![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই তার হাতের লেখা সুন্দর কতে চায়। আমার নিজের হাতের লেখাও সুন্দর ছিল না আগে কিন্তু চেষ্টা করাতে এটা সাইজে এসেছে। নিচে কিছু টিউটরিয়াল দিলাম ভিডিও সহ।
নিচে কিছু টিপস দেয়া হলঃ
১. পরিষ্কার করে বর্ণ লিখতে চেষ্টা করুন। যেন বর্ণ দেখে বুঝা যায় এটা কোন বর্ণ।
২. শব্দ লেখার সময় বর্ণগুলো ফাঁকা করে না লিখে ঘন করে লিখুন।
৩. বাক্য লেখার সময় শব্দের মাঝে অন্তত দুই বর্ণ পরিমাণ ফাঁকা জায়গা রাখুন। যাতে শব্দগুলো পরস্পর লেগে না যায়। শব্দ পরস্পর লেগে গেলে বাক্য বোঝা যায় না।
৪. প্রতিটি বর্ণ একই আয়তনের লিখতে চেষ্টা করুন। লেখার মাঝে ছোট-বড় বর্ণ লিখলে তা দেখতে খারাপ লাগে।
৫. লেখার মাঝে যদি কোন ভুল ধরা পড়ে তাহলে উল্টা-পাল্টাভাবে না কেটে শব্দের মাঝে সমানভাবে একটি দাগ দিয়ে কেটে ফেলুন। তারপর পাশেই শব্দটি শুদ্ধ করে আবার লেখুন।
৬. প্রতিটি শব্দ খুব যত্নের সঙ্গে লিখতে হবে।
৭. লেখার সময় কলমটা এমনভাবে ধরতে হবে যাতে করে লেখার সময় কোন সমস্যা সৃষ্টি না হয়।
৮. হাতের লেখা সুন্দর হওয়ার ক্ষেত্রে পছন্দের কলম কিংবা প্রেন্সিলও অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তাই লেখার সময় পছন্দের কলম কিংবা প্রেন্সিল ব্যবহার করুন।
৯. প্রথমত আস্তে আস্তে লেখার অভ্যাস করুন। যখন বর্ণগুলো আপনার আয়ত্তে চলে আসবে তখন দ্রুত লেখার চেষ্টা করুন।
১০. লেখার সময় মার্জিন যেন বাঁকা-তেড়া না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
১১. লেখার স্টাইল বা ধরন একই রকম রাখতে হবে। লেখার মাঝে ধরন পরিবর্তন করলে দেখতে বাজে লাগে।
বইঃ
নিচের দুটি বই ও আপনারা পড়তে পারেন
১. Baggett, Bart A -- Change Your Handwriting - Change Your Life - Grapho-Therapy Workbook
২. The Complete Book of Handwriting
মেটেরিয়াল:
এখান হতে কিছু পেতে পারেন
নিচের বিজ্ঞাপন দেখতে পেলাম প্রথম আলোতে
“সুন্দর হাতের লেখা একজন শিক্ষার্থীর বেশি নম্বর পাওয়ার সহায়ক। এ কারণে পড়া ভালো হওয়ার সঙ্গে লেখাও সুন্দর হতে হবে। সুন্দর হাতের লেখা আয়ত্ত করার নিয়ম তৈরি করেছেন বাংলাদেশ শিশু একাডেমী হাতের লেখা বিভাগের প্রধান প্রশিক্ষক জারিফ। সপ্তাহে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত দুজনের ব্যাচে এক ঘণ্টা করে ক্লাস চলে। প্লে-কেজি টুর ৩০টি ক্লাস, প্রথম-পঞ্চম শ্রেণীর ২৪টি ক্লাস, ষষ্ঠ-দশম শ্রেণীর ২০টি ক্লাস এবং একাদশ-তদূর্ধ্ব শ্রেণীর ১৬টি ক্লাস নেওয়া হবে। ক্লাসগুলো এক থেকে তিন মাসের মধ্যে সপ্তাহে যেকোনো দিন সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে নেওয়ার ব্যবস্থা করা হবে। ফ্যামিলি প্যাকেজে, স্পেশাল পাঠদান এবং ২০০ ঘণ্টার টিচারস প্রশিক্ষণের ব্যবস্থাও আছে। যোগাযোগ: থ্রি ফিংগারস হ্যান্ড রাইটিং ডেভলপমেন্ট একাডেমি, ৭৬ গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা। ফোন: ৯১৩৬৮৯৬, ০১৭১১৯৫৭২৮৯”
এখানেও কোর্স করতে পারেন
ছোটদের হাতের লিখা (বাংলায়):
১. লিংক
২. লিংক
নিচের ভিডিও সিরিজ টাও দেখতে পারেন - খুবই ভাল লেগেছে আমার কাছে
১. কিভাবে হাতের লেখা উন্নতি করবেন
লিংক
২. প্রস্তুত করুন হাতের লেখা অনুশীলন করার জায়গা
লিংক
৩. হাতের লেখা অনুশীলন
লিংক
৪. কিছু প্রয়োজনিয় জিনিষ হাতের লেখার জন্য
লিংক
৫. ফাইন মোটর মুভমেন্ট হাতের লেখার
লিংক
৬. হাতের মুভমেন্ট
লিংক
৭. কিভাবে ঠিক করবেন গতানুগতিক কার্সিভ
লিংক
৮. সাধারণ হাতের লেখার সম্যসার সমাধান
লিংক
৯. নিজের হাতের লেখা তৈরী
লিংক
রেফারেন্স:
১. লিংক
২. লিংক
৩. লিংক
৪. লিংক
৫. লিংক
২| ২৪ শে মে, ২০১০ সকাল ৯:৫২
শ্রীমান বলেছেন:
এইডাতো পুরাই স্কুল... ভাইজান কি আবার বেতন দাবী করবেন?
