![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
sometimes blue sometimes white sometimes black even red, even golden ! yes dear - its me - i am sky ! color your life, than your life will be colorful
গিরগিটি’র মতো যারা রং পাল্টিয়েছে তাদের জন্য কি বলার থাকতে পারে? ভয়ংকর বিষয় হচ্ছে, গিরগিটি’র বড় একটি অংশ - হারামী লীগ ও খাম্বাদলের নেতা কর্মী সদস্য পদ নিয়ে ভেড়ার চামড়া গায়ে দিয়ে লুকিয়ে ছিলো। এই গিরগিটি গুলো কতো বড় লম্পট হলে তাদের নিজ দলের অন্ধকার জগতের ট্রেইনিং নিয়ে ভিন্ন রাজনৈতিক দল সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি সহ ছাত্র ছাত্রী হয়ে সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকতে পারে!
গিরগিটি স্বরূপ মানুষ যারা, তাদের প্রধান একটি বৈশিষ্ট হচ্ছে “নিকট আত্মীয় ও ভাই বোনদের - অর্থ, সম্পত্তি, বাড়ি জমি দখল সহ আত্মসাৎ করা”। এরা মিথ্যুক প্রতারক, চরিত্রহীন ও লম্পট। এরা ধর্মের লেবাসে বেঁচে থাকে, এদের কোনো ধর্ম নেই। এরা হচ্ছে ধর্মের নামে কলংকিত ডাস্টবিনের কীট। অসংখ্য গিরগিটি প্রবাসে পালিয়ে আছে, সময় হলেই এরা দেশে চলে আসবে। নর্দমার কীট + হারামীলীগ + খাম্বাদল এরা হচ্ছে দেশের নষ্ট নর্দমা। এদের স্থান ডাস্টবিনে।
গিরগিটিগুলো দেশের একদল আমজনতা মানুষকে ব্যবহার করেছে। যারা ব্যবহৃত হয়েছে তাদের পরিচয় হচ্ছে “ছাই ফেলতে ভাঙ্গা কুলো’র” - সেই ভাঙ্গা কুলো’র মতো। এই মানুষগুলো সারা জীবন ব্যবহৃত হয়, যে যেইভাবে পারে তাদের ব্যবহার করে। বার বার ব্যবহার করে টয়লেট টিস্যুর মতো ছুড়ে ফেলে দেয়। এরা পরের দ্বারা ব্যবহৃত হতেই দুনিয়াতে এসেছে, এদের নিজস্ব কোনো চিন্তাবোধ ভালো মন্দ বিবেচনা বোধ নেই। এদের দ্বারা দেশের কতোবড় ক্ষতি হয়েছে সেই কান্ডজ্ঞান এদের কোনোদিন হবে না।
নিউজ তথ্য: - গিরগিটি
২| ০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ২:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টের বক্তব্য ঠিক বুঝলাম না।
আমি আরো বিশ্লেষণ আশা করেছিলাম।
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:২০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি যদি লেখা না বুঝেন, তাহলে আপনার জরিমানা করা উচিত।
৩| ০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪২
নকল কাক বলেছেন: গিরগিটির হাত থেকে মুক্তির উপায় কি হতে পারে
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপাতত উপায় নেই। হয়তো পাঁচ সাত বছর বা যুগ পেড়িয়ে যাবে।
৪| ০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৫৮
মেঠোপথ২৩ বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে। এই জঙ্গী নাটক রচনার পেছনে হাত আছে বিদেশে পালিয়ে থাকা টাকা পাচারকারীরা। প্রবাসে মানবতের জীবনযাপন করা অবৈ্ধ শ্রমিকদের ব্যবহার করেছে এরা বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারনা দেয়ার জন্য । অন্তবর্তী সরকারকে খুবই কঠোরভাবে হ্যন্ডেল করতে হবে এই ইস্যূ । মুশকিল হচ্ছে পররাস্ট্র উপদেষ্টা হচ্ছে পাচারকারী দলের লোক।
৫| ০৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৩৯
ওমর খাইয়াম বলেছেন:
আমরা কি এইসব জংগী ও জল্লাদদের থামাতে পারবো?
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
অসম্ভব। ৫৪ বছরের জমানো প্রতিশোধ আর ৫৪ বছরের সাজানো নীল নকশা কিভাবে থামাবেন?
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: এদের বংশবিস্তার হয় অন্ধকার জায়গায় : যেখানে সুশাসনের অভাব, পরমত সহিষ্ণুতার সংকট,আর উইক শিক্ষাব্যবস্থার মাধ্যমে
বেকার তৈরির কারখানা গড়ে ওঠে সেইসব জায়গাতেই এরা দ্রুত বাড়ে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই নর্দমার কীটদের
আতুরঘর ধ্বংস করার কোনো ক্ষমতা নেই।