নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

সচেতনাতামূলক পোষ্ট: ঈদে বাড়ি যাবেন। বড় পুকুর ও নদীতে গোশল থেকে সাবধান।

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০৩

ঈদের সময় পত্রিকায় প্রায়ই দেখা যায় পাতিতে ডুবে মারা যাবার খবর।

আমরা একটু সচেতন হলে এই খবরটা থেকে এড়িয়ে যেতে পারি।

আমরা যারা শহরে বসবাস করি। তারা গাড়ি ছাড়া চলা য়ফেরা করি না।

দৈহিক পরিশ্রম করি না বললেই চলে। তাই আমাদের শরির অল্প পরিশ্রমে হাপিয়ে ওঠে। আর বেশি দৈহিক পরিশ্রম করলে অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে।

আমাদের শৈশব কেটেছে গ্রামে। বড় পুকুর আর নদী সতরে পার হওয়ার অভিজ্ঞতা আছে সবার। আর সেই স্মৃতি আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়ে আছে।



গ্রামের সেই নদী পুকুর আছে। আর আমাদের মস্তিষ্কে আছে পুকুর পার হওয়া আর নদীর মাঝ খানে যাওয়া স্থায়ী স্মৃতি। শুধু নাই দৈহিক পুরশ্রম করার সামর্থ। যাকে বলে স্টামিনা।



ফলাফল আমরা মাঝ নদীতে গিয়ে ফিরে আসতে পারি না। অজ্ঞান হয়ে যাই নয়ত অতি ক্লান্ত হয়ে ডুবে মরি। আমরা একটু সচেতন হলে এই অনাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারি।



সবার কাছে অনুরোধ। বর্ষার নদী বা ভরা পুকুর দেখে অতি রোমান্টিক হবেন না। নদীতে গোসল করতে গেলে মাঝ নধীতে যাবেন না। বড় পুকুরেও সাতরে পার হওয়ার চেষ্টা করবেন না।



সবাই সহিসালমতে শহরে ফিরে আসুন। দেখা হবে আবার। আগাম ঈদ মুবারক।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট ভ্রাতা ++++++

২| ২২ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

ভিটামিন সি বলেছেন: পিলাচ লন।

৩| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৮:৫১

আহমেদ জী এস বলেছেন: দ্যা আহমেদ মামুন ,




এমূহুর্তের সবচে' প্রয়োজনীয় সতর্কতার কথা বলেছেন ।

এজাতীয় সতর্কবাণী , মনে হয় স্টিকি থাকলে ভালো হোত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.