![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul
মেঘ
হাতের মুঠোয় অরণ্য এবং অন্ধকার । দৃষ্টি-সুদূর - ছায়াচ্ছন্ন পাখি , অতল চোখে বিষণ্ণতা । আমি হেঁটে হেঁটে পার হয়ে যাই একটা মনোটোনাস দুপুর ; রৌদ্র-শায়িত ঘাস-বাগান । বুকের গভীর থেকে বেরিয়ে আসে হলুদ পাখির দীর্ঘশ্বাস ; উড়ে যায় অনির্দিষ্ট দিকে - ধূসরতায় । আমি হাটি , আমি দৌড়াই , আমি থামি । সে আমার পিছু পিছু আসে ,
- ও দাদা , কয়েকটা ফুল নেন না !
আমি দেখি - উজ্জ্বল দুপুরটা ধীরে ধীরে গলে যাচ্ছে মোমের মত , অদূরে রঙ্গন-গাছটা ক্রমশ রূপান্তরিত হচ্ছে মেঘে – ধোঁয়াশা । এখনই কি বৃষ্টি হবে , ধেয়ে আসবে সুদীর্ঘ-প্রাচীন ঝড় ? হায় ! , একটা শীতল পুকুর খুঁজতে এসে কোথায় যে হারিয়ে গেলাম !
- ফুল ? কি ফুল ?
সে আমার হাতে একগুচ্ছ রজনীগন্ধা ফুল ধরিয়ে দিয়ে চলে যায় । আর আমি জ্বরগ্রস্তের মত কাঁপতে থাকি । হাতের মুঠোয় ফুলগুলো ক্রমশ উত্তপ্ত হতে থাকে । উত্তপ্ত হতে হতে সেগুলো হয়ে যায় – কয়েকটি বালিহাঁস । আমি ছুড়ে ফেলি । বালিহাঁসগুলো অস্ফুটে বলে – ব্যথা । তারপর পাখা মেলে উড়ে যায় । আর আমি একটি মনোরম ভোরের অপেক্ষায় সেখানেই ঘুমিয়ে পড়ি ।
ফুল
প্রতিটি অনিন্দ্যসুন্দর ভোরে আমি আসলে একজোড়া নূপুরের শব্দ শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকতাম । আমাদের ঘরের পেছনে ফুল বাগান , আমাদের ঘরের পেছনে জল-পুকুর , আমাদের ঘরের পেছনে এক মস্ত সকাল আটকে আছে । । সে চুপি চুপি বাগানে আসে , ফুল তুলতে । শিশিরে পা ফেললেই চমকে উঠে নিক্বণ , ঘাসে পদছাপ । তার বিষণ্ণ চোখ , বিষণ্ণ নাক-ফুল । আমার পাশের ঘরে মা সুরেলা কণ্ঠে কোরান পড়েন , সে সুর উড়ে আসে হাওয়ায় । আমি বিছানায় শুয়ে শুয়ে দেখি - সে সুর ছড়িয়ে পরছে বাগানে , নিমতলায় তারপর পুকুরপাড় হয়ে ডানা মেলে দিচ্ছে আকাশে । আমি সে সুর এবং নূপুরকে পাশাপাশি রেখে বের হয়ে আসি ঘর থেকে । মা ঘর থেকে চেঁচিয়ে বলেন
- ও বাজান কই যাসরে ... ?! মার আহ্বান প্রশ্নচিহ্ন হয়ে আনুভূমিক ঝুলতে থাকে বাতাসে ।
আমি সেই আনুভূমিক প্রশ্নচিহ্ন কে পাশ কাটিয়ে নিরুত্তর পৌঁছে যাই বাগানে । তাকে দেখি , সে হাসে , সে মাথা ঝাঁকায় , সে ফুল তোলে । আর নিশ্চুপে ছড়িয়ে দেয় নিক্বণ ।
- এত ফুল দিয়ে কি হয় ?
- ঠাকুরকে পুজো দেই , দাদা ।
- আচ্ছা , তুমি আমাকে দাদা ডাক কেন ?
- এমনি , হি...হি...
তার হাসি ছড়িয়ে পরে ফুল বাগানে । প্রতিধ্বনিত হয় পাতায় , পাপড়িতে । চারপাশে ভেসে বেড়ায় কেবল- হি...হি...হি ...........................
আমি সে হাসির গভীর অতলে ডুবে যেতে যেতে উঠে আসি । প্রতিধ্বনি থেকে তুলে রাখি কিছু শব্দসমষ্টি ।
- আমাকে মালা গাঁথা শিখাবে ?
- হ্যাঁ , শিখাব । আপনি আমাকে ছবি আঁকা শিখাবেন ?
- শিখাব । দুপুরে চলে এসো বারান্দায় ।
তুমি বলতে অন্যকোন জন্মে তুমি পাখি ছিলে । তোমার পিঠে সেই পাখিজীবনের পাখার দাগ রয়ে গেছে এখনো । একদিন এই দাগ থেকে আবার পালক গজাবে , পাখা উঠবে । আর তুমি উড়ে যাবে মেঘ থেকে মেঘান্তরে ।
- দ্যাখো , এখানে একটি নদী থাকলে সমস্ত দৃশ্যপট পাল্টে যাবে ।
- হুম ! আর নদীর উপর সারি সারি হলুদ পাখি ।
- হলুদ কি খুব পছন্দ ?
