| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশকারি রহমান
Happiness can be found even in the darkest of times ..if one only remember to turn on the lights
হ্যান্ডওয়াশ দিয়ে তৃতীয় বারের মত হাত খুব ভালো করে ধুলো রুদ্র । হাত থেকে কাঁচা মাংসের গন্ধ সে একদমই সহ্য করতে পারে না । অথচ এই বিরক্তিকর ভ্যাপসা গন্ধেই চারপাশ ভরে আছে , আর এই গন্ধে একটা বড় অংশে অবদান রাখছে , তার ঘরে রাখা তিনটা বিশাল মাংসের স্তপ । প্রতিবছর খুব বেশী আকারের বড় গরুই কুরবানি দেয় রুদ্র , পিতার কাছ থেকে যে পরিমাণ টাকা পয়সা পেয়েছে তাতে সে কেন আগামী তিন পুরুষের কোনো চিন্তা করতে হবে বলে মনে হয় না ।
চতুর্থবারের মত হাতটা ধুল রুদ্র । ওর গরুর মাংস কাটার পদ্ধতিটা একটু কেমন । খুব ভোরে নামাযের সাথে সাথেই সেই পুরানো পরিচিত কসাই মতি গরুটা জবাই দিয়ে চামড়া টামড়া ছিলে মাংসের বড় বড় টুকরা গুলো আলাদা করে , রুদ্রের পোর্চে রেখে যায় , বাকি যেই কাটাকুটি আছে সেটা রুদ্রই করে । পুরোটা শেষ হতে ওর লাগে চার-পাচ ঘন্টা ।
লাশের মাংসের শেষ টুকরাতে আরেক কোপ দিয়ে একটু ছোট করলো রুদ্র । হ্যা লাশ , লাশের কোনো নাম হয় না । রুদ্র লাশগুলোকে তার শিকার বলতে বরং বেশী পছন্দ করে । আর থাকে ক্রমিক নম্বর । এখন তার সামনে শিকার ৮ এর শুধু কংকালটাই পড়ে আছে । ডাক্তারী পাস করা রুদ্র অত্যন্ত নিপূনতার সাথে সমস্ত মাংস কেটে নিয়েছে । কুচি কুচি করে মাংসগুলো মিশিয়ে দিয়েছে সামনে রাখা কয়েকমণ গরুর মাংসের সাথে । শিকার ৮ এর ওজন ছিল ৬৭ কেজি , হাড্ডি বাদ দিলে শুধু মাংস আনুমানিক ৩৫ কেজি । ৪০০ কেজির সাথে তা মিশিয়ে দিলে চোখে পড়ার আশংকা খুবই ক্ষীণ ।
কংকালটাকে হাইড্রফ্লুরিক এসিডের ডুবিয়ে রাখলো বেশ কিছুক্ষণ আর কংকালটা রুপ নিল সাদা পাতলা তরলে । রুদ্রদের বাসা থেকে যখন ড্রেনে একগাদা রক্ত আর অনেক পাতলা সাদা তরল গেল , কেউ তা লক্ষ্য করারও প্রয়োজন বোধ করলো না , কারণ আজ সবখানেই রক্ত অনেক বেশীই স্বাভাবিক । এভাবেই করেই শিকার ৮ মিশে গেল আবর্জনায় , তার অস্তিত্ব সবার সামনে দিয়েই বিলীন হয়ে গেল , কেউ লক্ষ্য করার প্রয়োজনএও বোধ করলো না ...
হাতটা আবার ধুল সে , সামনে বছর আবার ধরবে আরেক শিকার , নাম দিবে শিকার ৮ এবং দিনের শেষে হাত ধুবে পাঁচবার । এরকমটিই করছে সে বিগত ৭ বছর ধরে ...........
ps : পুরোটাই কাল্পনিক
। অনেক দিন পর গল্প লেখার অপচেষ্টা ।
২|
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৭
কলমের কালি শেষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৬
ফারজুল আরেফিন বলেছেন: লাশের হাত-পা-মাথা-মুথা-চুল-মুল কোথায় মিশাইছো আশকারি?