পুন: যাদের হার্ট দূর্বল তাদরে কখনই হাতের লিখা সুন্দর হবে না। (ডাক্তরে কইসে)
৩| ২৪ শে মে, ২০১০ সকাল ৯:৫৪
অর্ফিয়াস বলেছেন: আমার হাতের লেখার অবস্থা বড়ই করুন। এ বয়সে সুন্দর করার কোন উপায়ও দেখছি না।
৪| ২৪ শে মে, ২০১০ সকাল ১০:০২
রাগিব বলেছেন: আমার হাতের লেখা অতি জঘন্য। তবে পরীক্ষার সময়ে বিশেষ পদ্ধতিতে লেখায় লেখা ভালো না হলেও অপাঠ্য থাকেনি। কাজেই সেটা সমস্যা করেনি। আমার অভিজ্ঞতা অনুসারে সুন্দর হাতের লেখায় হাবিজাবি লিখলেও বেশি নম্বর পাওয়া যায় না। আর একেবারে অপাঠ্য না হলে বাজে কিন্তু সঠিক লেখাকে পরীক্ষকেরাও নম্বর ঠিক মতোই দেন।
৫| ২৪ শে মে, ২০১০ সকাল ১০:০৭
হেমায়েতপুরী বলেছেন: হাতের লেখা অতিসুন্দর হওয়ার কি দরকার? দরকার যেটা সেইটা হইলো পরিচ্ছন্ন লেখা...
যাইক্গা পোস্ট ভালৈচে।
৬| ২৪ শে মে, ২০১০ সকাল ১০:০৯
দ্যা ডেডলক বলেছেন: আপনারা কি সামু থেকে ভিডিও টি দেখতে পারছেন , আমি পারছি না , খালি সাদা হয়ে রয়েছে ভিডিও টির জায়গা টি
৭| ২৪ শে মে, ২০১০ সকাল ১১:০৯
ঘাসফুল বলেছেন: আমিও ভিডু দেখতে পারছিনা...
৮| ২৪ শে মে, ২০১০ দুপুর ১:০৮
তারিক মাহমুদ (তারিক) বলেছেন: আমার হাতের লেখা খুব খারাপ!
৯| ২৪ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১২
জানতে চাই ও জানাতে চাই বলেছেন: দারুন পোস্ট ।
১০| ০৩ রা জুন, ২০১০ রাত ১০:২০
জবরুল আলম সুমন বলেছেন: শ্রীমান বলেছেন:
পুন: যাদের হার্ট দূর্বল তাদরে কখনই হাতের লিখা সুন্দর হবে না। (ডাক্তরে কইসে)
তাইলে কি সব ডাক্তারদেরই হার্ট দূর্বল ?
০৩ রা জুন, ২০১০ রাত ১০:৪৫
দ্যা ডেডলক বলেছেন: জটিল কথা বলেছেন
১১| ২২ শে জুন, ২০১০ রাত ১:২৯
বাবুনি সুপ্তি বলেছেন: আমি কলেজে আমার হাতের লেখা পালটে ফেলেছিলাম। অনেক সুন্দর হয়ে গিয়েছিল। কিন্তু না লিখে লিখে এখন আবার পঁচা হয়ে গেছে।
১২| ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:৫৫
হাসান খা বলেছেন: +++++
১৩| ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ২:২১
এইচ, এম, পারভেজ বলেছেন: good post.
১৪| ১০ ই আগস্ট, ২০১০ দুপুর ২:৪৬
শেখ ইরফান বলেছেন: thank u
১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৪০
মুভি পাগল বলেছেন: ngjs
১৬| ২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৪০
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: ++++++++++++
প্রিয়তে।
১৭| ২৫ শে জুন, ২০১১ বিকাল ৩:৪৭
সীমানা পেরিয়ে বলেছেন: +++ tcvfgd jbsmbc....
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৪
আশকারি রহমান বলেছেন: আমি কোর্স করছিলাম .
জিজ্ষেষ করলাম । 'স্যার লেখার লাইন কেমনে সোগি করমু"
স্যার এ বলে" প্রথমে প্রথম লাইন সোজা করবা। । তারপর ১ম লাইন দেকে ২য় লািন সোজা করবা।"
আমি জিগাই"স্যার ১ম লাইন কেমনে সোজা করবো।?
স্যার ার কিছয় কয়না
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৭
সাইদুর রহমান সেতু বলেছেন: ভালোই.....দেখি কাজে দেয় কিনু....যদিও আমার লেখা এমনিতেই সুন্দর..
২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৬
জারনো বলেছেন:
আমার লেখা অনেক সুন্দর
২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:২১
কয়েস সামী বলেছেন: valo post
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: মা-শা-আল্লাহ আমার হাতের লেখা নিয়ে আমি গর্ব করতে পারি কিন্তু তার মানে কি আমার হার্ট কঠিণ টাইপ এর !!! হায় হায় হায়...
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১০ সকাল ৯:৫২
শিরীষ বলেছেন:
গুড পোস্ট+++++