলো। ভালো থাকুন ভাই।



১২| ১০ ই জুন, ২০২০ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: আসলে আপনি এই পোষ্ট দিয়ে বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন।
এযুগের মানুষরা তো আত্মকেন্দ্রিক হয়।

আমি যদি সারা জীবন ''জেনারেল'' থাকি আমার দুঃখ লাগবে না।
আপনি, ইসিয়াক ভাই আর সেলিম আনোয়ার ভাইসহ সমস্ত ব্লগাররা যে ভালোবাসা আর আন্তরিকতা দেখিয়েছেন- তাতে আমি মুগ্ধ।

১০ ই জুন, ২০২০ রাত ২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই, আপনি মনোকষ্ট রাখবেন না। আপনি দ্রুত নিরাপদ হচ্ছেন। এটি সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ কর্তৃক সকল ব্লগারদের প্রতি হুসিয়ারী - ব্লগার রাজীব নুরের মতো গুরুত্বপূর্ণ ব্লগার যদি জেনারেল হতে পারেন! তাহলে যে কোনো ব্লগার, যে কোনো দিন জেনারেল হতে পারেন।

আপনি দ্রুত সেফ হচ্ছেন, প্লিজ মন খারাপ করবেন না। ব্লগ এডমিন বড় মনের মানুষ তিনি জরুরী ব্যবস্থা নিবেন।

১৩| ১০ ই জুন, ২০২০ রাত ৩:২৪

কাছের-মানুষ বলেছেন: ব্লগে রাজিব নূরের একটি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আছে। তিনি আমার দেখা একজন অন্যতম পরিশ্রমী ব্লগার, সামু তার সাজার মেয়াদ কমিয়ে অতিসত্বর সেইফ করুক।

আমি তার মুক্তি কামনা করছি। আপনাকেও ধন্যবাদ সহব্লগারের পাশে দাড়ানোর জন্য।

১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ব্লগে ব্লগার রাজীব নুরের একটি গ্রহণযোগ্যতা আছে তারচেয়েও বেশী হচ্ছে ব্লগার রাজীব নুর খুব মনোকষ্ট পেয়েছেন। ভাই, মানুষ এখন প্রচন্ড রকম বিভ্রান্তিকর অবসরে আছে, যে ধরনের অবসর কারো কখনো কাম্য নয়। এই অবস্থায় ব্লগে অনেক ব্লগার আছেন যাদের জন্য একটু খোলা জায়গা হচ্ছে ব্লগ। আর ব্লগ যদি ব্লক করে দেয় কাউকে তিনি কি করবেন, কোথায় যাবেন? - ব্লগার রাজীব নুরের নিরাপদ ব্লগিং কামনা করছি।

১৪| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:৪১

নেওয়াজ আলি বলেছেন: মাহামুদ আপনাকে ধন্যবাদ সুন্দর এমন একটি ছবিসহ লেখা দেওয়ার জন্য। সামুর উচিত রাজিব নুর কে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া

১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই নেওয়াজ আলি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। - ব্লগার রাজীব নুরের নিরাপদ ব্লগিং কামনা করছি।

১৫| ১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

পদ্মপুকুর বলেছেন: এখনও যে আগের মত কোনো ব্লগারকে 'সেইফ' করানোর জন্য আন্দোলন হতে পারে, রাজীব নুর ব্যান না হলে বুঝতেই পারতাম না। সেই ১২ বছর আগের ফিলিংস চইলা আসতাছে....
রাজীব নুর স্যার, আমাদের এই ভালোবাসা মনে রাইখ্যেন, সময়ে ফেরত চামু! :#)

১০ ই জুন, ২০২০ দুপুর ১২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পদ্ম পুকুর ভাই, ভয়ঙ্কর মজার সময় মনে করিয়ে দিলেন। ২০১২ এর আগেও ব্লগে যেভাবে ব্লগার রা ব্যান হয়েছে আর যে ধরনের পাগলা ব্লগিং হয়েছে বলার বাইরে। তখন খুব মজার ব্লগিং যেমন ছিলো ঠিক তেমনি পাঁচ-সাত লাইন কি না কি লিখেছে মন্তব্য পরেছে ৪০-৫০ টি উত্তর সহ ৮০-১০০ ভাবা যায়?

