![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে আমি https://www.facebook.com/rashed.khan.319 নিজের সম্পর্কে বলি। এখনো ব্যক্তি হইতে পারি নাই, তাই ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই। এক কথায় লুজার। আমার সাথে ঝগড়া কৈরা লাভ নাই, কারণ ঝগড়ার মায়েরে বাপ। আই লাভ ব্লগিং।
পড়ালেখার মাঝে মাঝে মানুষের লেখা পড়তেও ভাল্লাগে। কিছু কিছু লেখা পড়ি। কমেন্ট করতে মনে চায়। কিন্তু ওয়াচে আছি, বেইল পাই না। কারণ কি? সামুতে কি বয়স নিয়া কোন নিষেধ আছে? ১৮ বছর না হইলে ওয়াচ থিকা মুক্তি নাই এইরকম টাইপ।
লেখা প্রথম পাতাতেও যায় না। আরে বস, মানুষ যদি লেখা না পড়ে তাইলে লেইখা কি লাভ? কবি বলেছেন,
যখন আমার পায়ের ওপর পড়ল হা--তুড়ি
তখন তুমি বিষম খেলে, কইলা আমম--ছরি!
আমি কিন্তু হাসি দিলাম, 'না না, কিছু হয় নাই',
পায়ের দিকে চায়া দেখি, হাড্ডি আস্ত রয় নাই।
এহহে, কবিতার সাথে টপিক মিল খাইল না দেখা যায়! যাই হোক, কথা হইল প্রথম পোস্ট দিসিলাম মে'র ১৫ তারিখে, আইজকা জুলাইয়ের ২০ তারিখ। এই পোলা মুক্তি চায়। আমি কারো ডবোল এজেন্ট না। সায়ানাইড জীবনে চক্ষে দেখি নাই। অ্যামবুশ-ট্যামবুশ কখনো করিনাই। সুতরাং আমারে লিখতে দেন। মাসে মাসে চার-পাঁচটা পোস্ট দিমু, মন্তব্য করুম- এই, আর কিসুনা।
আমারে ওয়াচে রাখা আর দুই ট্যাকা দিয়া পাব্লিক টয়লেটে ঢুইকা দশ মিনিট কাটান একই কথা- কাজটা করার অধিকার আছে, কিন্তু করলে আরেক জন নিরীহ পোলার প্যান্ট ভিজা যাইতে পারে। অতি শরমের কথা। সামু-রে আমি শরম দিতে চাই না।
তাই, প্রিয় মডু, (হেহে মডু লেখবার গিয়া মদু লেইখা ফালাইছিলাম), আমারে মুক্তি দেন। আপ্নের সাত দিন কবে ফুরাইব আমি জানতে চাই।
বি.দ্র.: আমার ব্লগ এখন পর্যন্ত দুইজন ভাল লোক দেখছেন
১. হাসান মাহবুব,
২. প্রোফেসর শঙ্কু।
আপ্নেরা যদি মডু হইয়া থাকেন তাইলে ওয়াচ বাতিল করেন, নইলে সবাইরে কয়া দিমু আপ্নেরা মডু।
২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
আমিজমিদার বলেছেন: আরও দেখছেন
কান্ডারী অথর্ব
শান্তির দেবদূত
ইনাদের থাঙ্কু।
৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ২:২১
মাক্স বলেছেন: আমিও দেইখ্যা গেলাম
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
আমিজমিদার বলেছেন: @মাক্স, থাঙ্কু ভাই, আপ্নে ইতিহাসের পেটে স্মরণীয় হইয়া থাকপেন
৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭
আমিনুর রহমান বলেছেন: আমিও দেইখ্যা গেলাম
২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৮
আমিজমিদার বলেছেন: ইসস, আপ্নেরা কত ভালু
মডারেটর পদে খারায়া দেখেন, আই প্রমিস ভোট আপ্নেরেই দিমু!
৫| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫১
আমিজমিদার বলেছেন: সম্প্রতি ব্লগ দেকছেন - মুক্তকণ্ঠ।
অ.ট.- হুদাহুদি কমেন্ট করতে বিয়াপুক মজা!
৬| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬
আমিনুর রহমান বলেছেন:
মডারেটরকে দেয়া গালিগুলি যদি আপনার হয় তাইলে আমি দাড়াইতে চাই
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪
আমিজমিদার বলেছেন: দাঁড়ানো থেকে যদি ভালু কিছু হয়, তাহলে দাঁড়ানো- ভালু!
(আমি পিচ্চি পোলাপান, তুমি বইলা ডাক দিলেই খুশি!)
৭| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
আমিজমিদার বলেছেন: ইয়েসস...সেফ হইলাম!!!!
মডারেটরগো সশ্রদ্ধ চুম্বন (গালে! গালে!!)
৮| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
মাহমুদ০০৭ বলেছেন: আমিজমিদার - কোন জায়গার ?
জমিদার দর্শনে ধন্য হলাম ।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৬
আমিজমিদার বলেছেন: অমরাবতী!
থ্যাংকস, ব্রো।
৯| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪০
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আমি শুধু ব্লগ দেখলামই না, লগে মন্তব্য ও কইরা গেলাম।
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৮
আমিজমিদার বলেছেন: ওররে, আমি তো কৃতজ্ঞ হয়া গেলাম
তেংস।
১০| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
সুস্মিতা শ্যামা বলেছেন: Khub moja kore likhechen. Tobe apni montobbo korte parchen jehetu lekhao ekhon prothom patai ashche, Tate kono shondeho nei. Ovinondon!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
আমিজমিদার বলেছেন: ইয়েস....মডারেটরগো প্রতি ভালোবাসা!
আমার ব্লগে আসার জন্য তেংস, আপি!
১১| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১
পরিবেশ বন্ধু বলেছেন: সেটা যেন কি > ভিজিট করে গেলাম
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
আমিজমিদার বলেছেন: ফি দিতে হইব?
১২| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১১
স্বপ্নবাজ অভি বলেছেন: মুক্তি পাইছেন তো মনে হয়!
শুভেচ্ছা! এবার ভালো ভালো পোষ্ট দেন আর কমেন্ট করার সুযোগ কাজে লাগান!
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৭
আমিজমিদার বলেছেন: ভালো কথা কইছেন বস। পোস্ট একটা দিমু অতি শিঘ্র।
১৩| ২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: বুঝলাম না, মুক্ত হইয়া দেখি লেখালেখি বন কইরা দিলেন। না লেখলে চলবো কেমনে?
১৪| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ মুক্তি দিবস, এবং অভিনন্দন ব্লগে আপনার পদচারণা খুব আনন্দময় হোক- কামনা থাকলো।
১৫| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৩৮
আমিজমিদার বলেছেন: উদাসী আর ধুলোবালি ভাই, thank you for reading my post. I've been stripped of my internet facility due to the HALF Yearly exam. It ends in 11 dec (hopefully)...then I'll post a new blog...
Till then...aye caramba!
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০
আমিজমিদার বলেছেন: ঋণাত্মক তড়িৎদ্বার নামে একজন দেখছেন মাই ব্লগ। তারেও থাঙ্কু।