![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ি চালাতে এখন থেকে আর তেল-গ্যাস নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হবে না। কারণ তেল-গ্যাসের বিকল্প হিসেবে বাতাসেই যে গাড়ি চলবে। তেল-গ্যাসের দাম প্রতিনিয়ত যেভাবে বাড়ছে, তাতে বিকল্প কিছুর পেছনে ছুটতেই পারেন বিজ্ঞানীরা। তেমনটাই জানাল ফরাসি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পিজো।
নতুন প্রযুক্তিতে শুধু বাতাস কিংবা পেট্রল ও বাতাস দুটোর সমন্বয়েই চলবে গাড়ি। আর এতে জ্বালানি খরচও কমে যাবে প্রায় অর্ধেক। নতুন প্রযুক্তিতে নির্মিত গাড়িটি তার লাইফলাইনের পাঁচ ভাগের চার ভাগ সময় ধরে শুধু বায়ুশক্তি ব্যবহার করলে ৮০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। এ প্রযুক্তিতে গাড়িতে একটি সাধারণ অন্তর্দাহ ইঞ্জিন, গিয়ার বক্স, বিশেষ হাইড্রোলিক ও একটি ছোট বাতাসভর্তি সিলিন্ডার সংযোজন করা হয়। সিলিন্ডারটি শক্তি সঞ্চয় করবে এবং তা নির্গমন করবে।
প্রতি ঘণ্টায় গাড়িটি ৭০ কিলোমিটার গতিতে চলবে। বিস্ময়কর এ প্রযুক্তিটি ব্যাবহার করা যাবে যে কোনো সাধারণ ফ্যামিলি কারের মধ্যে। আর এজন্য গাড়ির বাহ্যিক শেপ এবং সাইজের কোনো পরিবর্তন করতে হবে না। গাড়ি নির্মাণের ইতিহাসে নতুন এ প্রযুক্তি উদ্ভাবনকে বিজ্ঞানীরা একটি যুগান্তকারী ঘটনা বলে বিবেচনা করছেন। কারণ জ্বালানি হিসেবে বাতাস ব্যবহারের পাশাপাশি এ গাড়িতে ব্যয়বহুল ব্যাটারি ব্যবহারেরও প্রয়োজন পড়বে না। আর খরচও পড়বে অন্য গাড়ির চেয়ে অন্তত ১ হাজার ব্রিটিশ পাউন্ড কম। বিস্ময়কর এ গাড়িটি তৈরি করতে প্রায় ১০০ জন বিখ্যাত বিজ্ঞানী ও প্রকৌশলী একসঙ্গে কাজ করেছেন। এ জন্য তারা সময় নিয়েছেন দুই বছরেরও বেশি। প্যারিসের ভলিজিতে অবস্থিত পোগোর গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে কঠোর গোপনীয়তায় গবেষণা কাজটি সম্পন্ন করেন তারা। তবে এখনই গাড়িটি রাস্তায় দেখা যাবে না। এ জন্য অপেক্ষা করতে হবে ২০১৬ সাল পর্যন্ত। খবরের লিংক এই খানে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬
চারশবিশ বলেছেন: জটিল খবর