রাজীব নুর ভাই অবস্যই আমাদের ভালোবাসা ফেরত দিবেন। ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়েই ফেরত দিতে হয়। যেমন মাইরের বদলে মাইর ঠিক তেমনি ভালোবাসার বদলে ভালোবাসা। আশাকরি ব্লগার রাজীব নুর আমাদের হতাশ করবেন না। আমাদের ব্লগ এডমিন বড় মনের মানুষ, আশা করছি ব্লগার রাজীব নুরের জন্য আমাদের এডমিন জরুরী ব্যবস্থা নিবেন।


১৬| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: আমি ব্লগিং করাই ছেড়ে দিবো। অনেক সহ্য করেছি। আর না। এমন কোনো অপরাধ করি নাই যে আমাকে এত দিন জেনারেল করে রাখবে।
এর মধ্যে ইসিয়াক ভাইকেও জেনারেল করা হয়েছে? উনার অন্যায় কি? সে আমাকে নিয়ে পোষ্ট করেছে?
আমার সহ্যের বাধ ভেঙ্গে গেছে। আর না।

আমি সামু থেকে বিদায় নিবো। তুচ্ছ কারনে- এত তুচ্ছ তাচ্ছিল্য, এত অপমান আমার ভালো লাগে না।

আপনাকেও এই পোষ্ট দেওয়ার কারনে জেনারেল করে দিতে পারে।
আমাকে আপনারা বিদায় দিন।

১০ ই জুন, ২০২০ দুপুর ১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজীব নুর ভাই,
আমাদের ব্লগ এডমিন খুবই বড় মনের মানুষ। আমরা তাকে প্রচুর বিরক্ত করি। এতো বিরক্ত করার পরও তিনি ধৈর্য্য ধরে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। আপনিও প্লিজ ধৈর্য্য ধরুন। আপনি অবস্যই নিরাপদ হবেন। ইসিয়াক ভাইও নিরাপদ হবেন।

রাজীব নুর ভাই, আপনাকে আজ একটি কথা বলি ভালোবাসা উভেয় পক্ষ থেকে হয়। এক পক্ষে ভালোবাসা হয় না। আপনি - আমি যেমন ব্লগ পছন্দ করি তেমনি সামহোয়্যারইন ব্লগও আমাদের পছন্দ করে, সামহোয়্যারইন ব্লগ টিম আমাদের প্রতিটি ব্লগারের জন্য চিন্তা করেন। তারাও আমাদের ভালোবাসেন। আর ভালোবাসেন বলেই আমরাও সামহোয়্যারইন ব্লগ ভালোবাসি।

আপনি আপনার লেখালেখি বন্ধ করবেন না। আমরা সবাই সামহোয়্যারইন ব্লগ পরিবারের সদস্য।

১৭| ১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: যদি সময় পান আমার সব শেষ পোষ্টটায় একবার চোখ বুলাবেন। এই এখনই পোষ্ট দিলাম।

১০ ই জুন, ২০২০ দুপুর ১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমি এখনি পড়বো।
প্লিজ আপনি শান্ত হোন।
আপনি আপনার লেখালেখি চালিয়ে যান।
একই রকম মন্তব্য করা থেকে বিরত থাকুন।
আপনার লেখাগুলো আমি পড়ছি নিয়মিত।

১৮| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দ্রুতই ফেশ হবেন আশা করছি।

১০ ই জুন, ২০২০ দুপুর ২:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




সামহোয়্যারইন ব্লগের প্রতিটি ব্লগার নিরাপদ থাকুন ভালো থাকুন এই কামনা করছি।

১৯| ১০ ই জুন, ২০২০ দুপুর ২:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজিব নুর হোল দুধ ভাত। তার কোনও অপরাধ অপরাধ বলে গণ্য করা উচিত না। (দুধ ভাতের মানে নিশ্চয়ই নতুন প্রজন্ম জানেন)

