নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
আমাদের ছোট নদী
- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।
আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।
ছবি ব্লগ
ছবি: Samsung Galaxy
কবিতা: আমাদের ছোট নদী
২| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৪
মেহবুবা বলেছেন: চেনা কবিতায় চমৎকার সব ছবির সংযোজন। এই নদীটার নাম কি?
৩| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৭
মায়াস্পর্শ বলেছেন: মনোমুগ্ধকর দৃশ্য। ধানের ক্ষেতের গন্ধে মন উতলা হয়ে যায়।
৪| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
কামাল১৮ বলেছেন: সুন্দর সব ছবি।
৫| ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:০৪
এম ডি মুসা বলেছেন: ভালো কবিতা। কবিতার ছন্দ আছে । নিয়ম মাফিক কবিতা। পুনশ্চ কাব্য কেবল গদ্য ছন্দ রচনা করে। এই ২০ শতকের নতুনদের ছন্দ হারা কাব্য হারা করছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর গদ্য ছন্দ বিরোধী আমি।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা অতিমনোরম।