- হ্যাঁ , আমি তো বেছে বেছে কেবল হলুদ ফুলই তুলি !
হলুদ বালিকা আমার ! তুমি কেন পাখি হতে চেয়েছিলে ? তুমি কেন হাতের মুঠোয় একটি রৌদ্রস্নাত দুপুর নিয়ে ঘুরতে ? তুমি কেন হাসতে , ফুল তুলতে ?
কতদিন ছবি আঁকা শিখাতে শিখাতে ভেবেছি , একদিন দৃশ্যপটে হারিয়ে যাব অনির্দিষ্ট , উদ্দ্যেশ্যহীন ।
- আচ্ছা , আপনি না কবিতা লিখেন ?
- মাঝে মাঝে লিখি দু একটা !
- একটা পড়ে শুনাবেন ?
- তুমি কবিতা ভালোবাস ?
- হুম ! রবি ঠাকুর প্রিয় । তার অনেক কবিতা পড়েছি ।
- একটা শুনাবে ?
সে চলে গ্যালো লজ্জিত হয়ে । আমি একটা অশ্রুত কবিতার বেদনা নিয়ে বসে রইলাম । আমি দেখলাম আমার বেদনার প্রান্ত বেয়ে ঝরে পরছে অজস্র বাতাবিলেবু ফুল , অনিঃশেষ তার সুঘ্রাণ । আমি ফুসফুসে কিছু সুঘ্রাণ জমা করে ছবি আঁকতে শুরু করি !
তারপর হয়তো বহুকাল তার সাথে দেখা হয়না । মা বলতেন – ওরা হিন্দু ! ওদের সাথে মিশতে নেই । পাপ হয় ! তবুও কোন নিঃসঙ্গ দুপুরে ছবি আঁকতে আঁকতে , হায় ! আমার কেবল তার কথাই মনে পরে । মনে পরে তার চোখের বিষণ্ণতা , হাওয়ায় ভেসে যাওয়া এলো-চুল !
হাওয়াঘর
কোন কোন সন্ধ্যায় আমাকে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয় । আমি ফিরতে ফিরতে গান গাই , কবিতা আওড়াই , দৃশ্য-কল্প আঁকি । আমাকে ফিরতে হয় ফুলবাগান দিয়ে ,আমাকে ফিরতে হয় পুকুরের পাশ ঘেঁষে ! আমি দেখি একটি মনোহর সন্ধ্যা ক্রমশ পুকুরের অইপারে ডুবে ডুবে যাচ্ছে , নেমে আসছে সুদীর্ঘ শীতল রাত । হেঁটে হেঁটে আমি ফুল বাগানে এসে শুনি – কেউ একজন কাঁদছে । তার কান্না বিলাপের মত ছড়িয়ে পড়ছে সন্ধ্যার বাঁকে বাঁকে । আমি কাছে গিয়ে দেখি – সে , বসে আছে ধুসর ঘাসে , মৃদু কাঁপছে ।
তার চুল এলোমেলো , তার গালে গলায় দাঁতের গভীর ক্ষত । তার ঠোঁট থেকে ঝরে পরছে রক্ত , তার শাদা শাড়ী এলোমেলো । তার পিঠের অদৃশ্য ডানা লুটিয়ে আছে কিছুদূর , হয়তো উড়তে চেয়েছিলো ! এমন আহত পাখি আমি আর একটিও দেখিনি ! কোন এক ব্যাধ তাকে হরণ করে চলে গ্যাছে সুদূরে রাতের পাতায় । তাকে কি আর কোনদিন খুঁজে পাব ?
আমি তার আশ্চর্য বিষণ্ণ দৃষ্টির সামনে মৃত ফুল হয়ে টুপ করে ঝরে পরি !
***
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২২
শহিদুল ইসলাম বলেছেন: হুম ! গল্প !
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৩
নিশাচর ভবঘুরে বলেছেন: মুগ্ধ হয়ে গেলাম। অসাধারণ। প্রিয়তে নিলাম ++++
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নিশাচর ভবঘুরে ভাই
মনোযোগ দিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা ।
প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
ভালো থাকবেন ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮
ভিয়েনাস বলেছেন: বুকের গভীর থেকে বেরিয়ে আসে হলুদ পাখির দীর্ঘশ্বাস ; উড়ে যায় অনির্দিষ্ট দিকে - ধূসরতায় । আমি হাটি , আমি দৌড়াই , আমি থামি । সে আমার পিছু পিছু আসে ,.......... অসম্ভব ভালো লাগলো। পুরো লেখাটায় স্নিগ্ধতায় ভরা।
২য় ভালো লাগা
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ভিয়েনাস ভাই
ভালো থাকবেন সবসময় ।
আছেন কেমন ?
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩১
রঙ তুলি ক্যানভাস বলেছেন: মুগ্ধপাঠ!!!
++++
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ রঙ তুলি ক্যানভাস !
পাঠে কৃতজ্ঞতা !
