![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত কত গভীর হলে রাতের শব্দেরা ঘুমিয়ে পড়ে, জানতে ইচ্ছে করে। কত রাত জেগেছি, জানালার পাশে বসে চাঁদ খসা দেখেছি, কখনো নৈশব্দ দেখিনি। শব্দেরা মস্ত বড় গুবরে পোকা হয়ে আমার মগজ খুবলে বেড়ায় এই সব রাতে। পুরোটা রাত চিন্তার গলি-ঘুপচিতে সেই গুবরে পোকাদের যন্ত্রণা ভীত-কৈশোরের মতো ছোটাছুটি করে।
অনেক দিন ঘুমিয়ে পরার আগে তার কণ্ঠ শুনি না। আমার শ্রবণেন্দ্রিয়ে ধুলো জমেছে। ছোপ ছোপ মরিচা এখানে সেখানে। জঞ্জাল জমেছে। রাতের শব্দেরা মস্ত গুবরে পোকা হয়ে সে সব জঞ্জালে বসতি গড়েছে বহুদিন আগে। গুবরে সভ্যতার বিস্তার হচ্ছে যত, আমার রাতঘুম মিইয়ে যাচ্ছে ততোই। আমার চোখে ঘুম, তবু হৃদয় জেগে আছে বলে, গুবরে পোকার কথোপকথন শুনতে পারছি। একটি ভরাট কন্ঠওয়ালা গুবরে পোকা, কাষ্ঠ-গলার একটি পোকাকে বলছে-
“ওহ, একেই বলে স্বর্গ! ভদ্রলোকের মস্তিষ্ক ভরা জঞ্জাল, যত্রতত্র আমরা বসত-বাড়ি তৈরি করতে পারছি।”
“এসব জঞ্জাল নয় বন্ধু, এর নাম কষ্ট!”
“কষ্ট? কষ্ট কি?”
“কষ্ট হলো মস্তিষ্কে এক ধরনের উত্তেজনা। এক ধরনের ...একটা কিছু! একে সংজ্ঞায়িত করা যায় না।”
“এখানে এত কষ্ট কেন?”
“কারণ মস্তিষ্কটি যার, সে একটি মেয়ের কথা ভাবছে এখন। মেয়েটির সঙ্গে কথা বলতে চাচ্ছে, মেয়েটির কণ্ঠ শুনতে চাচ্ছে। কিন্তু উপায় নেই। মেয়েটি ঘুমোচ্ছে এখন।”
“মেয়ে কি জিনিস?”
“মেয়ে এক রকমের প্রাণী। ভদ্রলোক যে গোত্রের প্রাণী, মেয়ে হলো তার বিপরীত গোত্রের। একই রকম মস্তিষ্ক দু’জনেরই। অথচ শরীর আলাদা, মস্তিষ্কের উত্তেজনার ধরন আলাদা। বিষয়টা একটু জটিল।”
“আমাদের মধ্যে কেন মেয়ে নেই? তোমার কথা শুনে আমারও ইচ্ছে করছে একটা মেয়ের সঙ্গে কথা বলতে।”
“সেটা সম্ভব নয়। আমাদের মধ্যে মেয়ে-ছেলে আলাদা কোন ব্যাপার নেই। সত্যিকার গুবরে পোকার মধ্যে হয়তো আছে। আমাদের মধ্যে নেই।”
‘কেন নেই?”
“কারণ আমরা হলাম কল্পনার গুবরেপোকা। তুমি-আমি-এখানের সব গুবরে পোকাগুলো ভদ্রলোকটির কল্পনা।”
“তার মানে বলতে চাও, আমি যে তোমার সাথে কথা বলছি, সেটাও সত্য নয়, সেটাও এই মস্ত বড় মস্তিষ্কটির কল্পনামাত্র?”
“হ্যা আসলেই তাই। আমরা তৈরি হয়েছি মস্তিষ্কটির কিছু ক্ষতিকর উত্তেজনার মধ্য দিয়ে। আমাদের কাজ এটাকে বিরক্ত করা...”
আমি চোখ বন্ধ করে এই সব কথোপকথন থেকে দূরে থাকতে চাচ্ছি, পারছি না। মনে হচ্ছে আমার চিন্তা আমাকেই নিয়ন্ত্রণ করছে। মস্তিষ্কের যেখানে কষ্ট থাকে, সেখানকার প্রশাসনিক কাজে বোধহয় আমার কোন ক্ষমতা নেই।
গুবরে পোকাদের চিৎকার বেড়ে গেছে। আমা শরীর ঘুমিয়ে পড়েছে, তবু হৃদয় কি ভীষণ রকম সজাগ! আমি কি ঘুমিয়ে আছি? জেগে আছি? বেঁচে আছি? স্বপ্নে আছি? না বাস্তবে আছি?
