![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মা আমার উপর মাঝে মাঝেই রাগ করেন,
কখন রাগ করেন জানেন?
ফোন করে "কেমন আছো মা?" এই কথাটা যদি দিনে একবার না বলি তখন।
মা রাগ করে কথা বললে মায়ের কন্ঠটা ভেজা ভেজা হয়ে যায়, উনাকে যেই প্রশ্ন করবো উনি শূধু সেই প্রশ্নেরি উত্তর দিবেন,একটু পর পরই দীর্ঘ শ্বাস ফেলে কথা বলবেন। তারপর কেমন আছো মা? বললে উনি সব রাগ ভুলে আমাকে দুনিয়ার প্রশ্ন করা শূরু করবেন। যেটা আমার ভীষন ভালো লাগে।
প্রত্যেকটি ফোনকলের সাথে সাথে কি খেয়েছি, কি করছি,ক্লাসে গেছি? ঠান্ডা লেগেছে কিনা, কিংবা বুকের ব্যাথাটা এখন আর আসে কি না,এইসব জিজ্ঞেস করবেন।।জগতের প্রত্যেক মা ই বোধহয় তার সন্তান কে এইসব জিজ্ঞেস করেন।
আমার মা ও তেমন।
শুধু আমার মায়ের রাগটাই একটু আলাদা।তার চেহারার মতোন মায়ামাখা। তাই মাঝে মাঝে আমি ইচ্ছে করে মা-কে রাগায়,ফোন দিই না সারাদিন।
আজও মা রাগ করেছে। ছোটো ভাই টেক্সট করে বিষয়টা নিশ্চিত করেছে। আমি অবশ্য এখনো কিছু বলিনি।
একটূ পর মা কে কল দিয়ে মায়ের মায়াটুকু শূনবো তো, তাই।
©somewhere in net ltd.