![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডোমেইন কি? ডোমেইন ইংরেজি শব্দ যার বাংলা অর্থ স্থান। আপনি যদি একটি ওয়েবসাইট খুলতে চান তবে ইন্টারনেটে আপনাকে একটি স্থান তথা ডোমেইন কিনতে হবে। আপনার অফিসে যদি কেউ আসতে চায়, তবে তাকে এর ঠিকানা জানতে হবে । ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটা হচ্ছে তার নাম যাকে বলা হয় ডোমেইন নেম । এই ডোমেইন নেমই আপনার ওয়েবসাইটকে অনন্যভাবে আইডেন্টিফাই করবে । বিশ্বের সবাই ওয়েবসাইটটিকে চিনবে এবং একসেস করবে এ নাম ব্যবহার করে ।
যেমন দরুন প্রত্যেক মানুষের একটি নাম আছে । এই নামেই তার পরিচয় বহন করে থাকে । ডোমেইন নেম অনেকটা মানুষের নামের মতই । ডোমেইন নেম এবং মানুষের নামের মদ্ধে পার্থক্য হচ্ছে মানুষের নাম ইউনিক নয় অর্থাৎ একটি নাম একাধিক মানুষের থাকে । কিন্তু ডোমেইন নেম সম্পূর্ণ ইউনিক অর্থাৎ একটি ডোমেইন পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, ঠিক মোবাইল নাম্বারটাকে উধাহরন হিসেবে দেখতে পারেন, যেমন আপনার ফোন নাম্বারের সাথে আর কারো নাম্বারের হুবাহু মিল নেই । ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইট এর ঠিকানা । যার মাধ্যমে, ব্যবহারকারী আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে । যেমন উদাহরন হিসেবে দেখতে পারেন thenhost.com একটি ডোমেইন নেম । আবার ডোমেইন নেম এর পরিবর্তে আইপি এড্রেস ব্যবহার করেও আপনার ওয়েব সাইটে প্রেবেশ করতে পারবে বা যে কোন ওয়েব সাইট ভিজিট করা যায় । আইপি এড্রেস সাধারণত সংখ্যায় থাকে ।
হোস্টিং কি? বেশির ভাগ লোকই ডোমেইন কি তা জানে তবে হোস্টিং কি তা বুঝতে পারে না। আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে। আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি। কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন। সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ।বেশির ভাগ লোকই ডোমেইন কি তা জানে (আপনি যদি না জানেন তাহলে এই পোষ্টটি দেখুন) তবে হোস্টিং কি তা বুঝতে পারে না। আপনি যদি একটি ডোমেইন কিনেন অবশ্যই তার জন্য একটি হোস্টিং কিনতে হবে। আপনি একটি ডোমেইন কিনলেন মানে ইন্টারনেটে আপনি একটি স্থান কিনলেন, এখন আপনার ডোমেইনটিকে ২৪/৭ অনলাইনে রাখতে হবে। এর জন্য দরকার আপনার হোস্টিং কোম্পানি। কোন তথ্যকে অন্যের কাছে তুলে ধরার সবচেয়ে জনপ্রিয় ও সহজ মাধ্যম হচ্ছে ওয়েবসাইট। আজকের কম্পিউটার ব্যবহারকারী মাত্রই ওয়েবসাইট সম্পর্কে অবগত আছেন। সহজ ভাষায় বলা যায়, ওয়েবসাইট হল আপনার তথ্যকে অন্যের সামনে উপস্থাপন করার রাস্তা- সেটা টেক্সট বা মাল্টিমিডিয়া (যেমনঃ ছবি, অডিও বা ভিডিও) যে কোন ধরনের হতে পারে। ওয়েবসাইটে সেগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা ওয়েব ডেভেলপারের কাজ। আর আপনার ওয়েবসাইটটি অন্যদের দেখার জন্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত ।
হেস্টিং কয়েক ধরনের হতে পারে যেমন:
◾️ Shared Hosting
◾️ Dedicated Hosting
◾️ Virtual Private Server
শেয়ার্ড হোস্টিংয়ের দাম:
◾️স্টার্টার প্লান: ১৫০০/- টাকা প্রতি বছর। [প্রথম বছর ১টি ডোমেইন ফ্রি]
◾️ বিজনেস প্লান: ৩৫০০/- টাকা প্রতি বছর। [প্রথম বছর ১টি ডোমেইন ফ্রি]
◾️ প্রফেশনাল প্লান: ৪৫০০/- টাকা প্রতি বছর। [প্রথম বছর ১টি ডোমেইন ফ্রি]
◾️ই-কমার্স প্লান: ৭৫০০/- টাকা প্রতি বছর। [প্রথম বছর ১টি ডোমেইন ফ্রি]
ওয়েব হোস্টিং প্লান দেখতে ভিজিট করুন: https://www.thenhost.com/
কেন দি এন হোস্ট থেকে কিনবেন?
◼ TheNHost এর বিশেষ ফ্রি ডোমেইন অফার সকলের জন্য। ফ্রি ডোমেইন অফারটি বর্তমানে ৭৫০+ জন এর ও বেশি গ্রাহক ব্যবহার করছেন। ফ্রি .COM .NET .ORG .INFO .BIZ ডোমেইন শুধুমাত্র প্রথম বছরের জন্য প্রযোজ্য। তাদের দুইটি গুরুত্বপূর্ন হোস্টিং Regular Hosting, WordPress Hosting এবং Amazon Affiliate Hosting এর সাথে এই অফারটি গ্রাহকরা উপভোগ করছেন। অফারটি অনেকদিন থেকেই চলছে এবং এটা চলবে THE N HOST কতৃপক্ষ দ্বিতীয় ঘোষণা না দেয়া পর্যন্ত।
◼ ডোমেইন কন্ট্রোলার : খুব সহজে আপনি TheNHost এর ডোমেইন কন্ট্রোলার ব্যবহার করতে পারবেন। যা অন্য অনেক কোম্পানি আপনাকে দিবে না।
◼ সি প্যানেল : হোস্টিং এর জন্য রয়েছে সি-প্যানেল, ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, পিএইসপি সহ অন্যান্য CMS ব্যবহারের সুবিধা।
◼ USA সার্ভার : TheNHost এর সার্ভার আমরেকিার মিশিগান শহরে অবস্থিত।
◼ RAID 1 Protection : এই সার্ভারে রেইড ওয়ান প্রযুক্তি ব্যবহার করা হয়।
◼ DDOS Protection : TheNHost এর সার্ভার DDOS Protection যুক্ত নেটওয়ার্ক ব্যবস্থার অন্তর্ভুক্ত।
◼ আপ টাইম : এদের রয়েছে ৯৯.৯৯% এর ও বেশি সার্ভার আপটাইম।
◼ কাস্টমার রিলেশনশিপ : TheNHost ১০০% কাস্টমার সেটিসফেকশন পদ্ধতি অবলম্বন করে।
◼ মানি ব্যাক গ্যারান্টি : TheNHost ৩০ দিন মানিব্যক গ্যারান্টি দিয়ে থাকে, শুধুমাত্র হোস্টিং এর ক্ষেত্রে।
আশা করি ফ্রি ডোমেই নিয়ে সহজে আপনার সাইট শুরু করতে পারবেন।
©somewhere in net ltd.