![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লিখি, কবিতা লিখি। জঘন্যসব গল্প-কবিতা। কোথাও ছাপাই না, ব্লগেও না।
(আমার নিজস্ব লেখা। সময় নিয়ে পড়বেন এবং খুবই সুচিন্তিত মতামত জানাবেন। প্লিজ কেউ গালি দিবেন না। নাস্তিক বা জঙ্গিও বলবেন না।)
আমাদের বাঙালি মুসলমানদের ভবিষ্যৎ খুব একটা ভাল না।
কারন আমরা এখন পর্যন্ত এটাই ঠিক করতে পারিনি আমরা আসলে কি?
আজ থেকে হাজার বছর আগে আমদের পূর্বপুরুষদের মনে হল যে আমরা নিচু জাত। উঁচু জাতের ব্রাহ্মণরা আমাদের দাম দেয়না, তারা আমাদের শোষণ করে। সুতরাং সত্য ধর্ম গ্রহণ করা উচিৎ। তাই মুসলমান হওয়া শুরু করলো।
যখন ইংরেজ আসলো তখন আমাদের ভাব এমন "ক্ষমতায় কে আসলো বা গেলো তাতে আমাদের কি? আমরা তো খাই চাষ করে।"
"৪৭ আসতে আসতে আমরা আবিষ্কার করলাম আমরা পাক্কা মুসলমান। হিন্দুদের সাথে এই কয়েকশো বছর থাকলাম ঠিক আছে, কিন্তু এখন আর সম্ভব নয়। আলাদা রাস্ট্র দরকার। "টু নেশন" এর ভিত্তিতে আমরা তৈরি করলাম পাকিস্তান। সেই সাধের পাকিস্তান ২৩ বছর এর শিশুকাল না পেরোতেই আমাদের হঠাৎ মনে হলো "আমরা আসলে বাঙালি। পাকিস্তানি মুসলমানদের সাথে আমাদের আর চলছে না।আমাদের দরকার নিজের দেশ।"
ফলস্বরূপ "৭১ এ দেশকে আবার দুই টুকরো করে তৈরি করলাম বাংলাদেশ।
আহা! সাধের বাংলাদেশ। স্বপ্নের দেশ। ৪ বছর নাই পেরোতেই দেশের সুপ্রিম লিডারের মর্মান্তিক পতন ঘটলো। চশমা পড়া এক ভদ্রলোক আসলেন। আমরা আবার বলা শুরু করলাম " নাহ রে ভাই। আমরা আসলে বাংলাদেশি"।
তারপর থেকে প্রায় ৪২ বছর কেটে গেছে। ইংরেজরা যাওয়ার পর থেকে দেশ কয়েক টুকরো হয়েছে। কিন্তু আমরা আমাদের পরিচয় আজো খুজে পেলাম না।
এখনো নির্বাচন আসলে একদল দু'হাতে টাকা কামায়, তো অন্যদল জমি বিক্রি করে জামিন নিতে হাইকোর্ট যায়।
যে ভাষার ভিত্তিতে নাকি দেশ গঠিত হলো সেই বাংলার ব্যবহার কই? ইংরেজি ছাড়া তো কিছুরই দাম নাই। যে উর্দুর বিরুদ্ধে আমরা জীবন দিলাম, তারই জাতভাই হিন্দি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। একদম বেডরুমে, বুকের কাছে।
আরেকখান শেষ কথা কইয়া যাই, যদিও কওয়া উচিৎ নয়। (আমারও প্রাণের ভয় আছে)
যে গণতন্ত্রের জন্য নাকি আমরা যুদ্ধ করে নতুন দেশ বানালাম, ইয়াহিয়ার গুষ্টি উদ্ধার করলাম। এখনো কোটি কোটি শিক্ষার্থী তাদের পাঠ্যবইয়ে, পরীক্ষার খাতায় একই কাজ করেই চলছে, সেই গণতন্ত্র কোথায়???
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৫
আখ্যাত বলেছেন:
"টু নেশন" থিওরিকে আপনি সমালোচনা করলেন?
আপনি বঙ্গবন্ধুকেই সমালোচনা করলেন।
কারণ তিনিও তখন এই থিওরির প্রচারক ছিলেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
রাজীব নুর বলেছেন: আপনি ও বিরাট পন্ডিত।