![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইপিএল স্পট ফিক্সিং বেড়িয়ে আসছে নতুন নতুন পিলে চমকানো তথ্য। শুক্রবার মুম্বাই পুলিশের অপরাধ বিভাগে চেন্নাই সুপার কিং এর মালিক গুরুনাথ মিয়াপ্পানের জিজ্ঞাসাবাদ হয়।
উল্লেখ্য গুরুনাথ মিয়াপ্পান হচ্ছে বর্তমান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এর সভাপতি শ্রী নিবাসনের মেয়ের স্বামী। জামাই জুয়া খেলে কিংবা তাৎক্ষনিক ম্যাচ গড়াপেটার সাথে জড়িত এটি জানতেন না বলে শ্রী নিবাসন সংবাদ মাধ্যমকে জানান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক সভাপতি শারদ পাওয়ার নিবাসনের পদত্যাগ চাইলে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এদিকে পুলিশের হেফাজতে থাকা অভিনেতা বিন্দু দারা সিং এর আটকাদেশ বাড়ানো হয়েছে। আগামী ২৮ মে পর্যন্ত বিন্দু দারা সিংকে রিমান্ডে থাকতে হবে। বিন্দু পুলিশের কাছে বলেছেন, চেন্নাই সুপার কিং এর মালিক গুরুনাথের হয়ে তিনি জুয়া খেলতেন। তিনি আরো বলেন, সম্প্রতি গুরু নাথ ১ কোটি ভারতীয় রুপি জুয়া খেলে হেরেছেন। বলিউডের আরো পাঁচ অভিনেতা ওই তাৎক্ষনিক ম্যাচ গড়াপেটার সাথে জড়িত বলে তিনি জানান। কিন্তু মুম্বাই পুলিশ ওই তারকাদের নাম এখনো প্রকাশ করেনি। আইপিএল জুয়ার সাথে চেন্নাইয়ের নাম ওঠায় চেন্নাই সুপার কিং শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতি দেয়। গুরুনাথ চেন্নাই সুপার কিং এর মালিক নন বলে তারা জানায়। ইন্ডিয়া সিমেন্ট চেন্নাই সুপার কিং এর মালিক। গুরুনাথ তাদের একজন সদস্য মাত্র বলে জানায় চেন্নাই সুপার কিং।
ভারতের রাজনীতিবিদরা বিষয়টি দেখছেন আইনি দৃষ্টিকোণ থেকে। তারা মনে করে এ সম্পর্কিত কোনো আইন না থাকায় অপরাধটি ঘটছে। শুক্রবার বিজেপির রাজনীতি বিদরা ভারতের আইন মন্ত্রী কপিল সিবালের কাছে দেখা করেন। তারা আইনমন্ত্রীকে এ সম্পর্কিত আইন তৈরি করার তাগিদ দেন। আইপিএলের চেয়ারম্যান রাজীব শুকলাও আইনমন্ত্রীর সাথে দেখা করে এ সম্পর্কে নিজেদের মত দেন। আইন মন্ত্রী বলেন, খুব শীঘ্রই শক্তি শালী ম্যাচ গড়াপেটা বিরোধী আইন প্রণয়ন করা হবে।
সংবাদের সূত্র এই লিংকে
২| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩৮
মামুন,চৌ:হাট বলেছেন: এই .পি . এল শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত একটা খেলাও দেখা হয়নি। আই, পি. এল নিয়ে কেন এত মাতামাতি কই আমাদের বি.পি.এল নিয়ে তো তাদের দেশে এত মাতামাতি হয় না। সাকিব - তামিম কে তারা আই. পি. এলে নেয় শুধু মাত্র আমাদের দেশের লোককেও তাদের আই . পি. এলের দর্শক বানানো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৮
সাধারণ মুসলমান বলেছেন: বুদ্ধি-সুদ্ধি থাকলে এই 'পি.এল' আর কারো দেখা উচিত না।