![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারাগারে সঞ্জয় দত্তের দিন ভালো যাচ্ছে না। রাতে ঘুম হয় না। দিনে পরিশ্রম করলে রাতে ঘুম হয়। এ বিশ্বাসে জেলে অন্য কয়েদিদের মতো পরিশ্রমমূলক কাজ করার আবেদন জানান সঞ্জয়। কিন্তু জেল কর্তৃপক্ষ তার নিরাপত্তার কথা ভেবে কোনো কাজ দিতে নারাজ।
গত ২২ মে সঞ্জয় মুম্বাইয়ে একটি জেল পরিবর্তন করে পুনের জারওয়াদা সেন্ট্রাল জেলে আসেন। ১৯৯৩ সালে মুম্বাই সিরিয়াল ব্লাস্টে দোষী সাব্যস্ত হলে তার সশ্রম কারাদণ্ড হয়। কিন্তু সঞ্জয়কে জেলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। এতে তার জীবনের নিরাপত্তার কথা ভেবে পরিশ্রম মূলক কাজ করতে দেয়া হচ্ছে না। সঞ্জয়ের সাথে ওই কারাগারে আসা ইউসুফ নুলওয়ালারও একই অবস্থা। তিনিও কোনো কিছু না করেই জেলে দিন কাটাচ্ছেন।
বাকীটা পড়েত এই লিংকে ক্লিক করুন
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২১
ঠগী বলেছেন: হা হা হা। হেডস্যার আমি জেনারেল কিন্তু আমার পোস্ট প্রকাশ হয়না কেনো?
২| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৩
সাদা মনের মানুষ বলেছেন: বেচারার জন্য আমার মায়া হয় ।
৩| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:১৪
শফিউল আলম চৌধূরী বলেছেন: পোষ্টটি স্টিকি করা হোক। জন গুরুত্ব পূর্ণ পোষ্ট। এই পোষ্টের অপেক্ষায় সামুর ব্লগরা বসে ছিলে অনন্তকাল ধরে। আপনি এই পোষ্ট দেওয়াতে সেই অপেক্ষার শেষ হল। সামু কর্তৃপক্ষ সারা জীবনে আপনার এই অবদানের কথা ভুলবে না। আমি জোর দাবী জানাচ্ছি আপনাকে নোবেল দেওয়ার জন্য, শান্তিতে...
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
ঠগী বলেছেন: হঠাৎ আমার ওপর এত দরদ উতলে উঠলো কেনো?
৪| ০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:৪০
কাউসার রানা বলেছেন: শফিউল ভাই মজা লন ক্যারে -------- হ্যায় তো ঠিহই কামডা করছে । মুন্নাভাই তো আংগোরে মামু হয় , হেয় দুক্কে এই পোষ্ট ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৩
ঠগী বলেছেন: এইতো একজন পাওয়া গেলো
৫| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
মুক্ত মণ বলেছেন: মাইনাস বাটনটা খুব মিস করছি...
৬| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
টানিম বলেছেন: কারাগারে পায়খান হচ্ছে না সঞ্জয় দত্তের । সেটা কবে লিখবেন ?
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
ঠগী বলেছেন: এটা খবর হলে লিখবো।
৭| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এই পোস্টের মান খুবই ভালো, একেবারে সমস্যার মূলে কুঠারাঘাত করেছেন লেখক....
৮| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এছাড়া এই জনগুরুত্বপূর্ন পোস্টে পোস্টদাতা গনমানুষের নিরাপত্তার দিকটাও ভেবে রেখেছেন... এজন্য পোস্টের বাকি অংশ পড়তে আবার ঐ লিঙ্কে যেতে হবে। এছাড়াও উনি ঢাকানিউজকে ইমেইলে ব্যাপক স্প্যামিং চালিয়ে ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করার নিরলস প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৬
ঠগী বলেছেন: ঢাকানিউজ পড়ি তাই লিংক দেই। সেটা কি দোষের কিছু। আপনি কীভাবে জানলেন আমি ঢাকা নিউজকে স্প্যাম দিচ্ছি। ঢাকানিউজের রেফারেন্স দিলে কি আপনার পশ্চাত জ্বলে।
৯| ০১ লা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
নক্শী কাঁথার মাঠ বলেছেন: লেখকের প্রতি শ্রদ্ধায় আমার মাথা ন্যুইয়ে একেবারে ডেস্কের সাথে লেগে যাচ্ছে বার বার।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ বিকাল ৫:০১
হেডস্যার বলেছেন:
আপনে বইসা আছেন ক্যান দাদা?
সঞ্জয়ের মাথা আপনের কোলে রাইখা ঘুম পাড়াইয়া দেন। লগে গাইবেন "ঘুম পাড়ানি মাসি পিসি গান"