ভালো থাকবেন সবসময় ।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৩
তুষার কাব্য বলেছেন: আমি ফুসফুসে কিছু সুঘ্রাণ জমা করে ছবি আঁকতে শুরু করি !
অসাধারন বহি:প্রকাশ।
মেঘ ফুল হাওয়াঘর ভালো লাগল অনেক।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য
ভালো থাকবেন সবসময় ।
ধন্যবাদ ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
মিঠেল রোদ বলেছেন: ভিন্ন রকম স্বাদ পেলাম।ভাল লাগল.
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ মিঠেল রোঁদ ।
ভালো থাকবেন সবসময় ।
শুভকামনা
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৯
নিয়নের আলো বলেছেন: কমেন্ট করার জন্যই লগিন করলাম,খুব ভাল লাগলো।
তিনটি গদ্যের কোনটিকেই আলাদা মনে হয়নি,মাঝখানের সরল গল্পটা বেশ সহজেই বোধগম্য হল।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩
শহিদুল ইসলাম বলেছেন: হুম , তিনটি গদ্য আসলে একটি গদ্যই
ভালো থাকবেন নিয়ন আলো ভাই
পাঠে কৃতজ্ঞতা
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্প কোথায়? ৩ খণ্ডের সমাহারে একটা অনন্যসাধারণ কবিতা লিখেছেন।
জাত কবিরা গদ্য বা গল্প লিখতে পারেন না, যা লেখেন তা কেবলই কবিতা হয়ে ওঠে।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৬
শহিদুল ইসলাম বলেছেন: জাত কবি বলে লজ্জা দিবেন না সোনাবীজ ভাই
অনেক ধন্যবাদ পড়ার জন্য
ভালো থাকবেন সব সময় ।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
শাশ্বত স্বপন বলেছেন: রূপক গল্প, শেষ হয়েও শেষ হল না ।
চমৎকার, এটা (হুমায়ুন স্বাদের )সাধারন পাঠকের জন্য নয়, লেখকদের জন্য।
অনুরোধ রইল, আমার ভাদ্র বেলার গান আর কোন এক নদীকে পড়ার জন্য।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০১
শহিদুল ইসলাম বলেছেন: পড়ে এলাম আপনার লেখা ,
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন সবসময় ।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৮
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হলুদ তারা !
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ তিতির আপু
ভালো থেকো সবসময় ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩
স্বপনবাজ বলেছেন: আমি হাটি , আমি দৌড়াই , আমি থামি । সে আমার পিছু পিছু আসে
.
...............
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ স্বপনবাজ
ভালো থাকবেন সবসময় ।
পাঠে কৃতজ্ঞতা
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০
শিশিরের বিন্দু বলেছেন: সিম্পলই অসাম একটা লেখা।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ শিশিরের বিন্দু
ভালো থাকবেন সবসময় ।
পাঠে কৃতজ্ঞতা !
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭
hasin82 বলেছেন: আমার পাশের ঘরে মা সুরেলা কণ্ঠে কোরান পড়েন , সে সুর উড়ে আসে হাওয়ায় । আমি বিছানায় শুয়ে শুয়ে দেখি - সে সুর ছড়িয়ে পরছে বাগানে , নিমতলায় তারপর পুকুরপাড় হয়ে ডানা মেলে দিচ্ছে আকাশে ।
তিনটি গদ্য দিয়ে অসাধারণ গল্পের মালা গেঁথেছেন।
ভালো লাগল অনেক।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:০৩
শহিদুল ইসলাম বলেছেন: নিয়মিত লিখা দিবেন বলেছিলেন , এখনও লেখা দেন নাই ?!
অনেক ধন্যবাদ পাঠের জন্য
ভালো থাকবেন ।
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪১
অকৃতজ্ঞ বলেছেন: চমৎকার একটা গল্প!
সবসময় লিখে যান এমনি।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ অকৃতজ্ঞ আপনাকে
ভালো থাকবেন ,
স্বাগতম আমার ব্লগে !
১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২০
স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: এককথায় অসাধারণ !
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
স্বাগতম আমার ব্লগে
ভালো থাকবেন সবসময় ।
১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৫২
অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা
এক কথায় অসাধারণ লিখেছেন ভাই
শুভেচ্ছা নিরন্তর
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ অপূর্ণ ভাই
ভালো থাকবেন সবসময় ।
পাঠে কৃতজ্ঞতা !
১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:২২
নক্ষত্রচারী বলেছেন: শব্দগুলো টেনে নিয়ে যায় অচেনা, আশ্চর্য অপূর্ব এক জগতে । ক্যাপশনগুলোও সুন্দর এবং সবচে স্পেক্টাকুলার এটাই যে সবগুলো মিলেই গল্প এবং গল্পের শিরোনাম । অনেক ভাল্লাগসে ভাই ।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নক্ষত্রচারী ভাই সুন্দর মন্তব্যের জন্য
ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে
কষ্ট করে পাঠ করার জন্য অনেক ধন্যবাদ !
১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩১
রাতুল_শাহ বলেছেন: পোষ্টের কথা গুলি চমৎকার শহিদুল ভাই।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ রাতুল ভাই
ভালো থাকবেন সবসময় ।
পাঠে কৃতজ্ঞতা
১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩
শায়মা বলেছেন: বাব্বাহ!!!
