![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইতো এই ফাগুনেও আমি,,
শিমুল নইতো কৃষ্ণচুড়া হাতে,
তোমার উঠোন বা তোমার ছায়াময় গন্তব্যে,
ভোর বিকেল থেকে সন্ধ্যে,
তোমার নিগুঢ় অপেক্ষায় ঠায় দাঁড়িয়ে থাকতে রাজি।
সাদা লাল কি হলুদ শাড়ীতে
দুহাত ভর্তি চুড়ির টুংটাং শব্দে
যদি আসো একবার এই আঙ্গীনার এই রাস্তায়,
বুকপকেটে রাখা বাহারি কিছু ফুল তোমার খোপায় গুঁজে দিতে আমি আর আগের মতো সংকুচিত হবোনা।
শুধু আছি তোমার অপেক্ষায়!!!!
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৮
ক্যালসিয়াম বলেছেন: ভাল লাগলো