নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..

তামান্না তাম্মি

এখানে দুজনে নির্জনে সাজাবো প্রেমেরও পৃথিবী পাখি শোনাবে যে গান সুরে ভরে দেবে প্রাণ ফুল দেবে ছড়িয়ে সুরভি তুমি আমি হয়ে যাবো একাকার প্রেম ছাড়া রবে না কিছু আর তুমি সূর্য তুমি চন্দ্র আমার দুটি নয়নে .....

তামান্না তাম্মি › বিস্তারিত পোস্টঃ

যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে........গান

২০ শে নভেম্বর, ২০১২ ভোর ৬:৪৭





যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে

আমার লেখা গানগুলো যা ছিল তোমার জন্যে,

যদি ভুলের বশে শুনতে ইচ্ছে করে

আমার গাওয়া গানগুলো যা ছিল তোমায় নিয়ে।



নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,

কেউ জানবে না যে ঘুমন্ত শহরে

তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।



আকশে তারা হয়ে দেব তোমায় আলো

যখন চারিদিক অমাবস্যায় কালো,

যদি মনের দুচোখ বেয়ে আসে চোখের জল

মুছে দেব শুধু স্মৃতি হয়ে মনের কষ্ট সব।



নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,

কোন এক সকালে কোন দূরদেশে

তুমি দেখবে আমার পায়ের চিহ্ন ঐ শুভ্র তুষারে।



আসবো ফিরে

তোমার কাছে,

চোখের ঐ জল

মুছে দিতে।



নিঝুম রাতে যখন পৃথিবী ঘুমিয়ে

তুমি মনের ভেতর শুনো গান চুপটি করে,

কেউ জানবে না যে ঘুমন্ত শহরে

তুমি ভাবছো বসে আমার কথা প্রতিটি মূর্হুতে।



আসবো ফিরে

তোমার কাছে,

চোখের ঐ জল

মুছে দিতে।



আসবো ফিরে

তোমার কাছে,

চোখের ঐ জল

মুছে দিতে।

যদি কোন দিন হঠাৎ করে পড়ে মনে (ব্যান্ড: অর্থহীন)

<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><>

তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে,

বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে।

মনে পরে শুধু তোমারই কথা,

তাই গাইছি আমি এ গান তোমায় নিয়ে!



মনে পরে সেই মিষ্টি সকাল মনে জাগে মোর আশা,

আসবে তুমি আমার কাছে নিয়ে ভালোবাসা!

মনে পরে যায় তোমার হাতের স্নিগ্ধ সেই স্পর্শ,

মনে পরে তুমি যে আমায় কত ভালোবাসো!



তাই আমি গাইছি এ গান তোমায় নিয়ে,

তেপান্তরের মাঠ পেরিয়ে নীল জোস্নাতে!



রাত যে শেষ হয়ে আসে তোমার কথা ভেবে,

মনের এই অস্থিরতা দূর হয় না যে।

ভাবছি আমি তোমার কথা ভাবছি একা বসে,

ভাবছি আমি কখন পাবো তোমায় খুব কাছে।



তাই আমি গাইছি এ গান তোমায় নিয়ে,

তেপান্তরের মাঠ পেরিয়ে নীল জোস্নাতে!



তেপান্তরের মাঠ পেরিয়ে (ব্যান্ড: অর্থহীন)

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৪

রাতুল_শাহ বলেছেন: :)

১০ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৮

তামান্না তাম্মি বলেছেন: B-)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

তপু১৬১০ বলেছেন: সাধারণ to the power n

৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

তপু১৬১০ বলেছেন: খুব ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.