এত সুন্দর সব কথা কই থেকে পাও কবিভাইয়া???
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৯
শহিদুল ইসলাম বলেছেন: শায়মা আপু ভালো থেকো
ধন্যবাদ আপু
২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৫১
সায়েম মুন বলেছেন: সুন্দর কথার সমারোহ। এটা আসলে একটা গল্প। আবার একটা কবিতা। এক কথায় গল্পবিতা!
ফুল খন্ডটুক পড়ে মনে হলো আমিও এরকম একটা অধর্মের জালে আটকা পড়েছিলাম।
সব মিলে বিষণ্ন সুন্দর।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম ভাই
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০১
মাহী ফ্লোরা বলেছেন: টুকরো কবিতার মত কিছু কথা আগেই পড়েছিলাম হয়ত। এক সাথে যখন একে গল্পের মত জুড়ে যেতে দেখলাম মুগ্ধ হলাম সত্যিই। পুরো লেখাটা পড়ে শুনিয়েছি আরেকজনকেও। সত্যিই অন্যরকম সৌন্দর্য্য পুরো লেখাটাতেই।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ফ্লোরাপু
ফেসবুকে কিছু খন্ডাংশ দিয়েছিলাম , সেখানে পড়েছিলেন মনে হয় ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
২২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৫
সোমহেপি বলেছেন: +++++
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সোমহেপি আপু
ভালো থাকবেন
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাইক দিলাম না পড়েই ! পরে এসে পড়ে যাবো
২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৬
শহিদুল ইসলাম বলেছেন: পড়ে এসে জানাবেন কেমন লাগল , অপেক্ষায় !
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
শহিদ চৌধুরি বলেছেন: আমি তার আশ্চর্য বিষণ্ণ দৃষ্টির সামনে মৃত ফুল হয়ে টুপ করে ঝরে পরি !
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ শহিদ
ভালো থাকবেন
২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাই পড়লাম । গল্প না !
শুভকামনা কবি ।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আলাউদ্দিন ভাই
পড়ার জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫২
সোনালী ডানার চিল বলেছেন: কবি যখন গদ্য লেখেন তখন গদ্য-পদ্য একাকার হয়ে যায়। এটা ঠিক গল্পও না আবার কবিতাও নয়..................অসাধারণ!!!!!
২১ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ চিল ভাই
ভাল থাকবেন সবসময়
পাঠে কৃতজ্ঞতা
২৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
সোমহেপি বলেছেন: লেখাটা পড়ে আমি পাখি না হলেও পাখির পালক হয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য।
তারপর হয়তো বহুকাল তার সাথে দেখা হয়না । মা বলতেন – ওরা হিন্দু ! ওদের সাথে মিশতে নেই । পাপ হয় ! তবুও কোন নিঃসঙ্গ দুপুরে ছবি আঁকতে আঁকতে , হায় ! আমার কেবল তার কথাই মনে পরে । মনে পরে তার চোখের বিষণ্ণতা , হাওয়ায় ভেসে যাওয়া এলো-চুল !
একথাগুলো আমার লেখার কথা ছিলো লেখা হলোনা।
হাওয়াঘরে এসে আমার চোখের সামনে সুনামগঞ্জ চলে আসে।কিছুদিন আগে একটা মেয়ে হিন্দু-কিছু দুর্বত্তের হাতে ধর্ষিত হয়।সে তার প্রিয় মানুষের সাথে বিকেলের আলোয় ঘুরতে বেরিয়ে ছিলো হাওয়াঘরে।প্রিয় মানুষটিকে বেঁধে রেখে তাকে নির্যাতন করে।সে নিজেকে মুসলিম দাবি করেছিলো তারা শুনেনি।হয়ত বলেছিলো -আমার নাম আমিনা।আমার নাম আয়েশা ।আমাকে নষ্ট করিস না।তারা আমিনা কিংবা আয়েশা পবিত্র কোন নারীকেই ছাড় দিতে রাজি হয়নি।
পরে=পড়ে
প্রিয় কবি
আমাকে আপু বলেন আর যাই বলেন আমি ধর্ষণ করতে পারি।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
শহিদুল ইসলাম বলেছেন: সুনামগঞ্জের ঘটনাটি পড়ে বেশ খারাপ লাগছে । কেন যেন চোখের সামনে ভেসে উঠল সবকিছু ! করুণ , বিষণ্ণ !
এমন ঘটনা যেন আর না ঘটে এ পৃথিবীতে সেই কামনাই করে যাই ।
আর ধর্ষণ করে কি করবেন ?
ভালো থাকবেন
সবসময় !
২৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫১
সোমহেপি বলেছেন: সরি একটা 'হিন্দু মেয়ে 'হবে।শব্দের আগে পরে হওয়াতে অর্থই পাল্টে গেল।
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬
শহিদুল ইসলাম বলেছেন: সমস্যা নেই , আমি বুঝতে পেড়েছি !
মনটা খারাপ করে দিলেন
২৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:১৬
ভিয়েনাস বলেছেন: আছি ভালো কবি ভাই
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৮
শহিদুল ইসলাম বলেছেন: ভালো থাকুন সবসময় ভিয়েনাস ভাই
শুভকামনা !