কে জানে!
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
দা স্নাইপার বলেছেন: সব সময় সাইফাই লিখতে ভালো লাগে না। মাঝে মাঝে বিক্ষিপ্ত চিন্তা ভাবনা, হতাশা, বিষাদ, প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে লিখতে ইচ্ছে করে।
শুভকামনা আলোরিকা।
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
সুদীপ্তা মাহজাবীন বলেছেন: ভালোলাগলো ।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসাধারণ লেখনী! মন্ত্রমুগ্ধের মত পড়ছিলাম কল্পগুবরের সংলাপ। যিনি ঘুমোচ্ছিলেন,তাঁকে ধন্যবাদ!!
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৮
দা স্নাইপার বলেছেন: যিনি ঘুমোচ্ছিলেন, তিনি ঘুম থেকে উঠে জমানো অভিমান ঝেরে ফেলেছিলেন লেখাটা পড়ে। আপনার ধন্যবাদ তাকে পৌঁছে দেব।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১০
এহসান সাবির বলেছেন: দারুন।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ সাবির।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬
রক্তিম দিগন্ত বলেছেন: লেখাটা ছোট। কিন্তু অনেক ভাল লেখা। ভাল লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ। ছোট-বড়, এলোমেলো কথাগুলো না বলার জন্য মাঝে মাঝে বুক ভারী হয়ে আসে।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ।
৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৪
ডাঃ মারজান বলেছেন: জটিল। ভালো লাগছিল। হঠাৎ শেষ হয়ে গেলো। অনেক অনেক শুভেচ্ছা।
২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
দা স্নাইপার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ডাঃ মারজান।
৮| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৩
কামরুন নাহার বীথি বলেছেন: ভাললাগা শুরু হতেই শেষ!!! তবুও অনেক অনেক শুভেচ্ছা!!!
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
দা স্নাইপার বলেছেন: আপনাকেও শুভেচ্ছা বীথি।
৯| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ।
১০| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭
কিরমানী লিটন বলেছেন: ফাহমিদা আফরোজ নিপু বলেছেন: অসাধারণ লেখনী! মন্ত্রমুগ্ধের মত পড়ছিলাম কল্পগুবরের সংলাপ। যিনি ঘুমোচ্ছিলেন,তাঁকে ধন্যবাদ!!
মুগ্ধতা রেখে গেলাম ...
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
দা স্নাইপার বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ কিরমানী লিটন।
১১| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
রাবার বলেছেন: ভালোলাগলো গুবরে পোকার গল্প।
২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
দা স্নাইপার বলেছেন: আপনার নামটাও ভালো লাগল রাবার! সুন্দর নাম।
পাঠে কৃতজ্ঞতা।
১২| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯
কথাকথিকেথিকথন বলেছেন: চমৎকার ।ভাল লেগেছে ।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ কথাকেথিকথন।
১৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮
আবু শাকিল বলেছেন: দারুন লেখা ।ভাল লেগেছে ।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৪
দা স্নাইপার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল। শুভকামনা।
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: মনে হচ্ছে আমার মাথায়ও ব্রেইন বিটল ঢুকছে।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৫
দা স্নাইপার বলেছেন: হ্যা, ঠিক ধরেছেন।
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২২
দা স্নাইপার বলেছেন: শুভকামনা।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৪
পার্থ তালুকদার বলেছেন: শব্দের দারুণ প্রয়োগ......
ভাল লাগলো।
৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০
দা স্নাইপার বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ। শুভকামনা পার্থ।
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৬
ফেরদৌসা রুহী বলেছেন: আহা এ কেমন কথা, পড়ার আগেই শেষ।
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮
দা স্নাইপার বলেছেন:
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৮
সাথিয়া বলেছেন: ভালোলাগলো
৩০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ সাথিয়া।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩
আলোরিকা বলেছেন: আমি প্রথমে ভেবেছিলাম রোবট গুবরে পোকার কথা হচ্ছে,কিন্তু শেষে দেখছি কল্পনার গুবরে পোকা - কল্পনার গুবরে পোকাদের মধ্যে মেয়ে গুবরে পোকা হতেই পারে !!
মনে হচ্ছে বিক্ষিপ্ত চিন্তার , শৈল্পিক বহিঃপ্রকাশ !
আপনার সায়েন্স ফিকশন আর পাচ্ছি না কেন ?