নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি স্টিল মাই বিটীং হার্ট

ধুম ধাম পুট পাট পটাস

আমিজমিদার

ফেসবুকে আমি https://www.facebook.com/rashed.khan.319 নিজের সম্পর্কে বলি। এখনো ব্যক্তি হইতে পারি নাই, তাই ব্যক্তিগত জীবন বলতে কিছু নাই। এক কথায় লুজার। আমার সাথে ঝগড়া কৈরা লাভ নাই, কারণ ঝগড়ার মায়েরে বাপ। আই লাভ ব্লগিং।

আমিজমিদার › বিস্তারিত পোস্টঃ

জরিপ- আপনার ১ মাসের ইন্টারনেট খরচ কত?

২৬ শে মে, ২০১৫ রাত ৯:৪৪

প্রিয় পাঠক,

আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। মোবাইলে ইউজার অনেক বেশি, মোবাইলের সিমের সাহায্যে পিসি/ল্যাপটপে নেট চালান এমন মানুষও আছেন অনেক। কিন্তু ব্রডব্যান্ড ব্যবহারকারির সংখ্যাও তাই বলে কম নয়। কেউ ৫১২ কেবিপিএস কানেকশনে চালান, কেউ ১ এমবিপিএস, কেউ আরও বেশি। কেউ মাসে ৮০০ টাকা দেন, কেউ ১০০০। এরকম ব্যাপার নিয়ে ব্লগবাসীর একটা জরিপ করতে চাইছি। আমার তথ্যটাই আগে দিই।

কানেকশন টাইপঃ ৫১২ কেবিপিএস
খরচঃ ৯০০ টাকা
সার্ভার ডাউনলোড স্পিডঃ ১.৫ এমবিপিএস
সাধারণ ডাউনলোড স্পিডঃ ৬০ কেবিপিএস :(

আমার নেট কানেকশনে সাধারণ ডাউনলোড স্পিডটা অনেক কম কম লাগে। ৩০০-৪০০ কেবিপিএস হৈলে যুত-মতন মনে হৈত!

আপনার তথ্য দিয়েও সাহায্য করবেন আশা করে রইলাম। ২০টার মত ইনপুট পেলেই জরিপের ফলাফল পোস্টে এড করে দিব :)

ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৫ রাত ৯:৫৩

বিজ্ঞান মনস্ক বলেছেন: আমি হলের ফাও ইন্টারনেট চালাই।কোন টাকা লাগে না তয় স্পিড দেখলে কান্দন আসে।

২৬ শে মে, ২০১৫ রাত ১১:০৯

আমিজমিদার বলেছেন: হাহাহা :)

২| ২৭ শে মে, ২০১৫ সকাল ১০:৩৯

রাঘব বোয়াল বলেছেন: দুইটা টেলিটক সিম রাখছি (একটা আগামি আরেকটা বর্নমালা) ।একটা মোবাইল এর জন্য আরেকটা কম্পুর জন্য। মাসিক খরচ দুইটা মিলা ৬০০ টাকার আশেপাশে B-)

২৭ শে মে, ২০১৫ রাত ১০:৩৩

আমিজমিদার বলেছেন: পুরাই বাঙালি নেট ইউজার! ব্রাভো ব্রাভো :)

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৯

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

আমিজমিদার বলেছেন: আসে নারে ভাই, বছরে একটা কৈরা পোস্ট দিমু ভাবতাসি :)

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

নতুন বলেছেন: কানেকশন টাইপঃ ৮ এমবিপিএস
খরচঃ ৪২০০ টাকা ( ২জনে ভাগে পে করি...তাই খরচা অধে`ক ;:)
সার্ভার ডাউনলোড স্পিডঃ ৮ এমবিপিএস
সাধারণ ডাউনলোড স্পিডঃ ১ এমবিপিএস

দেশে আসলে টেলিটক, গ্রামীন.... স্পিডে কান্দন আসে..

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

আমিজমিদার বলেছেন: কি শুনাইলেন ম্যান! আপ্সুস আপ্সুস :(

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

দিশেহারা আমি বলেছেন: আমারটা প্যাকেজের সবচেয়ে কমদামী। বাৎসরিক ৭০০০ টাকা।

দেশে গেলে সবই চালাইয়া দেখি। স্পিডে কান্দন আসে.. :(

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩

আমিজমিদার বলেছেন: আল্লাগো। নেট চালান বাদ দিয়া কলাগাছের ভেলা চালাইগা /:) :((

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


আমার খরচটা একটু বেশী, অফিসের কাজও করতে হয়, সাড়ে ৩ হাজার টাকা।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪১

আমিজমিদার বলেছেন: কর্পোরেট কানেকশনে মজা আছে।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: আমারটা ১০০০ টাকা। ১ এমবিপিএস। :(

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

আমিজমিদার বলেছেন: ব্রডব্যান্ডের দাম নাকি কমবো শুঞ্ছিলাম। কই দেখি না ত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.