৩০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১২
প্রিয়ভাষিণী বলেছেন: আমিতো যোগাড় করে লিখি। আর আপনি কতো সুন্দর শব্দের বুনন দেখালেন!
২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:১৮
শহিদুল ইসলাম বলেছেন: আপনি যোগার করে যা লিখেন তা অনেক সুন্দর ও তথ্যসমৃদ্ধ ।
আপনার পোস্ট ভালো লাগে !
৩১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭
শাশ্বত স্বপন বলেছেন: আপনার লেখা মিলির হাতে স্টেনগান খুঁজে পেলাম না।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯
শহিদুল ইসলাম বলেছেন: হা হা , আপনি বুঝেন নি ? মিলির হাতে স্টেনগান আমার লেখা না , এটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা ।
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা আমার প্রিয় গল্প - মিলির হাতে স্টেনগান ।
৩২| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০
অনাহূত বলেছেন:
মেঘ ফুল হাওয়াঘরের সমীকরণ মুদ্ধ করেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ অনাহূত ভাই
ভালো থাকবেন সবসময়
নিয়মিত দেখে ভাল লাগছে
৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০
আরজু পনি বলেছেন:
আমি পড়তে পড়তে ভাবছিলাম, আধুনিক কবিতা বুঝি এমন গদ্য ভঙ্গিমায় হয়!
শেষে ভুল ভাংলো আপনার প্রথম মন্তব্য থেকে।
অনেক সুন্দর প্রকাশ!
২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আরজুপনি আপু
ভালো থাকবেন
সবসময়
৩৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩১
শোশমিতা বলেছেন: অসাধারণ গল্প!
মুগ্ধ হয়ে পড়লাম। দারুন লিখেছেন ভাইয়া + +
২২ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকবেন
পাঠে কৃতজ্ঞতা
৩৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১২
সালমাহ্যাপী বলেছেন: ্বাহ অনেক সুন্দর তো
এক কথায় অসাধারন হয়েছে ভাইয়া লেখাটা।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৫
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সালমাহ্যাপী আপু
লেখাটা পড়েছ তো ? মনে হয় না !
৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
আমি বাঁধনহারা বলেছেন:
আপনার গল্পটা পড়ে প্রথমে মনটা উদাস হলো,মনটা অজানায় হারিয়ে গেল।
তারপর অজানা বিমর্ষতায় ভরে গেল।আপনার গল্পটা পড়ে আমার রবী ঠাকুরের পোস্ট মাস্টার গল্পের কথা মনে পড়ে গেল।
আপনার গল্পের মত কাহিনী
অনেকের জীবনেই ঘটে।
কিন্তু যে চলে যায়,সে আর
ফিরে আসে না হৃদয়তটে।
শুধু পড়ে থাকে ছায়া,
শুধু পড়ে থাকে স্মৃতি,
আর সে স্মৃতিকে বুকে ধরে
স্বপ্ন দেখতে হয় নিশীথ রাতি।
মানুষের জীবন কেন এমন হয়
তা আমি জানি না?
কখনো আসে সুখ-শান্তি
আবার কখনো আসে বেদনা!!
আমি সাধারণত গল্প পড়ি না।কারণ আমি গল্প লিখতে জানি না!
আজ প্রথম মন দিয়ে দুইটা গল্প পড়লাম।শহিদুল ভাই,খুব ভালো লাগল আপনার গল্প।সেজন্য প্লাস:+++++।সবাই গল্প লিখতে পারে,কিন্তু আমি কেন পারি না??
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ বাঁধনহারা আপনাকে
অনেকের জীবনেই হয়তো খুঁজলে এমন ঘটনা পাওয়া যাবে ।
আপনি কবিতা ভালো লিখেন
লিখতে থাকুন , একদিন গল্পও লিখতে পারবেন !
আপনার কবিতাটা সুন্দর ।
ভালো থাকবেন সবসময় ।
৩৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৬
ইসরা০০৭ বলেছেন: আরে ভাইয়া আমি তো এই লেখাটি পড়েছি আমার মন্তব্য কোথায়
পাঠে মুগ্ধ ভাইয়া। অসাধারণ+++
ভালো থাকুন।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৯
শহিদুল ইসলাম বলেছেন: মন্তব্য মনে হয় করোনি ইসরাআপু
ভালো থেক সবসময় । মনে হয় পুরোটা পড়নি ?
৩৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৪
ফারাহ দিবা জামান বলেছেন: ভাইয়া, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর.।.।.।.।
কোনটা রেখে কোনটা বলি ,
কয়েকটা লাইন ,
এমন করে মানুষ কিভাবে লিখে ?
তুমি তো পাখি না!
তুমি বলতে অন্যকোন জন্মে তুমি পাখি ছিলে । তোমার পিঠে সেই পাখিজীবনের পাখার দাগ রয়ে গেছে এখনো । একদিন এই দাগ থেকে আবার পালক গজাবে , পাখা উঠবে । আর তুমি উড়ে যাবে মেঘ থেকে মেঘান্তরে ।
মানুষ কিভাবে এমন লিখে !
আজকে আমার মাথা আসলেই খারাপ হয়ে গেলো ।
উফ !