১০ ই জুন, ২০২০ বিকাল ৩:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সাড়ে চুয়াত্তর ভাই, লক ডাউনে সবাই বিভ্রান্ত হয়ে আছেন। সবাই একটু খোলা জায়গার খোঁজে ব্লগে আসেন। ব্লগ কর্তৃপক্ষ ও খুব ক্লান্ত - আমরা সবাই মানুষ। দুঃখ কষ্টে আনন্দ অভিমানে সাধারণ মানুষ বৈকি।

আমাদের উচিত ব্লগের জন্য কিছু করা, এখন ব্লগের উপকার কিভাবে করা যায় তাই নিয়ে ভাবছি।

২০| ১০ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৬

ইসিয়াক বলেছেন:





প্রিয় মাহমুদ ভাই,
নিশ্চয় ভালো আছেন , আমিও ভালো আছি।
মনে করেছিলাম ব্লগে আর আসবো না কিন্তু কিসের টান কে জানে আবার উকি মারতে ঠিকই চলে এলাম।এসে দেখি আমার আপনার ফ্রন্টপেইজ ব্যান তুলে নেওয়া হয়েছে । খুব আনন্দ লাগছে । মনে হচ্ছিল আমি এতোক্ষণ দম বন্ধ হয়ে মারা যাচ্ছিলাম। এই মাত্র মুক্ত বাতাসে আবার দম ফিরে পেলাম।
পোস্টে ভালো লাগা।

১০ ই জুন, ২০২০ বিকাল ৫:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বাগতম ‍ও শুভেচ্ছা নিবেন।
এই পোস্টে এখানেই আলোচনা শেষ। পরবর্তী কোনো পোস্টে আলোচনা করবো। ধন্যবাদ।




২১| ১০ ই জুন, ২০২০ বিকাল ৫:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




-:বিশেষ বিজ্ঞপ্তি: -
পোস্টে ব্যক্তি আক্রমণের সম্ভবনা আছে মনে করে উক্ত পোস্টের মন্তব্য প্রতি মন্তব্য এখানেই শেষ ঘোষণা করছি। সামহোয়্যারইন ব্লগের আমরা সকল সাধারণ সদস্য ব্লগের সকল প্রকার নীতিমালা মেনে চলার অঙ্গিকারে ব্লগিং করছি। ব্লগের প্রত্যেকটি ব্লগার মূল্যবান। সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ প্রতিটি ব্লগারের লেখাকে মূল্যায়ন করেন এবং ভালোবাসেন।

উক্ত পোস্টের উদ্দেশ্য ছিলো - ব্লগার রাজীব নুরকে লেখালেখিতে আগ্রহী করে ধরে রাখা ও সামহোয়্যারইন ব্লগের সকল ব্লগারবৃন্দের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা।

সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। নিরাপদ থাকুন।




২২| ১২ ই জুন, ২০২০ রাত ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:


আমাদের হিমু
ব্লগার রাজীব নুর বন্দী জীবন থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে শুভেচ্ছা।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: আমি দুঃখিত, আন্তরিক দুঃখিত।
এই পোষ্ট টির কথা আমি আসলেই ভুলে গিয়েছিলাম। এখন আর ভুলব না। আমি সেভ করে রাখলাম পোষ্টটি।
যে আমাকে ভালোবাসা দেখায়, একদম মন থেকে স্বচ্ছ পবিত্র ভালোবাসে- তার পায়ের কাছে বসে থাকতে আমার কোনো আপত্তি নাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ধুর পাগল,
রাজীব নুর ভাই, আপনি আমার প্রিয় মানুষ। আপনি লক্ষ্য করে থাকবেন মাত্র গতকালকের নতুন ব্লগার ও অল্প বয়সি ব্লগারকেও আমি ভাই বোন বলে সম্বোধন করি সম্মান করি। এখন তাঁরা যদি সেই সম্মান রক্ষা না করে আমার করণীয় কি? আমি তাদের থেকে দুরে থাকি এই যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.