এটা আমার কাছে কিচ্ছু গল্প মনে হয়নি । গল্পে সবগুলো লাইন কি করে কবিতা হয় !
পাগল হয়ে যাবার মতন সুন্দর কবিতা । প্রতিটা শব্দ কবিতা ।
প্রতিটা অক্ষর কবিতা ।
ভাইয়া , তুমি কি লিখলে!
প্রিয়তে ।
একবার পড়লে হবে না ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২
শহিদুল ইসলাম বলেছেন: তোমার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগছে আপু ,
আমিও হয়তো পাখি হতে চেয়েছিলাম , মাঝে মাঝে ভাবি আমি পাখি হলে এই পৃথিবীর কিইবা ক্ষতি হত ?
ভালো থেকো আপু ।
প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ ।
৩৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: কেন এটা এত ভালো গল্প? কারন গল্পের কাহিনী খুব সাধারণ। উপস্থাপন অসাধারণ। কোমল, বিষাদী, কাব্যিক। মনে হল নির্ঝরকে পড়ছি (এটা একটা কমপ্লিমেন্ট)।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
সবসময় ।
৪০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৩০
প্লাজমোডিয়াম বলেছেন:
হাসান ভাইয়ের মন্তব্যের সাথে আমি সহমত।
খুব ভাল লাগে আপনার লেখা পড়তে। ভাল লাগার রেশ থেকেই গেল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ প্লাজমোডিয়াম
আপনাকে অনেক ধন্যবাদ পড়ার জন্য
ভালো থাকবেন সবসময়
৪১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২৫
সালমাহ্যাপী বলেছেন: ওমা কেন এইটা মনে হলো ভাইয়া?? আমি কিনতি আজ পর্যন্ত কোন লেখাই পুরোটা না পড়ে মন্তব্য করিনি।
কেন আপনার এইটা মনে হল কেন কেন কেন
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১২
শহিদুল ইসলাম বলেছেন: মাঝে মাঝে কত কিছু মনে হয় !
হঠাত কথাটা মাথায় আসল তাই বলে ফেললাম
রাগ করোনা সালমা আপু !
৪২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার। গল্প গুলো কেন যেন কবিতা কবিতা লাগছে। আসলে যারা কবি তাদের গল্প গুলো হয়ত কিছুটা কবিতার মত। অনেক শুভ কামনা রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৪
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ কাল্পনিক ভালোবাসা ভাই
ভালো থাকবেন সবসময়
পাঠে কৃতজ্ঞতা
৪৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪১
রেজওয়ান তানিম বলেছেন: বেশ সুন্দর
এটা আগে চোখে পড়ল না কেন ?
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৭
শহিদুল ইসলাম বলেছেন: হয়তো আমার ব্লগে আসেন না , তাই
মন্তব্যের জন্য ধন্যবাদ তানিম ভাই
৪৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫
ফয়সাল হুদা বলেছেন:
সমস্ত লিখাটায় সুন্দর বাক্যবলীর ঘ্রাণ ।
একটু কোমলতা !একটু বিষণ্ণতা !!
সব মিলিয়েই দারুণ মুগ্ধতা
+++++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ফয়সাল ভাই
ভালো থাকবেন ।
৪৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৮
আবু সালেহ বলেছেন: তোমার লেখায় আমিও ঝরে পড়েছি টুপ করে....................
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সালেহ ভাই
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
৪৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৫১
সান্তনু অাহেমদ বলেছেন: কাব্যিক গল্প শহিদুল ভাই। +
কাব্য থেকে মনে হয় এক্ষেত্রে কিছুটা বের হওয়া দরকার।
শুভ কামনা রইল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সান্তনু ভাই
ভালো থাকবেন সবসময়
৪৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৩
মুবিনুর রহমান বলেছেন: কাব্যগল্প - কবিতার মায়ায় গল্পের ছায়া, ভালো লেগেছে পড়ে...শুভ কামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:১৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ মুবিনুর ভাই
স্বাগতম আমার ব্লগে ভালো থাকবেন সবসময় ।
৪৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩
মেহবুবা বলেছেন: shesh taa emon hobe janle porhtam na.
besh kaabbomoy cheelo poorotai.
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৫
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
স্বাগতম আমার ব্লগে
ভালো থাকবেন
৪৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪২
কাকঁন বলেছেন: অনেক সুন্দর গল্প
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ কাঁকন আপু
ভালো থাকবেন সবসময়
৫০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা ভাল লাগছে
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
৫১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ আমি কাব্য সমালোচনায় নামবো
তোমরা আমায় কেউ বাধা দিয়ো না।
আজ আমি কবি কে বলবো- 'কবি,
তোমার কবিতা পড়ে যদি কেউ
আত্মহত্যা করে, তবে তোমায় দিতে হবে জরিমানা।'
খুব খুব ভালো লাগলো। ল্যাপটপের ব্যাটারি প্রায় শেষ, আর কারেন্ট ও নেই। তাই সংক্ষিপ্ত করতে হলো।
পড়ে এসে বাকীটা দিয়ে যাবো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৯
শহিদুল ইসলাম বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করেছেন সজীব ভাই
বেশ ভালো লাগল
ভালো থাকবেন
বাকীটা শোনার অপেক্ষায় আছি!
৫২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: অনেক সুন্দর কবি////////আর কিছু বলার নেই........
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধু তুহিন
ভালো থাকবেন
ধন্যবাদ
৫৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:১৮
শ্রাবণ জল বলেছেন: তুমি বলতে অন্যকোন জন্মে তুমি পাখি ছিলে । তোমার পিঠে সেই পাখিজীবনের পাখার দাগ রয়ে গেছে এখনো । একদিন এই দাগ থেকে আবার পালক গজাবে , পাখা উঠবে । আর তুমি উড়ে যাবে মেঘ থেকে মেঘান্তরে ।
আমি তার আশ্চর্য বিষণ্ণ দৃষ্টির সামনে মৃত ফুল হয়ে টুপ করে ঝরে পরি !
আহা, ভাই!! কি লিখলেন!!!
মুগ্ধতার রেশ কাটতে দীর্ঘক্ষণ লেগে গেল।
এত সুন্দর কিভাবে লিখলেন আপনি??
আসলে কিভাবে বললে যথার্থ প্রশংসা করা হবে, বুঝতে পারছিনা।
অনেক ভাল লাগা জানবেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:২৯
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ জল আপনাকে
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়
শুভকামনা
৫৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিকে বলি- 'কবি
ইচ্ছেকে ভর করে তুমি অসীমকে করেছো সীমা
ভালোবাসার এই যে ছিনিমিনি খেলা খেলছো
করেছো কি ভালোবাসার বীমা?'
কবিকে বলি- 'কবি,
পলকা হাওয়ায় উড়াও তোমার ফানুস
কত সহজে, কত সহজে গড়ছো আবার ভাঙ্গছো
পেয়েছো কি দেখা, সেই সরল মানুষ।'
অফিস যাচ্ছি ভাই, চিন্তা করতে পারছি না আর। আর দেরী করলে অনেক দেরী হয়ে যাবে। ভালো থাকুন। অনেক কিছু বলার ছিলো। কিন্তু গুছিয়ে বোধ হয় আর বলা হবে না। হয় না। ধন্যবাদ। কবি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:১০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সাইফুল ভাই
সুন্দর মন্তব্য করেছেন
আপনার কবিতাটা অনেক ভালো লাগল
শুভকামনা সবসময়
ভালো থাকবেন
৫৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০০
সমুদ্র কন্যা বলেছেন: অদ্ভুত সুন্দর একটা লেখা! সুন্দর...বিষন্ন...
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সমুদ্রকন্যা আপু
পড়ার জন্য ধন্যবাদ
ভালো থাকবেন সবসময় ।
৫৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩১
নীলঞ্জন বলেছেন: চমৎকার গল্প শহিদুল ভাই।
ভালো লাগলো বেশ।+++++++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নীলঞ্জন ভাই
ভালো থাকবেন সবসময়
৫৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৭
hasin82 বলেছেন: ভাইয়া, নতুন পোস্ট দিয়েছি। কমেন্ট চাই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০
শহিদুল ইসলাম বলেছেন: ওকে ভাইয়া , আসছি
৫৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯
ধ্রুব তারা বলেছেন: তোর বেস্ট লেখা! অদ্ভুত সুন্দর!
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ধ্রুবতারা ভাই
ভালো থাকবেন সবসময় ।
৫৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: বিষণ্ণ সুন্দর। হামা ভাই এর সাথে সহমত!
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নাহোল
ভালো থেকো সবসময়
কৃতজ্ঞতা
৬০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০২
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার মুগ্ধ হয়ে পড়লাম।আমার পড়া আপনার সেরা লেখা ( আমার মতে)।
পোস্টে ভালোলাগা ও শুভকামনা ভাই।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ চেয়ারম্যান ভাই
অনেকদিন পর আসলেন ।
আছেন কেমন ?
৬১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:০৩
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন: প্রতিটি অনিন্দ্যসুন্দর ভোরে আমি আসলে একজোড়া নূপুরের শব্দ শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকতাম । আমাদের ঘরের পেছনে ফুল বাগান , আমাদের ঘরের পেছনে জল-পুকুর , আমাদের ঘরের পেছনে এক মস্ত সকাল আটকে আছে । ---নাহ শুধু এইটুকুই নয় পুরোটাই সুন্দর
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১০:৩৩
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপু
ভালো থাকবেন সবসময়
পাঠে কৃতজ্ঞতা
৬২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪০
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আবার পড়লাম ......... শব্দের খেলায় এত নেশা বুঝতে পারলাম....
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৫
শহিদুল ইসলাম বলেছেন: আবার পড়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধু তুহিন
কৃতজ্ঞতা
বারবার পাঠের আমন্ত্রন রইল
৬৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
আকাশী কন্যা বলেছেন:
আগেই পড়েছিলাম। সুন্দর লিখেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
স্বাগতম আমার ব্লগে
ভালো থাকবেন
৬৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
উম্মে মারিয়াম বলেছেন: অদ্ভুত সুন্দর এক অনুভূতির প্রকাশ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০০
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
স্বাগতম আমার ব্লগে
৬৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৯
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন: চমৎকার
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:০১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ সৎকার বিহীন আপনাকে
স্বাগতম আমার ব্লগে
কৃতজ্ঞতা , ভালো থাকবেন ।
৬৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫১
জুন বলেছেন: বাহ্ ভারী সুন্দরতো কবি শহীদুল ।
+
২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৭
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপনাকে
ভালো থাকবেন সবসময়
কৃতজ্ঞতা
৬৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ২:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
সিম্পল প্লটটার চিত্রকল্পগুলোর বর্ণাঢ্য উপস্থাপনা লিখাটাকে একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছে ।
বোদলেয়ারের একটা কথা মনে পড়তেছে
'Always be a poet, even in prose'
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ ফাহাদ ভাই
কৃতজ্ঞতা
ভালো থাকবেন ।
৬৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৪৭
রেজোওয়ানা বলেছেন: খুব, খুব, খুব সুন্দর
অদ্ভুত সুন্দর!!
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা আপু
কৃতজ্ঞতা
ভালো থাকবেন ।
৬৯| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:২২
যাযাবর৮১ বলেছেন:
লিখা হইছে জটিল ++++++
নাচেগো মোর দিল
লিখা নিলাম প্রিয়তে
প্লাস দিলাম তার সাথে
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
দিছি আবার পোস্টু
পড়লে পাবেন টেস্টু
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ যাযাবর ভাই
কৃতজ্ঞতা
ভালো থাকবেন ।
৭০| ০১ লা অক্টোবর, ২০১২ সকাল ৭:৪৩
বিদ্রোহী ভাস্কর বলেছেন: ভালো লিখেছেন। +++++
০১ লা অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৮
শহিদুল ইসলাম বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৭১| ০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৪
মেহবুবা বলেছেন: প্রতিটি অনিন্দ্যসুন্দর ভোরে আমি আসলে একজোড়া নূপুরের শব্দ শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকতাম । আমাদের ঘরের পেছনে ফুল বাগান , আমাদের ঘরের পেছনে জল-পুকুর , আমাদের ঘরের পেছনে এক মস্ত সকাল আটকে আছে ।
কবিতার মত সুন্দর এবং ব্যথিত ।
০৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩২
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ
ভালো থাকবেন
স্বাগতম আমার ব্লগে
৭২| ০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪০
শাশ্বত স্বপন বলেছেন: চমৎকার
০৯ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৬
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ স্বপন ভাই
কৃতজ্ঞতা
ভালো থাকবেন
৭৩| ১০ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩
অপর্ণা মম্ময় বলেছেন: কি চমৎকার আর নরম বিষণ্ণতার ছোঁয়া ! বিষণ্ণতা কখনো কখনো আকাঙ্ক্ষিত ও হতে পারে। কি বলেন ভাইয়া ? প্রিয়তে নিলাম ।
১০ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২০
শহিদুল ইসলাম বলেছেন: হুম , বিষণ্ণতা সবসময় ই আকাঙ্ক্ষিত ...
আমরা সবাই বিষণ্ণতার ইতিহাসের অন্তর্ভুক্ত ... ( অমিত )
৭৪| ১৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:১২
নীরব 009 বলেছেন: ''হাওয়াঘর''র ভাবনাটা এতো সুন্দর লেগেছে যে আমি অভিভুত। অসাধারণ।
এতো সুন্দর সুন্দর লেখা মিস হয়ে যাচ্ছে ভাবতেই খারাপ লাগছে।
৩৯ তম ভাললাগা রইলো
১৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৩:২১
শহিদুল ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ নীরবদা
অনেক দিন পর দেখলাম আপনাকে
কেমন আছেন ?
৭৫| ১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৩
নীরব 009 বলেছেন: আমি আছি ভালই... তুমি কেমন আছো?
১৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৬
শহিদুল ইসলাম বলেছেন: এইতো নীরবদা ভালৈ আছি
ভালো থাকুন এইভাবে
৭৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
ফ্রাস্ট্রেটেড বলেছেন: এই গল্পটা আমি কতবার পড়েছি আমি নিজেও জানি না... কিন্তু, মন্তব্য করা হয় নি কখনো।
কী লিখবো ?? কীভাবে বোঝানো যায় ???
যাই হোক, প্রসঙ্গের খুব কাছ দিয়ে অপ্রাসঙ্গিক, নিনৈ এর সম্পাদনায় 'মুক্তগদ্য' টা বহুদিন ধরেই রেখে দিয়েছি ঝোলার মাঝে। যখনই যেখানে একটু সময় পাই, রিভিশন দেই। বলাবাহুল্য, সেই সূত্রেই এই গল্পটা (মুক্তগদ্য) বহুবার পড়ে ফেলেছি।
আলাদাভাবে প্রশংসা করি প্রচ্ছদটার, ১৩ সাল মনে হয় না... মনে হয়, ৮০-৯০ সালের দিকে চলে গেলাম... কেমন মন খারাপ করা সুন্দর।
৭৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮
খেয়া ঘাট বলেছেন: কাকচক্ষু জলে চোখের তৃষ্না মিটানোর মতো আমি অনুভব করলাম মুগ্ধ পাঠ কাকে বলে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২১
শহিদুল ইসলাম বলেছেন: তিনটি মুক্তগদ্য মিলে আসলে একটিই গল্প বলতে চেয়েছি !